বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup Esp Vs Mar: ১০০০ পেনাল্টির ‘হোমওয়ার্ক’ করেও শুটআউটে ‘০’, দল নিয়ে বিস্ফোরক স্প্যানিশ কোচ

FIFA World Cup Esp Vs Mar: ১০০০ পেনাল্টির ‘হোমওয়ার্ক’ করেও শুটআউটে ‘০’, দল নিয়ে বিস্ফোরক স্প্যানিশ কোচ

স্পেনের কোচ লুই এনরিকে (AFP)

মঙ্গলবার প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্প্যানিশরা। এই হারের পর দলের পেনাল্টি অনুশীলন নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন স্প্যানিশ কোচ লুই এনরিকে।

ম্যাচের অতিরিক্ত সময়ের প্রায় শেষ লগ্নে এসে পোস্টে বল মেরে বসেছিলেন সারাবিয়া। পরিবর্ত হিসেবে মাঠে নামা সেই সারাবিয়াই স্পেনের হয়ে শুটআউটে প্রথম পেনাল্টিটি নিয়েছিলেন। তবে সেবারও তিনি পোস্টেই মেরে বসেন বলটি। তবে শুটআউটে শুধু তিনি নন, স্পেনের বাকি ফুটবলাররাও ব্যর্থ হন। সোলের এবং অধিনায়ক বুস্কেটের পেনাল্টি শট আটকে দিয়েছিলেন মরক্কোর গোলরক্ষক বোনো। ১২০ মিনিটের লড়াইতে মরক্কোর বিরুদ্ধে ভালো ফুটবল খেলা স্পেন তাই পেনাল্টি শুটআউটে একটিও গোল না করে বিদায় নেয় বিশ্বকাপ থেকে। আর ম্যাচ শেষে দলকে নিয়ে বিস্ফোরক কোচ লুই এনরিকে। স্প্যানিশ কোচ জানান, অন্তত ১০০০টি করে পেনাল্টি মারার হোমওয়ার্ক দেওয়া হয়েছিল ফুটবলারদের। তা সত্ত্বেও মাঠে দলের এই পারফরম্যান্সে স্বভাবতই হতাশ তিনি।

লুই এনরিকে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় তাঁরা (স্প্যানিশ ফুটবলাররা) তাঁদের হোমওয়ার্ক করে এসেছিলেন। একবছর আগে স্পেনের জাতীয় দলের ক্যাম্পের সময়ই আমি তাঁদের বলেছিলাম যে অন্তত পক্ষে ১০০০টি পেনাল্টি নেওয়ার অনুশীল করে আসতে। আমি বলেছিলাম, যদি কাতারে এসে অনুশীলন করার কথা ভাবো, তাহলে অনেক দেরি হয়ে যাবে, এখানে অত সুযোগ পাওয়া যাবে না।’

কোচ এরপর বলেন, ‘পেনাল্টি শুটআউট হল সর্বোচ্চ উত্তেজনার মুহূর্ত। সেই সময় স্নায়ু শান্ত রেখে পেনাল্টি নিতে হবে। যদি আপনি হাজারবার প্রশিক্ষণ করে থাকেন, তাহলে তখন সেভাবেই শট নিতে হবে। প্রতিটি খেলোয়াড় সম্পর্কে অনেক কিছু বলে এটা। আপনি কীভাবে টেনশন দূরে রাখতে পারেন, এটা তারই নিদর্শন।’ দলের খেলোয়াড়দের অধ্যবসায় নিয়ে কোচ বলেন, ‘যখনই আমরা প্রশিক্ষণ শেষ করতাম, আমি অনেক খেলোয়াড়কেই পেনাল্টি নিতে দেখি।’ এদিকে দলের গোলরক্ষক নিয়ে কোচের বক্তব্য, ‘এটা এখন আর ভাগ্যের খেলা না। গোলরক্ষকরা আরও বেশি করে প্রভাব ফেলছেন শুটআউটে। আমাদের খুব ভালো একজন গোলরক্ষক আছে। এমনকি দলের তিনজনের মধ্যে যে কেউ এই পরিস্থিতিতে খুব ভালো করতে পারতেন।’ উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে স্পেন সর্বোচ্চবার পেনাল্টি শুটআউটে হেরে যাওয়া দলের তকমা পেল। এদিকে পেনাল্টি শুটআউটে শেষবার স্পেন গোল মেরেছিল ২০০৬ সালের বিশ্বকাপে!

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.