বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টারে হয়ত অ্যালেক্স সান্দ্রোকে পাচ্ছে না ব্রাজিল

FIFA World Cup: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টারে হয়ত অ্যালেক্স সান্দ্রোকে পাচ্ছে না ব্রাজিল

অনুশীলনে ব্রাজিলের তারকারা। ছবি- এএফপি

শুক্রবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই ব্রাজিলের।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং ব্রাজিল। আর এই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিল দলের লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রো। গ্রুপ লিগের ম্যাচে সুইজারল্যান্ড এর বিরুদ্ধে বা পায়ে চোট পান অ্যালেক্স। এরপর প্রি কোয়ার্টার ফাইনালেও খেলতে পারেননি তিনি। শুক্রবার ব্রাজিল দলের কোচ তিতে জানিয়ে দেন, ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও খেলতে দেখা যাবে না অ্যালেক্সকে।

ক্রোয়েশিয়া ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ব্রাজিল কোচ বলেন, 'এখনও ফিট নয় অ্যালেক্স। ওর ইনজুরি একেবারে আলাদা। নেইমারের থেকেও ভয়ংকর। ফলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও অ্যালেক্সকে মাঠে নামানো সম্ভব হচ্ছে না। আমি মেডিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। তারা এখনই অ্যালেক্সকে ফিট সার্টিফিকেট দিতে নারাজ।'

আরও পড়ুন:- ভারতীয় ফুটবলে খুশির খবর! বাড়ছে AIFF-এর বাজেট, বৃদ্ধি পাচ্ছে সুনীলদের ম্যাচ ফি

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততে পারলে সেমিফাইনাল টিকিট পাকা করে ফেলবেন নেইমাররা। তাহলে শেষ চারের লড়াইতেও কি পাওয়া যাবে না অ্যালেক্সকে? এমন প্রশ্ন করা হলে তিতে উত্তর দেন, 'আপাতত আমরা ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে ভাবছি। সেমিফাইনাল নিয়ে এখনই ভাবার কিছু নেই। ও খেলতে পারবে কিনা সেটা নির্ভর করছে মেডিক্যাল টিমের উপর। সেখানে আমি হস্তক্ষেপ করব না। তবে আমাদের যা দল তাতে প্রতিটি প্লেয়ারের পরিবর্ত তৈরি করা রয়েছে। সুতরাং এ বিষয়ে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না।'

আরও পড়ুন:- জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে নাম লেখালেন ২০৭ জন প্রাক্তন তারকা

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন দানিলো। তিনি বলেছেন, ‘আমার মনে হয় সান্দ্রো ঠিক মতো অনুশীলন করতে পারলে খেলবে। আমি সম্পূর্ণ ঠিক আছি। রক্ষণের তিনটে জায়গাতে খেলতেই আমি স্বচ্ছন্দ। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি মাঝখানের জায়গায় ফিরে আসতে পারব। জুভেন্তাসের হয়ে এই জায়গাতেই খেলি। এটাই আমার সব থেকে পছন্দের জায়গা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন