আর্জেন্তিনা কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল। তারা সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল। সেই ম্যাচে হারের পর থেকে লিওনেল মেসি এবং তাঁর আর্জেন্তিনাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই মেক্সিকোর বিরুদ্ধে জয়ে ফেরে আর্জেন্তিনা। তার পরে পোল্যান্ডকে হারিয়ে তারা প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। মেসিকেও চেনা ছন্দে পাওয়া যাচ্ছে। কিন্তু মেক্সিকো ম্যাচের পর মেসিকে বাজে ভাবে আক্রমণ করেন বক্সার কানেলো আলভারেজ।
আরও পড়ুন: পোল্যান্ড কিপারের সঙ্গে বাজি ধরেন মেসি? কী নিয়ে আর কত টাকার বাজি জানেন? জিতলেনই বা কে?
মেক্সিকোর এই বক্সার হুমকির সুরে বলেছিলেন, ঈশ্বরের কাছে মেসি যেন প্রার্থনা করেন, তাঁর সঙ্গে কখনও দেখা না হয় তাঁর। মেক্সিকান বক্সারের এই হুমকিতে সাড়া পড়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। মেক্সিকোকে ডু-অর-ডাই ম্যাচে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার কাজটা সহজ করে ফেলেছিল আর্জেন্তিনা। ওই ম্যাচের পর ড্রেসিংরুমে ফিরে মেসিদের একটি সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে মেক্সিকোর জার্সি অবমাননা করার অভিযোগ উঠেছিল মেসির বিরুদ্ধে। তার পরেই মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ হুমকি দিয়েছিলেন এলএম টেনকে। আর মেক্সিকান বক্সারের এই হুমকিতে সাড়া পড়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। মেসির পাশে দাঁড়িয়ে অনেকেই কানেলোকে পাল্টা দিয়েছিলেন।
আরও পড়ুন: নকআউটে কাদের মুখোমুখি হবেন মেসিরা?ফ্রান্সের প্রতিপক্ষ কে?দেখুন সূচি
সেই তিনিই এ বার পাল্টি খেলেন। কানেলোই এ বার ক্ষমা চেয়ে নিলেন মেসির কাছে। টুইটারেই তিনি লিখেছেন, ‘গত কয়েক দিন আমি বড় বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। দেশের প্রতি তীব্র ভালোবাসার কারণেই আমি ওই রকম একটা মন্তব্য করে বসেছিলাম। কিন্তু সেটা করার দরকার ছিল না। আর সেই কারণেই আমি মেসির কাছে ক্ষমা চাইছি। পুরো আর্জেন্তিনার কাছে ক্ষমা চাইছি।’
লিও মেসি বিতর্ক থেকে দূরে থাকতেই ভালোবাসেন। এমনকী কোনও বিতর্কে জড়ালে, সাধারণত সেই নিয়ে কখনওই মন্তব্য করেন না। কিন্তু পোল্যান্ড ম্যাচের পর মেসিকেও এই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। তখনও অবশ্য কানেলো ক্ষমা চাননি। দেশের সাংবাদিকদের মেসি বলেছিলেন, ‘ওর মন্তব্য আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা খুব ভালো করে জানেন, আমি কখনও কাউকে অসম্মান করি না। আর সেই কারণেই আমার ক্ষমা চাওয়ার কোনও জায়গাই নেই। কারণ, আমি মেক্সিকোর মানুষজন কিংবা তাঁদের জার্সির অবমাননা করিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।