বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: ক্রোটদের বিরুদ্ধে হারটা হজম করতে পারছেন না- হাহুতাশ করে চলেছেন নেইমার, কাসেমিরোরা

FIFA World Cup 2022: ক্রোটদের বিরুদ্ধে হারটা হজম করতে পারছেন না- হাহুতাশ করে চলেছেন নেইমার, কাসেমিরোরা

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হার হজম করতে পারছে না ব্রাজিল।

শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপে শেষ হয়ে গিয়েছে ব্রাজিলের অভিযান। অতিরিক্ত সময়ে দারুণ গোল করার পরেও, দলের হার দেখেছেন নেইমার। ম্যাচের পর আর নিজেকে ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের তারকা ফুটবলার।

শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালেই টানটান উত্তেজনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব।‌ টানটান উত্তেজনার ম্যাচের নাটকের যবনিকা পতন ঘটে পেনাল্টি টাইব্রেকারের মধ্যে দিয়ে। লিভাকোভিচের একের পর এক দুরন্ত সেভই বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে দেওয়ার রাস্তা প্রশস্ত করে। ম্যাচের একেবারে শেষ ভাগে এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষে ব্রাজিলীয় তারকা নেইমারের গোলে লিড পায় ব্রাজিল। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামা ব্রুনো পেটকোভিচ। এর পরেই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিলের জয়ের সামনে বড় প্রাচীর হয়ে দাঁড়ান লিভাকোভিচ। ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেন নেইমাররা। আর এর পরেই কোচ তিতে সহ ব্রাজিলের একাধিক ফুটবলার তাঁদের অনুভূতির কথা ব্যক্ত করেছেন।

১) ব্রাজিল কোচ তিতে: 

দলের দায়িত্ব ছাড়ার পাশাপাশি জানিয়েছেন, ‘পঞ্চম পেনাল্টিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওটাই বলা যায় ম্যাচের ফলাফল নির্ধারণকারী পেনাল্টি ছিল। এতে অনেক বেশি চাপ থাকে। যে ফুটবলার সেই চাপ নিতে পারবে, তার সেই পেনাল্টিটা মারা উচিত। আমরা যে প্রস্তুত ছিলাম না, এই বিষয়টা আমি মানতে নারাজ। আমরা প্রথম থেকে চাপ তৈরি করে খেলেছি। ম্যাচটা আমরা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম পেড্রোকে সামনে রেখে। আমি ফলাফলকে সম্মান করি। ফুটবলে এমন ঘটনা ঘটে। ফুটবলাররা জানে তাদের পারফরম্যান্সে আমরা কতটা গর্বিত। সময় বলে দেবে আমার অবদান কতটা ছিল।’

আরও পড়ুন: খারাপ রক্ষণ, আত্মতুষ্টি- চোকার্স তকমা নিয়েই বিদায় কেনদের, জিতল ফরাসিদের আগ্রাসন

২) থিয়াগো সিলভা:

‘খুব কঠিন সময়। তবে আমাদেরকে মাথা উঁচু রাখতে হবে। আমি দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত। আমরা এই বিশ্বকাপে যে খেলাটা খেলেছি তাতে আমি খুশি। দুর্ভাগ্যজনক ভাবে এটা ফুটবলের অংশ (হারটা)। যখন গোল করার পরে গুরুত্বপূর্ণ সেই গোলটা ধরে রাখতে পারি না, তখন তা বেশ‌ যন্ত্রণা দেয়। তবে সময় এসেছে মাথা উঁচু করে যে কাজটা আমরা করছিলাম (যে ফুটবলটা খেলছিলাম), তা চালিয়ে যাওয়ার। এর কোনও বিকল্প নেই। আমি এমন একজন মানুষ যে, আঘাত খেয়ে পড়ার পরে কী ভাবে ফিরে আসতে হয় জানে।’

আরও পড়ুন: WC-এর স্বপ্নে ইতি,দলকে জেতাতে না পেরে বাচ্চাদের মতো কেঁদে ভাসালেন রোনাল্ডো

৩) নেইমার :

‘আমি জানি না, এরপর কী হবে। আমি জানি না ভবিষ্যতে ব্রাজিল দলের কি হবে ?(আদৌ আর জাতীয় দলে খেলবেন কি না সেই প্রসঙ্গে)। যা ঘটেছে তা নিয়ে হা-হুতাশ করা ছাড়া আর আমাদের কিছু করার নেই। জাতীয় দলের জন্য এক্ষুনি কোনও দরজা বন্ধ করছি না। তবে ১০০ শতাংশ গ্যারান্টিও দিচ্ছি না যে, আমি জাতীয় দলে ফিরে আসব।’

৪) কাসেমিরো:

‘আমরা অত্যন্ত দুঃখিত। আমি নিশ্চিত দলের প্রত্যেকটা সদস্য তাদের সেরাটা উজাড় করে দিয়েছে।যা ঘটেছে তাতে আমরা খুব হতাশ। সবটাই আমাদের হাতে ছিল। তার পর আমাদের হাত থেকে ফস্কে গেছে। এখন ধৈর্য ধরতে হবে। জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন