বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > নক-আউটের আগে স্বস্তি ব্রাজিলের সমর্থকদের! বল নিয়ে মাঠে নামলেন নেইমার

নক-আউটের আগে স্বস্তি ব্রাজিলের সমর্থকদের! বল নিয়ে মাঠে নামলেন নেইমার

নেইমার (REUTERS)

অনুশীলনে বল নিয়ে ড্রিল করতেও দেখা যায় নেইমারকে। গোলে একের পর এক শটও নিতে দেখা যায় তাঁকে। সার্বিয়া ম্যাচে ডান গোড়ালির লিগামেন্ট ছেঁড়ার পর এই প্রথম অনুশীলনে নামেন নেইমার।

শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপে ইতিমধ্যেই নক আউট পর্বে পৌঁছে গিয়েছে ব্রাজিল। নিজেদের দুটি গ্রুপ ম্যাচ জিতে তাঁরা গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে চলে গেছে। তবে তাঁদের পক্ষে সবথেকে বড় সমস্যার কথা তাঁদের স্টার ফুটবলার নেইমার জুনিয়রের অনুপস্থিতি। প্রথম ম্যাচেই সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়ে তিনি আর এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারেননি। তাঁর গোড়ালির চোট গুরুতর। ব্রাজিলের রাউন্ড অফ ১৬'র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমারকে পেতে এবার মরিয়া লড়াই চালাচ্ছে ব্রাজিল দল। নেইমার নিজেও সেই লড়াই চালাচ্ছেন। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। শনিবার থেকেই মাঠে ফেরার লড়াই শুরু করেছেন তিনি।

অনুশীলনে বল নিয়ে ড্রিল করতেও দেখা যায় নেইমারকে। গোলে একের পর এক শটও নিতে দেখা যায় তাঁকে। সার্বিয়া ম্যাচে ডান গোড়ালির লিগামেন্ট ছেঁড়ার পর এই প্রথম অনুশীলনে নামেন নেইমার। নিজের ইন্সটাগ্রাম পোস্টেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নেইমার। লিখেছেন 'ফিরতে পেরে ভালো লাগছে। আমি জানতাম এখন আমি ফিরতে পারব। 'ক্যামেরুন ম্যাচে ব্রাজিলের হয়ে যারা খেলেননি তাঁদের সঙ্গে একসঙ্গে অনুশীলন করেন তিনি। নেইমারের অনুশীলনের সেই ছবি ব্রাজিল দলের তরফে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। দুই পায়েই তাঁকে সাবলীলভাবে শট মারতে দেখা গিয়েছে। এদিন চোটগ্রস্ত ড্যানিলোকেও অনুশীরন করতে দেখা গিয়েছে। চোটগ্রস্ত টেলাস এবং জেসুসের জন্যও ইন্সটাগ্রাম স্টোরিতে নেইমার লিখেছেন 'বিশ্বাস রাখ, শক্তি ধর। আমরা সবসময় একসঙ্গে থাকব।'

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে দুটি গোল করা রিচালির্সন জানিয়েছেন 'ও (নেইমার) ফিরে আসার পর গোটা দলটা উন্নতি করবে। আমি আশা করব ও ফিরে আসবে। সবাই দেখেছে শেষ দুটো ম্যাচে আমরা ওকে কতটা মিস করেছি। আমি এটাও মনে করি ও ফিরে এলে আমার খেলার পক্ষেও তা খুব সহায়ক হবে।' কাতারে রাজধানী দোহার স্টেডিয়াম ৯৭৪'এ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে জাপান অথবা ক্রোয়েশিয়ার।

কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জের্ন্তিনার বিরুদ্ধে। উল্লেখ্য গত জুনে এক ফ্রেন্ডলি ম্যাচে সিওলে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচে ৫-১ গোলে জিতেছিল ব্রাজিল। ম্যাচে নেইমার পেনাল্টি থেকে দুটি গোল করেছিলেন। আর সেই কারণেই আরো বেশি করে নেইমারকে সুস্থ করে মাঠে ফেরানোর লড়াই জোরদারভাবে শুরু করেছে ব্রাজিল দল। দলের ডাক্তার ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন নেইমারকে। তবে নেইমার একা নন। তাঁর পাশাপাশি বেশ কিছু চোট সমস্যা রয়েছে ব্রাজিলের।

ব্রাজিল ডিফেন্সে রয়েছে এই চোট সমস্যা। ক্যামেরুন ম্যাচে লেফট ব্যাকে অ্যালেক্স স্যান্ড্রোর বদলে খেলানো হয়েছিল অ্যালেক্স টেলেসকে। তিনি হাঁটুতে চোট পান ম্যাচে। যে চোটের ফলে শেষ হয়ে গিয়েছে তাঁর বিশ্বকাপ অভিযান। স্যান্ড্রোর নিজেরও চোট রয়েছে। পাশাপাশি পাশাপাশি রাইট ব্যাক ড্যানিলোর গোড়ালিতে চোট রয়েছে। ব্রাজিল দলের ডাক্তার রড্রিগো লাসমার জানিয়েছেন 'আপাতত সব ঠিক পথেই এগোচ্ছে। এভাবে চললে আমাদের পরের ম্যাচেই (কোরিয়া) ও (নেইমার) খেলতে পারবে।'

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.