গোল পেলেন না নেইমার তবে রিচার্লিসনের গোল ব্রাজিল ভক্তদের রাত জাগার উপহার দিয়ে দিল। জোড়া গোল করে মন জিতলে রিচার্লিসন।
খেলা শেষ
রিচার্লিসনের জোড়া গোলে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করল ব্রাজিল। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারাল সেলেকাওরা। নেইমার অবশ্য এদিন গোল পেলেন না। তবে রিচার্লিসনের গোল সকলের মন জিতল। রিচার্লিসনের দ্বিতীয় গোলটি ছিল সাইড ভলিতে, যা চলতি বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা গোলের শীর্ষে জায়গা করে নেবে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ, সাত মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার বাকি এই মিনিটে খেলার গতি কোন দিকে গড়ায়।
সাইড ভলিতে গোললললল
এবারের বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা গোলটি করে ফেললেন রিচার্লিসন। ম্যাচে ৭৩ মিনিটে অসাধারণ গোল করে ব্রাজিলের ব্যবধান বাড়িয়ে দিলেন রিচার্লিসন। ভিনিসিয়াস জুনিয়রের অসাধরাণ ক্রস, সেখান থেকে বল রিসিভ করে বলটিকে হাওয়াতেই সাইড ভলিতে ফিনিস করলেন রিচার্লিসন।
গোলল…
নেইমারের তৈরি, ভিনসেনের চেষ্টা শেষ পর্যন্ত রিচার্লিসনের গোলে এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের ৬২ মিনিটে ১-০ করল ব্রাজিল।
৬০ মিনিট- ব্রাজিল: ০, সার্বিয়া:০
দুরন্ত ফুটবল খেলছে ব্রাজিল কিন্তু সার্বিয়ার রক্ষণ এবং ভাগ্যের কাছে বারবার আটকে যাচ্ছে।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শুরুতেই ব্রাজিলের আক্রমণ। রাফিনহা সার্বিয়ার বক্সে প্রবেশ করেছিলেন কিন্তু সার্বিয়ার গোলরক্ষক মিনোকোভিচ সাভিচের দারুণ সেভ।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে বেশকিছু সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। কিন্ত বারবার সার্বিয়ার রক্ষণের জালে আটকে গেছে সাম্বার আক্রমণ। প্রথমার্ধের খেলা শেষ হলেও গোলের দেখা পাওয়া যায়নি।
বড় মিস….
৪১ মিনিটে বড় সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু গোলের কাছে পৌঁছেও শেষ কাজটি করতে পারলেন না ভিনিসাস।
৩৫ মিনিট- ব্রাজিল: ০, সার্বিয়া:০
বারবার আক্রমণ করে চলেছে ব্রাজিল। তবে বারবার সার্বিয়ার রক্ষণে গিয়ে আটকে যাচ্ছে সেলেকাওদের অ্যাটাক। তবে এরমধ্যে সার্বিয়ার গোলরক্ষকের প্রশংসা করতেই হবে। দারুণ খেলছেন সার্বিয়ার গোলরক্ষক মিলিনকোভিচ।
আক্রমণের ঝড় তুলেছে ব্রাজিল
ম্যাচের ২০ মিনিট গড়িয়ে গিয়েছে। কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে সার্বিয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেছে ব্রাজিল।
সার্বিয়ার বক্সে নেইমার
ম্যাচের দশ মিনিটে নেইমার সার্বিয়ার বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু সার্বিয়ার রক্ষণে আটকে যান নেইমার।
শুরু হয়ে গেল ম্যাচ
শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চাইছে ব্রাজিল। পরীক্ষার সামনে সার্বিয়ার রক্ষণ।
দেখে নিন সার্বিয়ার দল
ভাঞ্জা, পাভলোভিচ, ভেলকোভিচ, মিলেনোভিচ, আদেনোভিচ, গুডেলজ, লুকিচ, জিভকোভিচ, সার্গেজ, মিত্রোভিচ, তাদিচ।
দেখে নিন ব্রাজিলের দল
অ্যালিসন, দানিলো, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স স্যান্ড্রো, ক্যাসেমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।