বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Brazil vs Serbia: রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারাল নেইমারের ব্রাজিল
জোড়া গোল করলেন রিচার্লিসন (ছবি-রয়টার্স)

Brazil vs Serbia: রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারাল নেইমারের ব্রাজিল

লুসাইল স্টেডিয়ামে গ্রুপ জি ম্যাচে ২৫তম র‌্যাঙ্কড সার্বিয়ার বিরুদ্ধে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল। এই ম্যাচে সবকিছু ঠিকঠাক চললে বা ব্রাজিলের সবকটি আক্রমণ ব্যর্থ না হলে বহু গোলে জিততে পারত। তবে শেষ পর্যন্ত ২-০ জয় পেল ব্রাজিল। এদিন নেইমার গোল না করলেও, রিচার্লিসনের দ্বিতীয় গোল সকলের মন জিতেছে।  

গোল পেলেন না নেইমার তবে রিচার্লিসনের গোল ব্রাজিল ভক্তদের রাত জাগার উপহার দিয়ে দিল। জোড়া গোল করে মন জিতলে রিচার্লিসন। 

25 Nov 2022, 02:26:28 AM IST

খেলা শেষ 

রিচার্লিসনের জোড়া গোলে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করল ব্রাজিল। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারাল সেলেকাওরা। নেইমার অবশ্য এদিন গোল পেলেন না। তবে রিচার্লিসনের গোল সকলের মন জিতল। রিচার্লিসনের দ্বিতীয় গোলটি ছিল সাইড ভলিতে, যা চলতি বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা গোলের শীর্ষে জায়গা করে নেবে। 

25 Nov 2022, 02:18:57 AM IST

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ, সাত মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার বাকি এই মিনিটে খেলার গতি কোন দিকে গড়ায়।

25 Nov 2022, 02:04:21 AM IST

সাইড ভলিতে গোললললল

এবারের বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা গোলটি করে ফেললেন রিচার্লিসন। ম্যাচে ৭৩ মিনিটে অসাধারণ গোল করে ব্রাজিলের ব্যবধান বাড়িয়ে দিলেন রিচার্লিসন। ভিনিসিয়াস জুনিয়রের অসাধরাণ ক্রস, সেখান থেকে বল রিসিভ করে বলটিকে হাওয়াতেই সাইড ভলিতে ফিনিস করলেন রিচার্লিসন।

25 Nov 2022, 01:52:27 AM IST

গোলল…

নেইমারের তৈরি, ভিনসেনের চেষ্টা শেষ পর্যন্ত রিচার্লিসনের গোলে এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের ৬২ মিনিটে ১-০ করল ব্রাজিল।

25 Nov 2022, 01:50:23 AM IST

৬০ মিনিট- ব্রাজিল: ০, সার্বিয়া:০

দুরন্ত ফুটবল খেলছে ব্রাজিল কিন্তু সার্বিয়ার রক্ষণ এবং ভাগ্যের কাছে বারবার আটকে যাচ্ছে।

25 Nov 2022, 01:35:11 AM IST

শুরু দ্বিতীয়ার্ধের খেলা

শুরুতেই ব্রাজিলের আক্রমণ। রাফিনহা সার্বিয়ার বক্সে প্রবেশ করেছিলেন কিন্তু সার্বিয়ার গোলরক্ষক মিনোকোভিচ সাভিচের দারুণ সেভ।

25 Nov 2022, 01:17:04 AM IST

প্রথমার্ধের খেলা শেষ 

প্রথমার্ধে বেশকিছু সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। কিন্ত বারবার সার্বিয়ার রক্ষণের জালে আটকে গেছে সাম্বার আক্রমণ। প্রথমার্ধের খেলা শেষ হলেও গোলের দেখা পাওয়া যায়নি।  

25 Nov 2022, 01:13:30 AM IST

বড় মিস….

৪১ মিনিটে বড় সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু গোলের কাছে পৌঁছেও শেষ কাজটি করতে পারলেন না ভিনিসাস।

25 Nov 2022, 01:07:23 AM IST

৩৫ মিনিট- ব্রাজিল: ০, সার্বিয়া:০

বারবার আক্রমণ করে চলেছে ব্রাজিল। তবে বারবার সার্বিয়ার রক্ষণে গিয়ে আটকে যাচ্ছে সেলেকাওদের অ্যাটাক। তবে এরমধ্যে সার্বিয়ার গোলরক্ষকের প্রশংসা করতেই হবে। দারুণ খেলছেন সার্বিয়ার গোলরক্ষক মিলিনকোভিচ।

25 Nov 2022, 12:52:05 AM IST

আক্রমণের ঝড় তুলেছে ব্রাজিল

ম্যাচের ২০ মিনিট গড়িয়ে গিয়েছে। কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে সার্বিয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেছে ব্রাজিল।

25 Nov 2022, 12:40:55 AM IST

সার্বিয়ার বক্সে নেইমার

ম্যাচের দশ মিনিটে নেইমার সার্বিয়ার বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু সার্বিয়ার রক্ষণে আটকে যান নেইমার।

25 Nov 2022, 12:31:02 AM IST

শুরু হয়ে গেল ম্যাচ

শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চাইছে ব্রাজিল। পরীক্ষার সামনে সার্বিয়ার রক্ষণ।

25 Nov 2022, 12:16:13 AM IST

দেখে নিন সার্বিয়ার দল

ভাঞ্জা, পাভলোভিচ, ভেলকোভিচ, মিলেনোভিচ, আদেনোভিচ, গুডেলজ, লুকিচ, জিভকোভিচ, সার্গেজ, মিত্রোভিচ, তাদিচ।

25 Nov 2022, 12:16:13 AM IST

দেখে নিন ব্রাজিলের দল

অ্যালিসন, দানিলো, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স স্যান্ড্রো, ক্যাসেমিরো, নেইমার, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

বন্ধ করুন