বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: অনুশীলনে অনুপস্থিত রোনাল্ডো- উরুগুয়ে ম্যাচে গোল না দেওয়ায় রাগ করেছেন সিআরসেভেন?

FIFA World Cup 2022: অনুশীলনে অনুপস্থিত রোনাল্ডো- উরুগুয়ে ম্যাচে গোল না দেওয়ায় রাগ করেছেন সিআরসেভেন?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জানা গিয়েছে, শারীরিক কোনও সমস্যা নেই রোনাল্ডোর। এমনিই নাকি অনুশীলন আসেননি তিনি। বিশ্রাম নিয়েছেন। মাঝে বেশ কিছুক্ষণ নাকি একাই জিমে গিয়ে গা ঘামিয়েছেন। দলের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যা হয়েছে কি না তা অবশ্য এখনও জানা যায়নি।

এই মুহূর্তে নানা কারণে কাতার বিশ্বকাপে মূল ফোকাস কেড়ে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে নিয়ে নিত্যনতুন নানা মুখরোচক খবর প্রায়ই শোনা যাচ্ছে। এ বার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনুশীলনে অনুপস্থিত থেকেও ফের আলোচনার কেন্দ্রে চলে এলেন সিআরসেভেন।

বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আগেই পৌঁছে গিয়েছে পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ নিয়মরক্ষার। তবে পর্তুগাল চাইবে, এই ম্যাচ জিতে ১০০ শতাংশ জয়ের রেকর্ড নিয়ে পরের রাউন্ডে যেতে। কিন্তু সেই ম্যাচের আগে অনুশীলনে দেখা পাওয়া গেল না রোনাল্ডোর। আর রোনাল্ডোর অনুশীলনে না আসা নিয়ে তৈরি হয়েছে হাজারো জল্পনা।

জানা গিয়েছে, শারীরিক কোনও সমস্যা নেই রোনাল্ডোর। এমনিই নাকি অনুশীলন আসেননি তিনি। বিশ্রাম নিয়েছেন। মাঝে বেশ কিছুক্ষণ নাকি একাই জিমে গিয়ে গা ঘামিয়েছেন। দলের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যা হয়েছে কি না তা অবশ্য এখনও জানা যায়নি। প্রশ্ন উঠেছে, উরুগুয়ের বিরুদ্ধে তাঁর গোল বাতিল হওয়ায় কি রাগ হয়েছে রোনাল্ডোর? নাকি সেই গোল নিয়ে পর্তুগাল শিবিরে অশান্তি হয়েছে? কোনও কিছুই স্পষ্ট করে না যাওয়ার কারণেই নানা আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বড় অঙ্কের প্রস্তাব, সৌদি আরবের ক্লাবেই সই করতে চলেছেন রোনাল্ডো- রিপোর্ট

সোমবার রাতে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের করা একটি গোল নিয়েই যত গোল বেঁধেছে। ফের্নান্দেসের করা ক্রসে হেড দেওয়ার জন্য লাফিয়েছিলেন রোনাল্ডো। বল জালে জড়িয়ে যেতে উৎসব করতে দেখা যায় রোনাল্ডোকে। গোলটি তাঁর নামেই লেখা হয়েছিল প্রথমে। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল রোনাল্ডোর মাথায় লাগেনি। তখন রোনাল্ডোর বদলে গোলটি দেওয়া হয় ফের্নান্দেসকে। যা মেনে নিতে পারছেন না রোনাল্ডো।

সোমবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গোল নিয়ে বিতর্কে জড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে মাথা ছুঁইয়ে রোনাল্ডো গোল করেছেন বলে সকলে ভেবে নিয়েছিলেন। রোনাল্ডো নিজেও গোলের সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। এমন কী প্রথমে রোনাল্ডোর নামে গোল দিয়েও দেওয়া হয়। পরে বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা। পরে আরও একটি গোল করেন ব্রুনো। তাঁর জোড়া গোলের হাত ধরেই গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলে পর্তুগাল।

আরও পড়ুন: হেরেও শীর্ষে ফ্রান্স, নকআউটে অজিরা,ছিটকে গেল ডেনমার্ক-তিউনিশিয়া

ম্যাচ শেষে রোনাল্ডোকে দেখা যায় রেফারিকে গোলটির ব্যাপারে বলতে। তিনি তখনও দাবি করেন যে, বল তাঁর মাথায় লেগেছে। কিন্তু রিপ্লেতে সেটা বোঝা যায়নি। আর রোনাল্ডোর এই দাবি নিয়ে তাঁকে কটাক্ষও শুনতে হচ্ছে। এ দিকে স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, পর্তুগালের ফুটবল সংস্থা ফিফাকে প্রমাণ দেবে যে গোলটি ব্রুনোর নয়, রোনাল্ডোর প্রাপ্য। সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে দাবি করছে সেই সংবাদমাধ্যম।

পর্তুগাল শিবিরে রোনাল্ডো এবং ব্রুনোর সম্পর্ক মোটেও ভালো নয়। উরুগুয়ের বিরুদ্ধে রোনাল্ডোর বদলে ব্রুনোর নামে গোল দেওয়াতেই কি সমস্যা তৈরি হয়েছে দলে? তবে ব্রুনো নিজে ম্যাচের পর অবশ্য দাবি করেছিলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোর গোল ভেবেই সেলিব্রেশন করেছি। আমার মনে হয়েছিল, ওর মাথা বল স্পর্শ করেছে। আমার উদ্দেশ্য ছিল, ওর জন্য একটি ক্রস তৈরি করা। যাই হোক, জয়ের জন্য আমরা খুশি। কে গোল করল, তাতে কিছু যায় আসে না।’ তবে ব্রুনো মুখে যাই বলুন না কেন, কার মনে কী আছে, সে কথা অন্যরা জানবেন কী করে!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা 'গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-মন্তব্য কং প্রার্থীর, পাল্টা দিলেন মোদী ‘এটা আমার শিক্ষা…', সোহিনীর সঙ্গে শোভনের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন স্বস্তিকা ‘আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য…', মোদীর মন্তব্যে ফুঁসলেন প্রিয়াঙ্কা

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.