বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > England vs Iran: ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড
বুকায়েও সাকার গোলে এগিয়ে ইংল্যান্ড (ছবি-এপি)

England vs Iran: ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। শক্তি কিংবা বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা, দুটোতেই এগিয়ে হ্যারি কেইনের দল। অন্যদিকে এশিয়ার পরাশক্তি ইরান থ্রি লায়ন্সদের গতিময় আক্রমণ রুখতে পারবে কিনা আছে সেই প্রশ্নও। তবে ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছুই, তাই সম্ভাবনা রয়েছে ভালো লড়াইয়েরও। চোট পেয়ে মাঠে ছাড়লেন ইরানের গোলরক্ষক, শুরু হল খেলা। ম্যাচের ৩৫ মিনিটে বেলিংহ্যামের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথমার্ধে বেলিংহ্যাম, সাকা ও স্টার্লিং-এর গোল, ৩-০ এগিয়ে ইংল্যান্ড।

ইংল্যান্ড একমাত্র ইউরোপীয় দল যারা গত দুই টুর্নামেন্টের সেমিফাইনালেই উঠেছে, এবং খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও তারা একই ধরনের শক্তিমত্তা দেখাতে প্রস্তুত।

21 Nov 2022, 08:46:02 PM IST

খেলা শেষ….

ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। 

21 Nov 2022, 08:44:22 PM IST

গোললল….

পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমাল ইরানের তারকা ফুটবলার তারেমি।

21 Nov 2022, 08:42:05 PM IST

পেনাল্টি পেল ইরান

21 Nov 2022, 08:31:30 PM IST

হাফ ডজন গোলললল…

ইরানের বিরুদ্ধে হাফ ডজন গোল করল ইংল্যান্ড। ম্যাচের ৯০ মিনিটে  

21 Nov 2022, 08:24:23 PM IST

শেষ দশ মিনিটের খেলা চলছে 

এখনও পর্যন্ত ৫-১ গোলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ব্যবধান কি আরও বাড়াতে পারবে থ্রী লায়ান্সরা? 

21 Nov 2022, 08:14:16 PM IST

আবার গোলললল…

ম্যাচের ৭১ মিনিটে গোল করে ইংল্যান্ডের ব্যবধান বাড়ালেন মার্কাস রাশফোর্ড। মাঠে বদলি হিসাবে এসেই এক মিনিটের মধ্যেই গোল করলেন মার্কাস রাশফোর্ড।

21 Nov 2022, 08:08:04 PM IST

ব্যবধান কমাল ইরান

ম্যাচের ৬৫ মিনিটে তারেমির গোলে ব্যবধান কমাল ইরান। ৪-১ এগিয়ে ইংল্যান্ড।

21 Nov 2022, 08:03:18 PM IST

গোল….

ম্যাচের ৬২ মিনিটে গোল করে ইংল্যান্ডের ব্যবধান বাড়ালেন সাকা।

21 Nov 2022, 07:33:37 PM IST

প্রথমার্ধের খেলা শেষ

খেলার প্রথমার্ধ শেষ। ৩-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। জুড বেলিংহাম, বুকায়ো সাকা ও রাহিম স্টার্লিং প্রথমার্ধে গোল করেন। তারকা খেলোয়াড় হ্যারি কেন এবং হ্যারি ম্যাগুয়ার একটি করে গোল করান। দুজনেই একজনকে সহযোগিতা করেছেন। এখন দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড যদি লিড বাড়ানোর চেষ্টা করে, তাহলে ইরানের নজর থাকবে কামব্যাকের দিকে।

21 Nov 2022, 07:22:50 PM IST

১৪ মিনিটের অতিরিক্ত সময়

৪৫ মিনিটের খেলা শেষ হয়ে গিয়েছে। যেহেতু ইরানের গোলরক্ষক দীর্ঘক্ষণ ধরে মাঠে চোট পেয়েছিলেন তাই ১৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

21 Nov 2022, 07:17:01 PM IST

আবার গোললললল…

এবার স্টার্লিং-এর গোল। ৩-০ করল ইংল্যান্ড

21 Nov 2022, 07:15:43 PM IST

গোললললল…

সাকার গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করল ইংল্যান্ড। ম্যাচের ৪৩ মিনিটে 

21 Nov 2022, 07:06:20 PM IST

গোললললল…

৩৫ মিনিটে বেলিংহ্যামের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি

21 Nov 2022, 07:03:40 PM IST

একটুর জন্য মিস….

ম্যাচের ৩২ মিনিটে অল্পের জন্য ইংল্যান্ডের আক্রমণ ব্যর্থ হল। বল পোস্টে লাগে এবং গোল পেল না ইংল্যান্ড। 

21 Nov 2022, 07:02:17 PM IST

৩০ মিনিট: ইংল্যান্ড-০, ইরান-০

খেলার প্রায় ৩০ মিনিট হয়ে গেল। কিন্তু দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে এখনও পর্যন্ত আক্রমণে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

21 Nov 2022, 06:51:19 PM IST

মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক

সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট ইরানের গোলরক্ষক আলিরেজার। আলিরেজার চোট গুরুতর ছিল। দীর্ঘক্ষণ চিকিৎসার পরে মাঠে ছাড়লেন তিনি। হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামলেন। এত বড় মঞ্চে তাঁর অবশ্য সে ভাবে খেলার অভিজ্ঞতা নেই।

21 Nov 2022, 06:41:55 PM IST

চোট পেয়েছেন ইরানের গোলরক্ষক

সেটপিস মুভমেন্টে সতীর্থের সঙ্গে ধাক্কা চোট পান ইরানের গোলরক্ষক। খেলা বন্ধ রয়েছে।

21 Nov 2022, 06:33:21 PM IST

শুরু হয়ে গেল খেলা

শুরু হয়ে গেল আজকের ম্যাচ। ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ইরান। আজ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিন। গ্রুপ-বি ইংল্যান্ডের মুখোমুখি হবে ইরান। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে দেখা যাবে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ও অধিনায়ক হ্যারি কেনকে। ইরানকে হালকাভাবে নিতে ভুল করবে না ইংল্যান্ড দল। ইংলিশ দল শেষবার ২০১৮বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল।

21 Nov 2022, 06:06:29 PM IST

দেখে নিন ইরানের দল

আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ।

21 Nov 2022, 05:57:11 PM IST

দেখে নিন ইংল্যান্ডের আজকের দল

জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।

21 Nov 2022, 05:55:10 PM IST

ম্যাচ নিয়ে কী বলছে জ্যোতিষী উট?

কী বলছে জ্যোতিষী উট ‘মিস্টিক মিল্লি’? ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। ম্যাচের আগেই খেলার ফলাফল কী হবে, আগেই জানিয়ে দিল জ্যোতিষী উট 'মিস্টিক মিল্লি'। জ্যোতিষী উট নামেই পরিচিত 'মিস্টিক মিল্লি'। ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সান'-এর দাবি, ওই জ্যোতিষী উটের ভবিষ্যদ্বাণী আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। উটের সামনে দুই দেশের পতাকা রেখে দেওয়ার হয়। 'মিস্টিক মিল্লি' ইরানের পতাকার দিকে তাকিয়েও দেখেনি। লম্বা গলা নিয়ে ইংল্যান্ডের পতাকার দিকে এগিয়ে যায় সেই উট।

21 Nov 2022, 05:18:35 PM IST

ইরানের তুরুপের তাস কারা

ইরানের তুরুপের তাস হতে পারেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সরদার আজমাউন। ৬৫ ম্যাচে ৪১ গোল করে তাদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সঙ্গে আছেন পর্তুগিজ ক্লাব পোর্তোর স্ট্রাইকার মেহেদি তারেমি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মিডফিল্ডার সামান ঘোদ্দোস। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডে খেলে থাকেন তিনি।

21 Nov 2022, 05:17:31 PM IST

ইংল্যান্ড দলের কারা নজরে থাকবেন 

বিশ্বকাপে শুভ সূচনা করতে ইংল্যান্ড তাকিয়ে থাকবে তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের দিকে। ২৯ বছর বয়সী এই স্ট্রাইকারের জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচে রয়েছে ৫১ গোল। প্রাক্তন ইংলিশ অধিনায়ক ওয়েইন রুনির ৫৩ গোলের রেকর্ড চলতি আসরেই ভেঙে দেওয়াটা খুবই সম্ভব তার জন্য। রাশিয়া বিশ্বকাপেও হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। আক্রমণভাগে তাকে সঙ্গ দেওয়ার জন্য আছেন ফিল ফোডেন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ডের মতো গতিশীল তারকারা। তারা জ্বলে উঠলে যে আরও ভয়ংকর হয়ে উঠবে ইংলিশরা, তা বলাই বাহুল্য।

21 Nov 2022, 04:41:40 PM IST

হ্যারি কেনের দিকে তাকিয়ে সকলে

ইংল্যান্ড তাদের তারকা অধিনায়ক হ্যারি কেনের ভালো পারফরম্যান্সের উপর নির্ভর করবে, যিনি কোয়ালিফাইং রাউন্ডে ১২ গোল করেছিলেন। অন্যদিকে, বাছাই পর্বে ১০ গোল করা সর্দার আজমাউনের ভালো পারফরম্যান্সের ওপর ভরসা রাখবে ইরান। কুইরোজের এটি টানা চতুর্থ বিশ্বকাপ। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পর্তুগালের কোচ ছিলেন। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালে ইরানের কোচের দায়িত্ব পালন করেন।

21 Nov 2022, 04:41:40 PM IST

কোচেদের লড়াই

সোমবার ফিফা বিশ্বকাপে বি গ্রুপের ম্যাচে ইরানের মুখোমুখি হলে ইরানকে হালকাভাবে নিতে ভুল করবে না ইংল্যান্ড। ইংল্যান্ডকে এই ম্যাচে জয়ের জন্য ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং কোচ গ্যারেথ সাউথগেটের দল এই ম্যাচটি বড় ব্যবধানে জিততে চাইবেন, কিন্তু ইরান তাদের কোচ কার্লোস কুইরোজ, যিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচ ছিলেন। কুইরোজ তার দলকে এতদূর নিয়ে গেছে এবং বড় দলগুলির বিরুদ্ধে একটি চিহ্ন রেখে যেতে চাইবেন।

21 Nov 2022, 04:41:40 PM IST

দেখে নিন ইরানের সম্ভাব্য দল

আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ছিলেন, দীর্ঘদিন ইরানের দায়িত্বে আছেন)।

21 Nov 2022, 04:41:40 PM IST

দেখে নিন ইংল্যান্ডের সম্ভাব্য দল

জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.