বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022 Final: মেসির সঙ্গে তাঁর ক্য়ারিয়ারের মিলের গ্রাফিক্স শেয়ার করে বিশেষ বার্তা সচিনের

FIFA World Cup 2022 Final: মেসির সঙ্গে তাঁর ক্য়ারিয়ারের মিলের গ্রাফিক্স শেয়ার করে বিশেষ বার্তা সচিনের

সচিন তেন্ডুলকর এবং লিওনেল মেসি।

আর্জেন্তিনাও শেষ বিশ্বকাপ জেতে ১৯৮৬ সালে। ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। ২০১৪ সালে বিশ্ব জয়ের সুযোগ এসেছিল মেসির। তাঁর নেতৃত্বে ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হার। এ দিকে ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যায়। ৮ বছর বাদে তারা চ্যাম্পিয়ন হয়।

কাতার বিশ্বকাপের ফাইনালে সকলের নজর রয়েছে লিওনেল মেসির দিকে। কারণ এটিই হবে আর্জেন্তিনার তারকা ফুটবলারের শেষ বিশ্বকাপ। ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরও যেন মেসির এই পরিস্থিতির সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। ভারতের হয়ে ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ না জিততে পারলে, মাস্টারব্লাস্টারের ক্যারিয়ারেও বড় আক্ষেপ থেকে যেত।

আরও পড়ুন: ২০২৪ সালের ইউরো কাপেও হ্যারি কেনদের দায়িত্বে থাকবেন সাউথগেটই- রিপোর্ট

কপিল দেবের নেতৃত্বে প্রথম বার বিশ্বকাপ জেতে ভারত। এর পর ভারতীয় ক্রিকেটে শুধুই খরা। বিশ্বকাপ ছাড়া সচিনের শ্রেষ্টত্বও যেন পূর্ণতা পাচ্ছিল না। ২০০৩ সালে ফাইনালে উঠলেও বিশ্বকাপ আসেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। অবশেষে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত।

আরও পড়ুন: মেসির আর্জেন্তিনা নয়- হুগলির গঙ্গাপারের ফরাসডাঙ্গার বাজি কিন্তু এমবাপের ফ্রান্সই

সচিনের হাতে বিশ্বকাপ। ক্যারিয়ারে এর চেয়ে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারত! তেমনই আর্জেন্তিনাও শেষ বিশ্বকাপ জিতেছে ১৯৮৬ সালে। দিয়েগো মারাদোনার সেই ট্রফির পর অপেক্ষার ইতি হয়নি। লিওনেল মেসির শ্রেষ্টত্বও পূর্ণতা পায়নি। ২০১৪ সালে সেই সুযোগ এসেছিল। লিও মেসির নেতৃত্বে ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হার।

সচিনের ক্যারিয়ারের সঙ্গে লিও মেসির ক্যারিয়ারের এই মিলটি নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে জোর চর্চা। এ বার এই মুখ খুললেন মাস্টার ব্লাস্টারও। সচিনও সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, ‘২০১১ সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন… ২০২২? আপনারা কি মনে করেন বন্ধুরা? #FIFAWorldCup।’

সচিনের ক্যারিয়ারে ২০০৩-র সঙ্গে যদি মেসির ক্যারিয়ারের ২০১৪ মেলানো যায়! ২০১১ ছিল সচিনের শেষ বিশ্বকাপ। সচিনের কাঁধ থেকে অনেকটা চাপ হাল্কা করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, বিরাট কোহলির মতো ব্যাটাররা। এ বার মেসির সঙ্গে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজরা। মেসির কেরিয়ারেও কি সচিনের ‘২০১১’ মুহূর্ত আসবে? মেসিরও এটাই শেষ বিশ্বকাপ। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনাল। লিও মেসির আর্জেন্তিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি। ট্রফি আর মেসির শ্রেষ্টত্বের মাঝে এখন একটি জয়ের ব্য়বধান। মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে সচিনের সেই মুহূর্তের অপেক্ষায় ভারতের আর্জেন্তাইন সমর্থকেরা!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন