বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করে ভিলেন হয়ে গিয়েছেন ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেন। আর কাতার বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার জন্য তাঁর দিকেই আঙুল তুলছেন সকলে। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে বসেন হ্যারি কেন। তার জেরেই ১-২ হেরে জেতে হয় ইংল্যান্ডকে। পেনাল্টি মিস না হলে কিন্তু গল্পটা অন্য রকম হতেই পারত।
ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ড ২টি পেনাল্টি পেয়েছিল। প্রথম পেনাল্টি থেকে হ্যারি কেন ঠিকঠাক ভাবে গোল করলেও, দ্বিতীয় পেনাল্টি তিনি নষ্ট করে বসেন। এই পেনাল্টি কেন মিস করে বসলেন হ্যারি কেনের মতো অভিজ্ঞ তারকা প্লেয়ার? তা নিয়ে তীব্র জল্পনা চলছে। তবে এর আসল কারণ উদ্ঘাটন করেছেন তাঁর টটেনহ্যামের সতীর্থ হুগো লরিস।
আরও পড়ুন: কেউ ক্ষমা চেয়েছেন,কেউ হতাশা উগরেছেন- ব্রাজিল সতীর্থদের মেসেজ ফাঁস করলেন নেইমার
ফ্রান্সের অধিনায়কের সঙ্গে টটেনহ্যামে খেলার সূত্রে ঘনিষ্ট বন্ধুত্ব রয়েছে হ্যারি কেনের। উল্টোদিকে ক্লাবের সতীর্থ বন্ধু থাকার জন্যই কি পেনাল্টি মারতে গিয়ে চাপে পড়েছিলেন হ্যারি কেন? হুগো লরিস বলেছেন, ‘প্রথমত আমরা পরস্পরকে খুব ভালো ভাবে জানি। দু’জনের খেলাই দু’জনের কাছে নখদর্পনে। তাই পেনাল্টি আমাদের দু’জনের কাছেই বড় চ্যালেঞ্জ ছিল। ও যে ভাবে মারে সে ভাবেই মেরেছে। প্রথমটায় গোল করেছে। ওর একটু বাঁ দিকে মারার প্রবণতা রয়েছে। সেটা জানতাম বলেই কিছু ডান দিকে সরে গিয়েও দ্বিতীয় বার বাঁ দিকেই ঝাঁপাই। হ্যারি কেনকে চাপে ফেলার জন্যই সেটা করেছিলাম। মনে হয় তাতেই একটু চাপে পড়ে যায়। তাই জোরে মারতে গিয়ে বাইরে মেরে দিয়েছে।’
আরও পড়ুন: একাধিক নজিরের সামনে মেসি, চাই শুধু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়
দল জেতায় লরিস খুশি হলেও, বন্ধু কেনের যন্ত্রণার কথা ভেবে তাঁর খারাপ লাগছে। তিনি বলেছেন, ‘সৌভাগ্যবশত ফ্রান্সের বিরুদ্ধে ও পেনাল্টে মিস করেছিল। আমি জানি, ও মানসিক ভাবে শক্তিশালী এবং ও এটা নিয়ে বেশি দিন বসে থাকবে না। তবে এই কষ্টের মুহূর্তটা ওর সঙ্গে শেয়ার করতে পারি। ম্যাচের পর আমি অবশ্য এই নিয়ে হ্যারির সঙ্গে কথা বলিনি।’ তবে ম্য়াচের পর হ্যারি কেনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা যায় হুগো লরিসকে।
ফ্রান্সের কাছে ম্যাচ হারার যাবতীয় দায় স্বীকার করে নিয়েছেন হ্যারি কেন। তিনি বলেছিলেন, ‘নিজের প্রস্তুতিতে কখনও ফাঁক রাখি না। দ্বিতীয় বার পেনাল্টি মারতে যাওয়ার সময় আমার অন্য রকম কিছু মনে হয়নি। চাপও অনুভব করিনি। আত্মবিশ্বাসীই ছিলাম। তবু যা করতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি।’
ক্লাবের সতীর্থের বিরুদ্ধে পেনাল্টি মারতে গিয়ে তিনি চাপে পড়েছিলেন, এমনটা মানতে চাননি ব্রিটিশ অধিনায়ক। তাঁ দাবি, ‘এই বিষয়টি নিয়ে চিন্তাই করিনি। কখনও এ সব নিয়ে ভাবিও না। ম্যাচে একটা পেনাল্টি পেলে নিজেকে যে ভাবে প্রস্তুত করি দু’টি পেনাল্টি পেলেও সে ভাবেই প্রস্তুত করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।