বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলাম, জয়টাই তো আসল- দাবি ব্রুনো ফার্নান্ডেজের

FIFA World Cup 2022: রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলাম, জয়টাই তো আসল- দাবি ব্রুনো ফার্নান্ডেজের

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ব্রুনো ফার্নান্ডেজ।

পর্তুগালের প্রথম গোল নিয়ে চর্চা হলেও, ব্রুনো অবশ্য কে গোল করেছেন, কে করেননি, এই সব নিয়ে বেশি ভাবিতই নন। ম্যাচের জোড়া গোলদাতা বরং খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে বলে দেন, তিনি রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলেন। আর তাঁর কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ।

সোমবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গোল নিয়ে বিতর্কে জড়ান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে মাথা ছুঁইয়ে রোনাল্ডো গোল করেছেন বলে সকলে ভেবে নিয়েছিলেন। রোনাল্ডো নিজেও গোলের সেলিব্রেশন শুরু করে দেন। এমন কী প্রথমে রোনাল্ডোর নামে গোল দিয়েও দেওয়া হয়। পরে বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা।

এর পরে অবশ্য ব্রুনো আরও একটি গোল করেন। তাঁর জোড়া গোলের সৌজন্যেই লুইস সুয়ারেজের উরুগুয়েকে ২-০ হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করে ফেলে পর্তুগাল।

আরও পড়ুন: গোল না করেও গোলের দাবি- সোশ্যাল মিডিয়া ধুইয়ে দিল রোনাল্ডোকে

তবে পর্তুগালের প্রথম গোলটি নিয়ে রীতিমতো চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। গোলটি পরে ব্রুনোকে দেওয়া হলেও, রোনাল্ডোর দাবি, তাঁর মাথাতেই লেগে বলটি উরুগুয়ের জালে জড়িয়েছে। ফলে গোলটি তাঁর নামেই হওয়ার কথা। তবে সিআরসেভেনের এ হেন দাবি নিয়ে চলছে তীব্র কটাক্ষ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ধুইয়ে দিচ্ছেন। চলছে সমালোচনাও।

আরও পড়ুন: 1982 FIFA World Cup-এর পর থেকে একই গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলি একসঙ্গে হয়, আসল কারণটা জানেন?

ব্রুনো অবশ্য কে গোল করেছেন, কে করেননি, এই সব নিয়ে বেশি ভাবিতই নন। ম্যাচের জোড়া গোলদাতা বরং খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসে বলে দেন, তিনি রোনাল্ডোর গোল ভেবেই সেলিব্রেশন করেছিলেন। আর তাঁর কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ। ব্রুনোর দাবি, ‘আমি এটা ক্রিশ্চিয়ানোর গোল ভেবেই সেলিব্রেশন করেছি। আমার মনে হল, ওর মাথা বল স্পর্শ করেছে। আমার উদ্দেশ্য ছিল, ওর জন্য একটি ক্রস তৈরি করা। যাই হোক, জয়ের জন্য আমরা খুশি। কে গোল করল, তাতে কিছু যায় আসে না।’

প্রথম গোলটি হওয়ার পরে সবার মতো ব্রুনোরও মনে হয়েছিল রোনাল্ডোই গোলটা করেছেন। বিখ্যাত সাত নম্বর জার্সিধারী গোল করেছেন মনে করে উদযাপনও করেন ব্রুনো। পরে তিনি শোনেন স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে গোলটি দেওয়া হয়েছে তাঁকেই। সত্যি কথা বলতে, সোমবার রোনাল্ডোর মঞ্চে নায়ক ব্রুনো ফার্নান্ডেজই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বিদ্যা ও আমি তুতো বোন, আমাদের মাত্র ২বার ক্ষণিকের জন্য দেখা হয়েছে: প্রিয়ামণি রবিবাসরীয় সন্ধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম T20-র লড়াই সূর্যদের, কোথায় দেখবেন? মালব্য রাজযোগে তুলা-সহ ৫ রাশির জীবন হবে সুন্দর, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল মমতার স্ট্র্যাটেজিতেই ট্রাম্পের হয়ে প্রচার মাস্কের! আমেরিকায় কাজে দেবে সেই কৌশল? ‘যা ইচ্ছে বলো,আম্পায়ারকে বুঝে নেব’! বিশ্বকাপ ফাইনালে স্লেজিংয়ের গল্প রোহিত গলায়… দশভূজার হাতে ১০ অস্ত্র, কোন অস্ত্র কে কেন দিয়েছিলেন মাকে? কী বলছে শাস্ত্র? অষ্টধাতু ব্যবহার করে প্রতিমা নির্মাণ ব্যারাকপুরে, তাক লাগালেন হাবড়ার শিল্পী সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ্যোক্তারা মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.