জাতীয় সঙ্গীতে ইরানের ফুটবলারদের গলা মেলানো না নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হিজাববিরোধী আন্দোলন এখন ইরানের সর্বত্র তীব্র আকার নিয়েছে। দু’মাস আগে প্রতিবাদী মাহশা আমিনির মৃত্যুর পর থেকে ফুঁসছে গোটা দেশ। এর মাঝেই ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা। তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সেই রেশ কাটতে না কাটতেই গ্রেফতার হয়েছে ইরানের এক ফুটবলার। যদিও তিনি এ বারের বিশ্বকাপের দলে নেই। এই সব ডামাডোলের মধ্যেই কিন্তু ইতিহাস লিখে ফেলল ইরান।
গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ হারিয়ে চমকে দিল এশিয়ার আর এক দেশ ইরান। ইংল্যান্ডের কাছে হাফ ডজন গোল খাওয়া ইরান এ দিন পুরো ৯০ মিনিট আটকে রেখেছিল ওয়েলসকে। তবে তারা নিজেরাও নির্দিষ্ট ৯০ মিনিটে গোলের মুখ খুলতে পারেনি। গোল দু'টি হয়েছে ইনজুরি টাইমে। গোল করেন রুজবে চেশমি এবং রামিন রেজিয়ান। মূলত ওয়েলসের গোলকিপার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরেই ঘটে অঘটন। একটি লাল কার্ডই বদলে দিল ম্যাচের ভাগ্য।
আরও পড়ুন: শিখ খুদের হাত ধরে মাঠে ঢোকেন নেইমার- তুমুল ভাইরাল ভিডিয়ো
শুক্রবারের ম্যাচের আগেই নজির গড়ে ফেলেছিলেন গ্যারেথ বেল। ক্রিস গুন্টারকে টপকে ওয়েলসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে খেলার নজির গড়েন তিনি (১১০)। কিন্তু এমন দিনে ম্যাচ জেতাতে পারলেন না গ্যারেথ বেল। ইরানের রক্ষণই ভাঙতে পারল না ওয়েলস। যার খেসারত তাদের ম্যাচ হেরে দিতে হল। চেষ্টা যে তারা করেনি তা নয়, তবে দুরন্ত কোনও ঝলক দেখা গেল না ওয়েলসের খেলার মধ্যে। ইরানে এখন উত্তাল দশা। ফুটবলাররাও মানসিক ভাবে স্বস্তিতে নেই। টানাপোড়েনের মধ্যে রয়েছে তারা। সেই দলের বিরুদ্ধেই গোলের মুখ খুলতে ব্যর্থ হল ওয়েলস। বরং শেষ মুহূর্তে তারা ২ গোল হজম করে বসে থাকল।
তবে ইরানের আলি গোলিজাদেহ আগেই জালে বল জড়িয়েছিলেন। সাদা চোখেই বোঝা গিয়েছিল, গোলিজাদেহ অফসাইড ছিলেন। পরে রেফারি ভার-এর সাহায্য নিয়ে গোল বাতিল করে দেন। এর পর দু’দলই আক্রমণ, প্রতি আক্রমণে লড়াই চালাচ্ছিল। কিন্তু কেউই গোলের মুখ খুলতে পারেনি। তবে প্রথমার্ধের শেষ দিকে নুরুল্লাহির পাস থেকে আজমুন আবার গোল করার সুযোগ পেয়েছিলেন। সেটা কাজে লাগাতে পারেননি তিনি।
আরও পড়ুন: রিচার্লিসনের জোড়া গোল, সার্বিয়াকে ২-০ হারাল নেইমারের ব্রাজিল
দ্বিতীয়ার্ধেও দুই দল একে অপরকে চাপে রাখার চেষ্টা করছিল। কিন্তু আসল কাজটাই কোনও দল করে উঠতে পারেনি। কিন্তু নির্ধারিত সময়ের চার মিনিট আগে ওয়েলস গোলরক্ষক ওয়েন হেনেসির একটি ভুলই সব অঙ্ক বদলে দিল। বক্সের বাইরে একটি বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের ফুটবলারের মুখে পা তুলে দিয়েছিলেন। রেফারি প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখালেও, ভার-এর সাহায্য নিয়ে পরে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান। আর এর পরেই রং বদলে যায় ম্যাচের।
হঠাৎ করেই এই ধাক্কা খাওয়ায় খেই হারায় ওয়েলস। ইনজুরি টাইমে এর পুরো ফায়দা তোলে ইরান। ৯ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। অষ্টম মিনিটে গোল করেন চেশমি। বক্সের বাইরে থেকে তাঁর গোল পরিবর্ত গোলরক্ষক ডেভিড ওয়ার্ডকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। উল্লাসে ফেটে পড়ে ইরান। এর ঠিক পরেই আবার গোল। এ বার মাঝমাঠ থেকে মেহদি তারেমির থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন রেজিয়ান।
এ দিন ইরান হারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া তাদের নিশ্চিত ছিল। কিন্তু তারা ৩ পয়েন্ট সংগ্রহ করে ভেসে থাকল। বরং চাপে পড়ে গেল ওয়েলস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।