শুভব্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের নিঃসন্দেহে 'পাওয়ার হাউস' জার্মান ফুটবল দল। চার চারবার বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানরা। সেই জার্মান দল কাতার বিশ্বকাপেও এসেছে অন্যতম ফেভারিট হিসেবে। আর সেখানেই তাঁদের প্রথম ম্যাচেই সম্মুখীন হতে হয়েছে অঘটনের। ১ গোলে এগিয়ে থেকেও এদিন ম্যাচটা হারতে হয়েছে তাঁদের। আর তার মধ্যে দিয়েই তাঁরা গড়ে ফেলেছে এক লজ্জার নজির। ১৯৯৪ বিশ্বকাপের পরে প্রথমবার তাঁরা ম্যাচে লিড নেওয়ার পরেও হারল।
প্রসঙ্গত ১৯৯৪ সালে বিশ্বকাপ হয়েছিল আমেরিকা মহাদেশে। সেখানে হিস্ট্রো স্টোইচকভের বুলগেরিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল জার্মান দলকে। আর এদিন তাঁরা জাপানের কাছে এগিয়ে গিয়েও হেরে গেল। উল্লেখ্য বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার জার্মানিকে হারতে হল এশিয়ান দলের বিরুদ্ধে। উল্লেখ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথমবার জার্মান দল এশিয়ার কোনও দলের কাছে হেরেছিল। সেবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হারতে হয়েছিল তাঁদের। সেই বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল জার্মানরা। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে তাঁদের হারতে হয়েছিল।
এদিন দ্বিতীয়ার্ধের আট মিনিটে দু-দুটো গোল করে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। হান্স ফ্লিকের দল এদিন ভালো শুরু করলেও ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেল না। জার্মানি ১৯৭৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর হারের স্বাদ পেল। আগে এমন ২১ ম্যাচে অপরাজিত ছিল তারা। সপ্তমবার বিশ্বকাপে খেলতে আসা জাপান ঘটিয়ে ফেলল অঘটন। ৩৩তম মিনিটে সফল স্পট-কিকে জার্মানিকে এগিয়ে নেন গুনদোয়ান। রাউমকে গোলরক্ষক গোন্দা ফাউল করলে পেনাল্টি পেয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে তাকুমি মিনামিনোর শট হাত বাড়িয়ে আটকান ন্যয়ার। তবে রিবাউন্ড বল কাছ থেকে জালে পাঠান মিনিট চার আগে বদলি হিসেবে নামা দোয়ান। আট মিনিট পর এগিয়ে জাপানকে এগিয়ে দেন আসানো। দুরূহ কোণ থেকে ন্যয়ারকে পরাস্ত করেন ২৮ বছর বয়সি জাপানি ফরোয়ার্ড।