বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: বেলজিয়ামকে হারিয়ে 'সাজদা' মরক্কোর খেলোয়াড়ের, মা'কে চুম্বন হাকিমির, ভাইরাল ছবি

FIFA World Cup 2022: বেলজিয়ামকে হারিয়ে 'সাজদা' মরক্কোর খেলোয়াড়ের, মা'কে চুম্বন হাকিমির, ভাইরাল ছবি

‘সাজদা’ মরক্কোর খেলোয়াড়ের। মা'কে চুম্বন হাকিমির। (ছবি সৌজন্যে এএফপি এবং ফেসবুক Achraf Hakimi)

FIFA World Cup 2022: ফুটবল বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে গোলের পর মরক্কোর খেলোয়াড়দের 'সাজদা' করতে দেখা যায়। তারপর ম্যাচের শেষ বাঁশির পরও 'সাজদা' করতে দেখা যায় মরক্কোর খেলোয়াড়দের।

বেলজিয়াম ম্যাচের পর মরক্কোর খেলোয়াড়দের আবেগের বিস্ফোরণের সাক্ষী থাকল কাতার। সেই ম্যাচের পর একাধিক ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে মরক্কোর খেলোয়াড়দের 'সাজদা' করতে দেখা গিয়েছে। সেইসঙ্গে আচরাফ হাকিমির একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে মা'কে চুম্বন করতে দেখা গিয়েছে মরক্কোর তারকাকে।

রবিবার বিশ্বের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে মরক্কো। যে জয়টা একেবারেই অপ্রত্যাশিত ছিল ফুটবল ভক্তদের কাছে। ম্যাচের শুরু থেকেই ভালো খেললেও গোলের জন্য ৭৩ মিনিট পর্যন্ত মরক্কোকে অপেক্ষা করতে হয়। ৭৩ মিনিটে গোল করেন আবদেল হামিদ সাবিরি। সেই গোলের পর মরক্কোর খেলোয়াড়দের 'সাজদা' করতে দেখা যায়। তারপর ম্যাচের (অতিরিক্ত সময়ের দুই মিনিটে জাকারিয়া আবৌখলাল দ্বিতীয় গোল করেন) শেষ বাঁশির পরও 'সাজদা' করতে দেখা যায় মরক্কোর খেলোয়াড়দের।

আরও পড়ুন: Riots in Belgium after Morocco match: অনেকের গায়ে মরক্কোর পতাকা! বিশ্বকাপে হাকিমিরা জিততেই বেলজিয়ামের রাজধানীতে হিংসা

সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই টুইটারে সেই ছবি পোস্ট করেছেন। কেউ আবার কমেন্ট করেছেন। এক নেটিজেন বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ জানানোর শ্রেষ্ঠ উপায় হল সাজদা।’  একইসুরে মরক্কোর খেলোয়াড়দের ছবি পোস্ট করে অপর এক নেটিজেন লেখেন, ‘জয় উদযাপনের সেরা উপায় হল সাজদা। এবারের (ফুটবল) বিশ্বকাপের এটাই সেরা ছবি - মরক্কো।’

মরক্কোর খেলোয়াড়দের ‘সাজদার’ ছবির পাশাপাশি মায়ের সঙ্গে হাকিমির ভালোবাসার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে জয়ের পর মাঠের ধারে ছুটে যান হাকিমি। ছেলেকে কাছে পেয়ে গালে চুমু খান সায়দা মউ। মায়ের কপালে চুমু খান মরক্কোর তারকা ফুটবলারও। সেই মুহূর্তের মধ্যে এমন একটা আবেগ লুকিয়েছিল যে সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষত যেভাবে লড়াই করে ছেলেকে বড় করেছেন, তা যেন ওই মুহূর্তে ফুটে উঠছিল।

আরও পড়ুন: FIFA World Cup 2022: সৌদির কাছে হারের পরে কান্না মেজো ছেলের, নক-আউটের অঙ্ক করছিল থিয়াগো, ফাঁস মেসির

অতীতে বুন্দেশলিগা ডট কমে হাকিমি বলেছিলেন, ‘বাড়িতে কাজ করত আমার মা। রাস্তায় হকারি করত বাবা। আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। যে পরিবারকে অর্থ উপার্জনের জন্য লড়াই করতে হত। আজ আমি ওদের জন্য প্রতিদিন লড়াই করি। আমার জন্য ওরা নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল। আমি যাতে সাফল্য অর্জন করতে পারি, সেজন্য আমার ভাইদের অনেক কিছু দেয়নি।’

বন্ধ করুন
Live Score