বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Fifa World Cup 2022: ঘোষিত পর্তুগালের বিশ্বকাপ দল, শেষ সুযোগ রোনাল্ডোর কাছে?

Fifa World Cup 2022: ঘোষিত পর্তুগালের বিশ্বকাপ দল, শেষ সুযোগ রোনাল্ডোর কাছে?

প্রকাশিত কাতার বিশ্বকাপে পর্তুগালের খেলোয়াড় তালিকা (REUTERS)

Portugal WC Squad 2022: এবার নিজের স্বপ্নের দৌড়ের দিকে পা বাড়াতে চলেছেন রোনাল্ডো। তারই প্রথম ধাপ যেন এগোলেন। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত হলো পর্তুগালের খেলোয়াড় তালিকা।

কাতারের মাঠে নিজের পাঁচ নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন ৩৭ বছরের রোনাল্ডো। ১০ তারিখ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হলো পর্তুগাল দলের খেলোয়াড় তালিকা। ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনেই তাঁদের মাথা নোয়াতে হয় উরুগুয়ের কাছে।

এবার তাই যেন বেশ খানিক আঁটোসাঁটো বেঁধেই মরুশহরে প্রবেশ করতে চলেছেন তাঁরা। রোনাল্ডোর পাশাপাশি এবার সেই তালিকায় দেখা গেল বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজদের এবং জ্যাও ফেলিক্সদের।

২০০৬ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেন রোনাল্ডো। তারপর কেটে গেছে ১৬টি বছর। পেরিয়ে গেছে তিনটি বিশ্বকাপ। তবু রোনাল্ডোর অধরা বিশ্বকাপের সোনার ট্রফিটি। অনেকের মতে এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। মেসির পরে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে 'সেরা' ফুটবলার হিসেবে বিবেচিত রোনাল্ডো। যার ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি'ওর, একটি ইউরো কাপ, তাও ফুটবলপ্রেমীদের মন যেন ভরে না। তাঁরা বারবার ইঙ্গিত করেন ওই বিশ্বকাপের দিকেই। এবার সেই সূবর্ণ সুযোগের দিকেই পা বাড়াতে চলেছেন সিআর সেভেন। তাই যত দিন এগোচ্ছে, সমর্থকদের প্রার্থনার বিড়বিড়ানি ততই বেড়ে চলেছে।

সমর্থকদের সেই উচ্ছাসের নদীতে এবার জোয়ার আনল এই খেলোয়াড় তালিকা। ২৬ জন খেলোয়াড়ের মধ্যে বাদ পড়ল, জোসে ফোন্তে, গোনক্যালো গাইডেস, ডিওগো জোটা, রেনেতো সানচেজ এবং জ্যাও মাতিনহো। এ বিষয় কথা বলতে গিয়ে পর্তুগালের হেড কোচ ফার্নান্দো সান্টোস জানান, 'আমি নিজে এই খেলোয়াড়দের বেছে নিয়েছি। আমাকে বলা হয়েছিল ২৬ জনকে বাছতে। আমার এই ২৬ জনকেই কাতারের মাঠে প্রয়োজন বলে মনে হয়েছে।'

এইদিন নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, 'সেলেস্যাও পর্তুগাল' নামে তাঁরা ২৬ জন খেলোয়াড়ের ছবি সহ তালিকাটি প্রকাশ করেন। এবারের তালিকায় নাম রয়েছে জ্যাও কানস্যালো, রুবেন ডিয়াজ, পেপে এবং ১৯ বছরের অ্যান্টোনীয় সিলভার।

রোনাল্ডো এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন,'আরও একবার আমরা প্রস্তুত পর্তুগালকে বিশ্বকাপের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য।'

এই বর্ষে ক্লাব পর্যায় বিশেষ ভাল ভূমিকায় দেখা যায়নি রোনাল্ডোকে। তা সত্ত্বেও, এই বিশ্বকাপে অধিনায়কত্বের ভার তাঁরই কাঁধে। এই প্রসঙ্গে সান্টোস বলেন, 'রোনাল্ডোর শেষ চারটি ম্যাচ নিয়ে আলোচনার কোনও প্রয়োজন নেই। ওঁ খেলবে। আমি যাদের বেছেছি তাঁরা প্রত্যেকেই চেষ্টা করবে কাতারের মাঠে দেশকে চ্যাম্পিয়ান করার।'

এবার পর্তুগালের খেলোয়াড় তালিকার চেহারাটির দিকে নজর দেওয়া যাক,

গোলরক্ষক: রুই প্যাট্রিসিওই, ডিওগো কোস্টা, জোসে সা

রক্ষণভাগ: পেপে, রুবেন ডিয়াজ, জ্যাও কানস্যালো, নুনো মেন্ডেজ, ডিওগো ড্যালট, অ্যান্টোনীয় সিলভা, রাফ্যাল গুরেরো।

মাঝমাঠ: ভিটিনহা, বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভারস, ড্যানিলো পেরেইরা, পালহিনহা, জ্যাও মারিও, ওটাভিও, ম্যাথিউ নুনেজ, উইলিয়াম

স্ট্রাইকার: জ্যাও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফ্যাল লিও, আন্দ্রে সিলভা, গোনক্যালো রামোজ, রিকার্ডো হোর্তা

এবার বিশ্বকাপে ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ এইচে রয়েছে পর্তুগাল।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.