বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Brazil Coach Tite FIFA World Cup 2022: 'শান্তিতে বিদায় নিচ্ছি’, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ব্রাজিলের দায়িত্ব ছাড়ছেন তিতে

Brazil Coach Tite FIFA World Cup 2022: 'শান্তিতে বিদায় নিচ্ছি’, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ব্রাজিলের দায়িত্ব ছাড়ছেন তিতে

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর হতাশ তিতে। (ছবি সৌজন্যে এএফপি)

Brazil Coach Tite FIFA World Cup 2022: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। তারপরই ব্রাজিলের দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়ে দিলেন তিতে।

ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শেষ হল তিতের। ফুটবল বিশ্বকাপের পরই যে দায়িত্ব ছেড়ে দেবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন। সেইমতো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 'যন্ত্রণাদায়ক' হারের পরই ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিলেন তিতে।

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টিতে ক্রোয়েশিয়ার (১২০ মিনিটে খেলার ফল ছিল ১-১, টাইব্রেকারে ৪-২ গোলে জেতেন লুকা মদ্রিচরা) বিরুদ্ধে হেরে গিয়েছে ব্রাজিল। ১০৫+১ মিনিটে নেইমারের গোলে এগিয়ে গেলেও ১১৭ মিনিট গোল হজম করতে হয়। তারপর টাইব্রেকার হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। তারপর তিতে বলেন, ‘এটা যন্ত্রণাদায়ক হার। কিন্তু আমি শান্তিতেই বিদায় নিচ্ছি। এটি একটি চক্রের শেষ।’

২০১৬ সাল থেকে ব্রাজিলের হটসিটে বসছেন তিতে। তাঁর কোচিংয়ে দুটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন তিতের ছেলেরা। কাতারেও ঠিক সেটাই হয়েছে। সেই হারের পর তিতে বলেন, ‘আমরা দেড় বছর আগেই বলে দিয়েছিলাম। আমি এখানে জিততে আসিনি। তারপর অবস্থান পালটে বলতাম যে আমি (কোচ) থেকে যাব, (সেটা হত না)। আমায় যাঁরা চেনেন, তাঁরা এই বিষয়টি ভালোভাবেই জানেন।’

আরও পড়ুন: Croatia vs Brazil FIFA World Cup 2022: ‘যোদ্ধা হিসেবে বড় হয়েছি আমরা’, ব্রাজিলকে হারানোর রহস্য ফাঁস ক্রোট গোলকিপারের

তিতের কোচিং আমল

বিশ্বকাপে তেমন সাফল্য না পেলেও ২০১৯ সালে ঘরের মাঠে ব্রাজিলকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করেছিলেন তিতে। যদিও গত বছর ফাইনালে আর্জেন্তিনার কাছে হেরে গিয়েছিল তিতের ব্রাজিল। সেই পরিস্থিতিতে কোচ হিসেবে নিজের পারফরম্যান্স নিয়ে কাতারে তিতে বলেন, ‘যখন সময় আসবে, তখন আমি ভালোভাবে বলতে পারব। আমরা যা কাজ করেছি, এখন সেটা পর্যালোচনার করার জায়গায় নেই আমরা। কিন্তু সময়ের সঙ্গে আপনারা সেই বিশ্লেষণ করতে পারবেন। (বিশ্বকাপ) থেকে ছিটকে যাওয়ার সম সেটা বলার ক্ষমতা নেই আমার।’

বন্ধ করুন