বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের

FIFA World Cup 2022: আমরা ফিরবই- ফাইনালে হারের পর দিনই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এমবাপের

হতাশ কিলিয়ান এমবাপে।

ম্যাচ শেষ হওয়ার পর মাঠ থেকে যখন বের হচ্ছিলেন, ক্লান্ত শরীরটাকে যেন টেনে নিয়ে যেতে পারছিলেন না। মাথা হেঁট করে তাঁর বের হয়ে যাওয়ার সময়ে এমবাপেকে সেই পরাজিত সৈন্য মনে হচ্ছিল, যিনি সব পেয়েও রিক্ত। এর পর সাইড লাইনের ধারে রিজার্ভ বেঞ্চে একা চুপচাপ বসেছিলেন। মুখের অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট।

ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে যেন রবিবার রাতে মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করতে নেমেছিলেন। তাঁর পায়ের জাদু, দুরন্ত ছন্দ, ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস রচনা, গোটা টুর্নামেন্টে আটটি গোল করে গোল্ডেন বুট জয়- তবু তিনি মহাভারতের কর্ণের মতোই ট্র্যাজিক হিরো। কারণ কাতার থেকে তাঁকে ফিরতে হল শূন্য হাতেই।

ম্যাচ শেষ হওয়ার পর মাঠ থেকে যখন বের হচ্ছিলেন, ক্লান্ত শরীরটাকে যেন টেনে নিয়ে যেতে পারছিলেন না। মাথা হেঁট করে তাঁর বের হয়ে যাওয়ার সময়ে এমবাপেকে সেই পরাজিত সৈন্য মনে হচ্ছিল, যিনি সব পেয়েও রিক্ত। এর পর সাইড লাইনের ধারে রিজার্ভ বেঞ্চে একা চুপচাপ বসেছিলেন। মুখের অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। গোল্ডেন বুট নেওয়ার সময় বা রানার্স আপের মেডেল পরার সময়েও, এক মুহূর্তের জন্য তাঁর চেহারায় সামান্যতম সৌজন্যের ম্লান হাসিটুকুও দেখা গেল না।

আরও পড়ুন: কতটা কষ্ট পাচ্ছিলে, জানি- আর্জেন্তিনার বিশ্ব জয়ের পর মেসিকে আবেগঘন বার্তা স্ত্রীর

যিনি একা কুম্ভ লড়াই করছিলেন, তিনি যে চূড়ান্ত পরাজিত। এই হারটা আসলে মানতেই পারছেন না এমবাপে। তাঁর মনে যন্ত্রণার ঝড় বয়ে চলেছিল, আর সেটা তাঁর শরীরি ভাষায় ধরা দিয়েছিল স্পষ্ট হয়ে।

ফাইনালের পর খুব স্বাভাবিক ভাবেই সংবাদমাধ্যমের মুখোমুখি হননি এমবাপে। তবে ম্যাচের প্রায় ১৭ ঘণ্টা পরে তিনটি শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমবাপে লিখেছেন, ‘আমরা ফিরে আসবই।’

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ১৯ বছর বয়সেই ট্রফির স্বাদ পেয়েছিলেন এমবাপে। সে বার ফাইনালে গোল করেছিলেন। এ বারও প্রায় একার হাতে দলকে জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু এক চুলের জন্য হিসেবটা বদলে গেল। রানার্স হয়েই থাকতে হল ২০১৮-এর বিশ্বজয়ীদের।

তবে এমবাপেও যে সহজে হাল ছাড়ার পাত্র নন। এই ধাক্কা সামলে ফের লড়াইয়ে ফিরতে মরিয়া এমবাপে। আর তার ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন। আগামী বছর আবার বিশ্বকাপের জন্য নতুন উদ্যোমে যে তিনি ঝাঁপাবেন, সেটা স্পষ্ট করে দিলেন ২৩ বছরের ফরাসি তারকা।

আরও পড়ুন: মেসির বিতর্কিত দ্বিতীয় গোল নিয়ে ফরাসি সমর্থকেরা সরব- ধুইয়ে দিচ্ছেন রেফারিকেও

রবিবার রাতে প্রথমার্ধেই লিওনেল মেসি এবং ডি'মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোলের ১ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে সমতা ফেরান ফ্রান্সের এমবাপে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করে ইতিহাস লেখেন এমবাপে। ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপের হ্যাটট্রিক। পেলে, মারাদোনা, রোনাল্ডো- কারও নেই এই সাফল্য। ৫৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে এটাই প্রথম হ্যাটট্রিক। তবে শেষ রক্ষা করতে পারলেন না এমবাপে। আর তাতেই হতাশা ডুবে গিয়েছেন মেসির ক্লাব সতীর্থ।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লেডিজ় হস্টেলের জন্য কোনও নিরাপত্তারক্ষী বরাদ্দ করেনি সরকার: হাসপাতালের অধ্যক্ষ প্রাক্তন KKR তারকার কাঁধে ভারতীয় দলের দায়িত্ব, টিমে রয়েছে বাংলার দুই কিংবদন্তি অসুস্থতার নাটক করছে অনিকেত, CPIM-র নাটকবাজি না দেখতে ভরতি RG করে, দাবি কুণালের অনিকেত-স্নিগ্ধাদের সঙ্গে ৩ দিন অনশন বৃদ্ধার! মুগ্ধ নেটপাড়া বলছে, 'আসল সহযোদ্ধা' আরজি করের অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, জুনিয়র ডাক্তারদের পাশে আছে গোটা দেশ আলিয়ার মেয়ের নামে হাতি পুষছেন রাম চরণ! জানতে পেরেই রণবীর ঘরণী বললেন... দীপাবলির পরে মার্গী শনি বাড়াবে সমস্যা, ৩ রাশি হবে সংকটের সন্মুখীন থিম হচ্ছেন বিদ্যাসাগর আর রামমোহন, সেখানে রত্নগর্ভার তালিকায় মুখ্যমন্ত্রীর ছবি রেঁস্তোরার জাঙ্ক ফুড খেয়ে অ্যান্টাসিড ভরসা? বদলে বেছে নিন এগুলি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জামশেদপুর, পুজো মণ্ডপে বাজল না ঢাক, হল না গান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.