রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিততে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্তিনা। প্রায় দুই মাস পর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারই যেন বদলাটা নিয়ে নিল কলম্বিয়া। মঙ্গলবার ফের হয় মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও আর্জেন্তিনা। তবে এবার আর্জেন্তিনাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে ২–১ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। এর ফলে টানা ১২ ম্যাচের যে অজেয় যাত্রা শুরু করেছিল আর্জেন্তিনা এবার বিশ্ব চ্যাম্পিয়নদের সেই অভিযান থামল।
আরও পড়ুন…. আই লিগকে ঢেলে সাজাতে AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট দেখে নেওয়া হবে সিদ্ধান্ত
এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল স্তাদিও মেত্রোপলিতানোয়। এই ম্যাচে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হয় লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন, সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তবে গোটা ম্যাচজুড়ে নিজেদের ছন্দ খুঁজল আর্জেন্তিনা। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের শোধ তুলল কলম্বিয়া। এই ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ৫২ শতাংশ বল পজেশন নিজেদের দখলে রেখে গোলে ১৩টি শট নিয়েছিল আর্জেন্তিনা। তবে এর মধ্যে মাত্র একটি শট তারা লক্ষ্যে রাখতে পারেছিল। আর্জেন্তিনার বিরুদ্ধে কলম্বিয়া গোলের উদ্দেশ্যে ৯ শট নিয়েছিল যার মধ্যে তারা ৫টি শট লক্ষ্যে রেখেছিল।
আরও পড়ুন…. আমি ওর খুব বড় ভক্ত- বিরাট কোহলি, স্টিভ স্মিথ বা জো রুটের মধ্যে কাকে সেরা বললেন কেন উইলিয়ামসন?
কলম্বিয়ার এদিনের জয়ের নায়ক হামেস রদ্রিগেজ। ম্যাচের ২৬ মিনিটে মসকেরার যে গোলে এগিয়ে যায় কলম্বিয়া, সেই সুযোগটি তৈরি করে দিয়েছিলেন হামেস। দারুণ স্কিলের পর হামেসের মাপা ক্রস মসকেরার কাছে যায়, যেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে নিকো গনসালেসের গোলে সমতায় ফিরেছিল আর্জেন্তিনা, কিন্তু এরপরও কলম্বিয়া ৬০ মিনিটে পেনাল্টি পায়। সেখান থেকে গোল করেন হামেস রদ্রিগেজ। তাঁর গোলেই জয় নিশ্চিত করে কলম্বিয়া। অবশ্য এই পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছিল আর্জেন্তিনা।
আরও পড়ুন…. Duleep Trophy: এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কোনও বার্তা দিতেই কি এমন আক্রমনাত্মক শ্রেয়স আইয়ার
ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পান দুরান। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রতিহত করেন। ৮৪তম মিনিটে সুযোগ পান লাউতারো মার্তিনেজ। বক্সের বাইরে বল পেয়ে ভিতরে ঢুকে পড়েন তিনি, তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জে শট নিতে পারেননি সেরি আর গত মরশুমের সেরা খেলোয়াড় মার্তিনেজ। এর ফলে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। সবশেষ তারা হারে গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে। তার পরের ১২ ম্যাচের মধ্যে ১১টিই জিতেছিল আর্জেন্তিনা, ড্র করেছিল মাত্র একটি ম্যাচে।
আরও পড়ুন…. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি! ENG vs AUS সিরিজে উপেক্ষিত হয়েই কি এমন সিদ্ধান্ত?
এদিনের হারের পরও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে তালিকার শীর্ষেই রয়েছে আর্জেন্তিনা। কলম্বিয়া ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করার কারণে উরুগুয়ে রয়েছে তালিকার তিন নম্বরে। ৮ ম্যাচের পরে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ইকুয়েডর রয়েছে তালিকার চার নম্বরে। ব্রাজিল ইতিমধ্যে পাঁচ নম্বরে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।