বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup Cristiano Ronaldo: ‘লাস্ট ডান্সে’ মেসিকে চেকমেট দিতে চান রোনাল্ডো, প্রতিপক্ষকে নিয়ে বললেন কী?

FIFA World Cup Cristiano Ronaldo: ‘লাস্ট ডান্সে’ মেসিকে চেকমেট দিতে চান রোনাল্ডো, প্রতিপক্ষকে নিয়ে বললেন কী?

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ছবি - টুইটার)

দাবার ছকের চালে ফুটবল মাঠ মাতাতে চাইছেন রোনাল্ডো। ‘লাস্ট ডান্স’ শুরুর আগে প্রতিরক্ষ মেসিকে নিয়ে কী বললেন CR7?

বিশ্বকাপ শুরুর আগেই একটি বিজ্ঞাপনের ‘শুটে’ জাদু করেছিলেন লিয়নেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ববিখ্যাত এক ফ্যাশন সংস্থার সেই বিজ্ঞাপনে সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলারকে দাবা খেলতে দেখা গিয়েছিল। আর এবার বিশ্বকাপের ময়দানে নামার আগেই মেসিকা ‘চেকমেট’ করার ইচ্ছে প্রকাশ করলেন পর্তুগালের অধিনায়ক। এদিন সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলেন, ‘আমরা জীবনে অনেক সময়ই চেকমেট দিয়ে থাকি। এটা দাবা খেলার বিষয় না। আমরা জীবনেও এই একই নীতি কার্যকর করতে পারি। আমি অনেক সময়ই আমার জীবনে এই নীতি কার্যকর করি।’

সিআর৭ এরপর বলেন, ‘আমি তাঁকে (মেসিকে) চেকমেট দিতে চাই। দেখা যাক। যদি তা হয়, তাহলে তা খুবই সুন্দর হবে। দাবার ম্যাচে (বিজ্ঞাপনে) যেরকমটা হয়েছিল। ফুটবলে হলে তা জাদুর মতো হবে।’ এদিকে দলীয় সতীর্থদের সঙ্গে তাঁর ‘ঝামেলা’ নিয়েও আজ মুখ খোলেন রোনাল্ডো। এর আগে পর্তুগালের ড্রেসিংরুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে রোনাল্ডোর ‘বেখাপ্পা’ করমর্দন নিয়ে মুখ খোলেন সিআর৭।

এদিন রোনাল্ডো দাবি করেন, ‘ব্রুনো ফার্নান্ডেজের সঙ্গে আমি মজা করছিলাম। ওঁ দেরি করে এসেছিল। তাই আমি মজা করে বলেছিলাম যে, ওঁ নৌকো করে এসেছে বলে এত দেরি হল কি না।’ এদিকে অনুশীলনের সময় জাও কান্সেলোর সঙ্গে হওয়ার ঘটনার প্রেক্ষিতে রোনাল্ডো বলেন, ‘জাও ফেলিক্সের একটি ট্যাকেলে মাথা গরম হয়েছিল ওঁর। তাই আমি ওঁকে বোঝাচ্ছিলাম। আমার সঙ্গে ওঁর কোনও ঝামেলা হয়নি।’ প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই পিয়ের্স মর্গ্যানকে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন রোনাল্ডো। সেখানে নিজের ক্লাব ম্যানচেস্টার নিয়ে বোমা ফাটিয়েছিলেন সিআর৭। এরপরই তিনি বিশ্বকাপের মঞ্চে। তাই রোনাল্ডোকে ঘিরে আগ্রহের অন্ত নেই। এদিকে এটাই খুব সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে ৩৭ বছর ৮ মাস বয়সি ফুটবলারের। এই আবহে বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ার শেষ করতে মরিয়া হবেন তিনি।

 

বন্ধ করুন