বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup: 'সুন্দর স্বপ্নটা অধরা থেকে গেল', পরের বিশ্বকাপে মাঠে নামবেন কিনা, জানিয়ে দিলেন রোনাল্ডো

FIFA World Cup: 'সুন্দর স্বপ্নটা অধরা থেকে গেল', পরের বিশ্বকাপে মাঠে নামবেন কিনা, জানিয়ে দিলেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি- রয়টার্স।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ০-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তার পরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তার মাধ্যমে সিআর সেভেন তাঁর আক্ষেপ এবং সিদ্ধান্তের কথা জানালেন।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে ০-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়তে হয়েছে সিআর ৭ কে। কেরিয়ারের শেষ বিশ্বকাপের অন্তিম লগ্নে এসেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁকে।

নকআউট পর্বে এসে প্রথম একাদশে না থাকা, কোচের সঙ্গে সংঘাতে জড়ানো, নানান বিষয় নিয়ে একাধিক বিতর্কের মুখে দাঁড়িয়েছিলেন তিনি। অবশেষে মরক্কোর কাছে হেরে বিদায় নিশ্চিত হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় সিআর সেভেন লেখেন, 'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি পর্তুগালের হয়ে অনেক আন্তর্জাতিক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ দিতে পারিনি। অনেক আশা নিয়ে কাতারে এসেছিলাম। যাতে আমার শেষ বিশ্বকাপে অধরা স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু তা আর হল না। একরাশ স্বপ্ন অধরা থেকেই বিদায় নিতে হল।'

৩৭ বছরের রোনাল্ডো আরও বলেন, ‘আমি লড়াই করেছি। আমি এই স্বপ্নের জন্য কঠোর লড়াই করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে পাঁচ বার বিশ্বকাপে যে গোল করেছি, সর্বদা পাশে পেয়েছি দুর্দান্ত খেলোয়াড়দের। সঙ্গে ছিল লক্ষ লক্ষ পর্তুগিজ জনতার সমর্থন। আমি আমার সব কিছু উজাড় দিয়েছি। কখনও লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি। কখনও স্বপ্নকে ছেড়ে দিইনি। কারণ আমি লড়াই এবং চ্যালেঞ্জ নিতে সবসময় ভালোবাসি। তাই কেরিয়ারের শেষ বিশ্বকাপেও চেয়েছিলাম দেশকে বিশ্বকাপ এনে দিতে। কিন্তু তা আর হলো কই।'

আরও পড়ুন:- FIFA WC 2022: হারের পরেই সরগরম পর্তুগাল শিবির, কোচকে কটাক্ষ রোনাল্ডোর বান্ধবীর

ফুটবল বিশ্ব আগেই আন্দাজ করেছিল এবারই শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এতদিন সরকারি ভাবে না জানালেও, রোনাল্ডো তার এই আবেগ ঘন পোস্টে নিজের সিদ্ধান্ত পরিস্কার করে দেন। পর্তুগিজ কিংবদন্তি লিখেছেন, 'হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। এতদিন অনেকেই অনেক কথা বলেছেন এবং লিখেছেন। আমি এবার নিজেই তা জানিয়ে দিচ্ছি। পরের বিশ্বকাপে আমি আর খেলব না। ধন্যবাদ জানাই প্রত্যেকটি পর্তুগিজ সমর্থককে। যারা এতদিন আমার সাফল্য কামনা করে এসেছেন। তবে আক্ষেপ একটাই, দেশকে বিশ্বকাপ দিতে না পারা।'

আরও পড়ুন:- FIFA WC Morocco Dream Run: ‘মুসলিম বিশ্বের অর্জন’, মরক্কোর জয়ে আপ্লুত রোনাল্ডোর এককালের ‘প্রিয় বন্ধু’

সিআর সেভেন আরও বলেন, 'দুর্ভাগ্যবশত, গতকাল সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। কোনও অজুহাত নয়। আমি শুধু চাই সবাই জানুক যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে। কিন্তু পর্তুগালের প্রতি আমার আনুগত্য এক মুহূর্তের জন্য পরিবর্তন হয়নি। তবে যাই হোক না কেন, ধন্যবাদ জানাই পর্তুগাল এবং কাতারকে সুন্দরভাবে বিশ্বকাপ পরিচালনার জন্য।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল অষ্টমীর মণ্ডপে শুরু হবে কাদের পুজোর প্রেম? কী বলছে প্রেম রাশিফল দেখে নিন এক নজরে বাড়ছে সরকারি কর্মীদের 'ডিএ উদ্বেগ', পুজোর মাঝে সামনে এল হিসেব সংক্রান্ত রিপোর্ট মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ অক্টোবরের রাশিফল মেসি ফিরলেও, জয় ফিরল না আর্জেন্তিনা! পিছিয়ে গিয়েও ১-১ ড্র করল ভেনেজুয়েলা মুম্বইয়ের আহত অলরাউন্ডার মুশির খান ও তাঁর বাবার সঙ্গে দেখা করলেন রোহিত শর্মা 'জুনিয়র ডক্তারদের দাবি কোনও বিলাসিতা নয়', চাপ বাড়িয়ে মমতাকে চিঠি IMA-র ‘এই ভালো ছবিটা থাক, আমি জানি…’! অনশনে থাকা অনিকেত ভর্তি সিসিইউতে, লিখলেন কিঞ্জল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.