বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ ফ্রান্স, তিউনিশিয়ার কাছে লজ্জার হারের পর নালিশ ফিফায়

গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ ফ্রান্স, তিউনিশিয়ার কাছে লজ্জার হারের পর নালিশ ফিফায়

গোল বাতিল নিয়ে ফ্রান্সের নালিশ ফিফার কাছে।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম দু'টি ম্যাচ দাপটের সঙ্গে জেতে ফ্রান্স। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে তারা হেরে বসে থাকে। আর এই ম্যাচেই গোল বাতিল হয় আঁতোয়া গ্রিজম্যানের। আর এই গোল বাতিল হওয়া নিয়েই যত ক্ষোভ।

তিউনিশিয়ার কাছে হারটা হজম করতে পারছে না ফ্রান্স। আর তারই জেরে ফিফার কাছে গোল বাতিলের জন্য নালিশ করে বসল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই বার বিশ্বকাপে ভারের সাহায্য নিয়ে আফসাইডের কারণে বহু গোল, পেনাল্টি বাতিল হচ্ছে। সে রকমই তিউনিশিয়ার বিরুদ্ধে গোল বাতিল হয় ফ্রান্সের। আর তিউনিশিয়ার বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হারটা হজম করতে না পেরেই, ফিফার দ্বারস্থ হল ফ্রান্স। ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফিফার কাছে অভিযোগ জানানো যায়। নির্ধারিত সময়েই অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছে ফ্রান্স।

আরও পড়ুন: হেরেও শীর্ষে ফ্রান্স, নকআউটে অজিরা,ছিটকে গেল ডেনমার্ক-তিউনিশিয়া

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম দু'টি ম্যাচ দাপটের সঙ্গে জেতে ফ্রান্স। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে তারা হেরে বসে থাকে। আর এই ম্যাচেই গোল বাতিল হয় আঁতোয়া গ্রিজম্যানের। আর এই গোল বাতিল হওয়া নিয়েই যত ক্ষোভ। রেফারির গোল বাতিলের সিদ্ধান্তে কড়া মনোভাব নিয়েছে ফরাসি শিবির। তারা সোজা গিয়ে ফিফাকে অভিযোগ জানিয়েছে। ফ্রান্সের দাবি, রেফারি অন্যায় ভাবে তাদের গোল বাতিল করেছেন। আসলে ২০১৪-তে শেষ বার বিশ্বকাপে হেরেছিল ফ্রান্স। কোয়ার্টারে ফাইনালে জার্মানির কাছে হারতে হয় ০-১ গোলে। রাশিয়া বিশ্বকাপে সবক’টি ম্যাচেই অপরাজিত ছিল তারা। ফের ২০২২ সালে তারা তিউনিশিয়ার বিরুদ্ধে হারল।

আরও পড়ুন: নকআউটে কাদের মুখোমুখি হবেন মেসিরা?ফ্রান্সের প্রতিপক্ষ কে?দেখুন সূচি

বৃহস্পতিবারই ফ্রান্স ফুটবল সংস্থা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, গ্রিজম্যানের গোল ‘অযাচিতভাবে বাতিল’ করা হয়েছে। তবে ব্যাখ্যা দেওয়া হয়নি। তবু ফ্রান্স শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, রেফারি কঙ্গারের উপরে বেশি ক্ষুব্ধ তারা। গোলের পর সেন্টার সার্কেলে বল এনে খেলা আবার শুরু করে দিয়েছিলেন রেফারি। তার পরেই ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেন। এর পরেই ম্যাচে হস্তক্ষেপ করে ‘ভার’ এবং ফ্রান্সের গোল বাতিল করে দেওয়া হয়। ম্যাচ শেষ করে দেওয়ার পরেই কী ভাবে গোল বাতিল করা যায়, সেটা নিয়েই আপত্তি জানিয়েছে ফ্রান্স।

আসলে শেষ ষোলোর লড়াইয়ের আগে পচা শামুকে পা কাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আর এটাই তারা হজম করতে পারছে না। তিউনিশিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল ফ্রান্সের। তাই দলে অনেক বদল করেছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। তারই খেসারত সম্ভবত দিতে হল ফ্রান্সকে। তবে ৮ বছর পর এই হার হজম হচ্ছে না ফরাসিদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, জলপাইগুড়িতে আলোড়ন ভুয়ো চাকরির টোপ গিলে বিপদ, বিহারে উদ্ধার বাংলার ২০০ যুবক এক বছর পর স্বরাশিতে প্রবেশ দৈত্যগুরুর, শুক্রর কৃপায় ৩ রাশির বাড়বে আয় অক্ষয়ের দেশাত্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে? ‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারের ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি ৩৬ রানে ৭ উইকেট! শেষে আফগানদের বিরুদ্ধে আরও বড় লজ্জার মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা করণের চমক! বাফটা-এমি জয়ী রিয়েলিটি শো-এর ভারতীয় সংস্করণের সঞ্চালনায় ধর্মা কর্ণধার ‌‘‌দু’‌বছরের মধ্যে হবে ঘাটাল মাস্টারপ্ল্যান’‌, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘোষণা মমতার বক্স অফিসে জাঁকিয়ে লাইন লেগেছে পুরোনো ছবির,কারণ জানিয়ে কী বললেন পরিচালক সঞ্জয় ‘কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা-মা…’, ডাক্তারি লাটে উঠছে জলদি, খোঁচা জিতুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.