গ্রুপ বি থেকে কোন দুটি দল নকআউটে উঠবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব। এই গ্রুপের সবকটি দলের কাছে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।
দেখে নিন গ্রুপ-বি-র পয়েন্ট টেবিল
গ্রুপ-বিইংল্যান্ড- ম্যাচ: ৩, জয়: ২, হার: ০, ড্র: ১, গোল পার্থক্য: ৭, পয়েন্ট: ৭ইউএসএ- ম্যাচ: ৩, জয়: ১, হার: ০, ড্র: ২, গোল পার্থক্য: ১, পয়েন্ট: ৫ইরান- ম্যাচ: ৩, জয়: ১, হার: ২, ড্র: ০, গোল পার্থক্য: -৩, পয়েন্ট: ৩ওয়েলস- ম্যাচ: ৩, জয়: ০, হার: ২, ড্র: ১, গোল পার্থক্য: -৫, পয়েন্ট: ১
USA এর প্রতিপক্ষ নেদারল্যান্ডস
ইরানকে হারিয়ে নকআউটে জায়গা পাকা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ৩ ডিসেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। গ্রুপ এ টপার ছিল নেদারল্যান্ডস।
পরের রাউন্ডে উঠল USA
৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পরে ৯ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত এদিন গোল করতে পারল না ইরান। ০-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে গ্রুপ লিগ থেকেই বিদায় নিল ইরান। অন্যদিকে রাউন্ড ১৬ জায়গা পাকা করল মার্কিন যুক্তরাষ্ট্র।
ইংল্যান্ডের সামনে সেনেগাল
নকআউট পর্বে ইংল্যান্ডের সামনে এবার সেনেগাল। গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসাবে রাউন্ড ১৬ উঠেছে সেনেগাল। ৪ ডিসেম্বর এই দুই দল মুখোমুখি হবে।
বি গ্রুপের টপার ইংল্যান্ড
কাতার বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ইংল্যান্ড। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড। জোড়া গোল করলেন মার্কাস ব়্যাশফোর্ড। অন্য গোলটি করলেন ফিল ফডেন।
ইরান ম্যাচেরও ৯০ মিনিটের খেলা শেষ
ইরান ম্যাচেরও ৯০ মিনিটের খেলা শেষ, এখন অতিরিক্ত সময়ের ম্যাচ চলছে। এখনও এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইংল্যান্ড ম্যাচে ৪ মিনিটের অতিরিক্ত সময়
ইংল্যান্ড ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ। ৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ৩-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
৮০ মিনিটের খেলা শেষ
এখনও গোলের খোঁজ চালাচ্ছে ইরান। এখনও পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ৩-০ গোলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পরিস্থিতি এমন থাকলে গ্রুপ বি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড নকআউট পর্বের ছাড়পত্র পাবে। তবে সেই সব কিছুর জন্যও এখনও ১০ মিনিটের অপেক্ষা।
আবার গোল….
আবার অসাধারণ গোল করলেন মার্কাস ব়্যাশফোর্ড। একাই ওয়েলসের রক্ষণকে বোকা বানিয়ে গোল করলেন মার্কাস ব়্যাশফোর্ড। ৬৮ মিনিটে ৩-০ এগিয়ে ইংল্যান্ড।
পরের রাউন্ডে যেতে ইরানের দরকার ড্র
একদিকে ইংল্যান্ডের জয়ের দিকে এগিয়ে চলেছে। অন্যদিকে এমন অবস্থায় ড্র করলেই পরের রাউন্ডে উঠে যেতে পারে ইরান।
আবার গোলললল..
আবার এগিয়ে গেল ইংল্যান্ড। ২-০ করলেন ফিল ফডেন। ম্যাচের ৫১ মিনিটে গোল করলেন
গোলললল..
মার্কাস ব়্যাশফোর্ডের অসাধারণ গোল। ফ্রি কিক থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিলেন মার্কাস ব়্যাশফোর্ড।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শেষ ৪৫ মিনিটে হেডলাইন কতটা বদলায় সেটাই দেখার। ইরান কি ম্যাচে ফিরতে পারবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের লিড ধরে রাখে সেটার উত্তর পাওয়া যাবে আর ৪৫ মিনিটে।
প্রথমার্ধের খেলা শেষ
ক্রিস্টিয়ান পলিসিচের গোলে ইরানের বিরুদ্ধে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য ম্যাচে এখনও গোলের দেখা পাওয়া যায়নি। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে গড়ায়।
৩৮ মিনিটে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
ম্যাচের ৩৮ মিনিটে ডেস্টের অ্যাসিস্ট থেকে গোল করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে দিলেন ক্রিস্টিয়ান পলিসিচ। ইরান এই মুহূর্তে ০-১ গোলে পিছিয়ে রয়েছে। অন্যম্যাচে গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
৩০ মিনিটের খেলা শেষ
৩০ মিনিটের খেলা শেষ এখনও গোলের দেখা পাওয়া যায়নি। ওয়েলস বনাম ইংল্যান্ড ম্যাচে এখনও বলের দখলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সব দিক থেকেই এগিয়ে রয়েছে হ্যারি কেনরা। তবে এখনও তারা গোলের মুখ খুলতে পারেনি। অন্যদিকে ইরানের তুলনায় বল পজিশনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দশ মিনিটের খেলা
১০ মিনিটের খেলা শেষ হয়ে গেছে, এখনও চারটি দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি।
শুরু হয়ে গেল খেলা
ওয়েলসের সামনে হ্যারি কেনদের বড় চ্যালেঞ্জ। ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই শুরু হয়ে গেল।
দেখুন USA-র লাইন আপ
গ্রুপ লিগের শেষ ম্যাচে ইরানের বিরুদ্ধে জিতে পুরো পয়েন্ট তুলতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র।
দেখুন ইরানের দল
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভালো কিছু করার জন্য তৈরি ইরান। USA-এর বিরুদ্ধে নিজেদের সেরা দল নামাচ্ছে।
দেখে নিন ওয়েলসের টিমকে
ওয়ার্ড, ডেভিস, রুন, মেফাম, উইলিয়ামস, আমপাডু, অ্যালেন, রামসেয়, ডি জেমস, গ্যরেথ বেল, কে মোর
দেখুন ইংল্যান্ডের স্কোয়াড
জর্ডন পিকফোর্ড, কাইল ওয়াকার, লুক শ, ডেক্লান রাইস, জন স্টোনস, হ্য়ারি ম্য়াগুয়ের, জর্ডন হেন্ডারসন, হ্যারি কেন, মার্কাস ব়্যাশফোর্ড, ফিল ফডেন, জুড বেলিংহ্য়াম
লাইভে আপনাদের স্বাগত
গ্রুপ বি থেকে কোন দুটি দল নকআউটে উঠবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব। এই গ্রুপের সবকটি দলের কাছে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।