১৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের। তারা এখন আইএসএল তালিকার লাস্টবয়। মাত্র একটি ম্যাচে জিতেছে এসসি ইস্টবেঙ্গল। ১০টি ম্যাচে তারা ড্র করেছে। বাকি ৭টি ম্যাচ হেরেছে। নিঃসন্দেহেই খুবই খারাপ পরিসংখ্যান লাল-হলুদের। এ দিকে ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড একধাপ উপরে ১০ নম্বরে রয়েছে। তারা তাও ১৯ ম্যাচ খেলে তিনটিতে অন্তত জিতেছে। তবে নর্থইস্টের আবার হারের পরিসংখ্যান বেশি। তারা ১২টি ম্যাচ হেরেছে। ৪টি ম্যাট ড্র করেছে। প্রথম লেগের ম্যাচে নর্থইস্টের কাছে ০-২ হেরেছিল লাল-হলুদ ব্রিগেডও। এটা তাই এসসি ইস্টবেঙ্গলের কাছে বদলারও ম্যাচ।
আইএসএল তালিকার লাস্টবয় এবং সেকেন্ড লাস্টবয়- দুই দলেরই হারানোর আর কিছু নেই। বাকি ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার। কারণ বহু আগেই তারা আইএসএলের প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও লিগ টেবলের একেবারে তলানি থেকে নিজেদের তুলে আনতে আজ নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। নর্থইস্ট চাইবে না আইএসএলের লাস্টবয় হতে।
আপাতত দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি-র লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ (সোমবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: তিলক ময়দান (ভাস্কো, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।