তিনি কোচ হয়ে আসার পরেই জয়ে ফিরেছে এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়াকে হারিয়ে এই মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে লাল-হলুদ বাহিনী। এ বার সোমবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দলকে জেতাতে মরিয়া থাকবেন দলের স্প্যানিশ কোচ মারিয়ো রিভেরা। সোমবারের ম্যাচে দুই বিদেশি ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ ও মার্সেলো রিবেইরোকে খেলতে দেখা যেতে পারে বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ।
ধারে ভারে লাল-হলুদের চেয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছে হায়দরাবাদ। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের চারে রয়েছে হায়দরাবাদ এফসি। এ দিকে ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে এসসি ইস্টবেঙ্গল।
আপাতত দেখে নেওয়া যাক এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি-র লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ: ২৪ জানুয়ারি, ২০২২ (সোমবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: তিলক ময়দান (গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।