বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ATK Mohun Bagan Transfer News: পোগবা আসছেন এটিকে মোহনবাগানে! দলবদলের বাজারে চমক সবুজ-মেরুনের

ATK Mohun Bagan Transfer News: পোগবা আসছেন এটিকে মোহনবাগানে! দলবদলের বাজারে চমক সবুজ-মেরুনের

পল পোগবা এবং দাদা ফ্লোরেন্টিন পোগবা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

ATK Mohun Bagan Transfer News: বিষয়টি নিয়ে আপাতত এটিকে মোহনবাগানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পোগবার প্রাক্তন ক্লাবের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সবুজ-মেরুন জার্সি পরতে চলেছেন।

ফরাসি বিশ্বকাপজয়ী পল পোগবার দাদা ফ্লোরেন্টিনকে নিল এটিকে মোহনবাগান। ৩১ বছরের ডিফেন্ডার ফরাসি ক্লাব Sochaux-Montbéliard-এ খেলতেন। যে দল ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনে খেলেছে।

ফ্লোরেন্টিনকে দলে নেওয়ার বিষয়ে আপাতত এটিকে মোহনবাগানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে Sochaux-Montbéliard-র তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ফরাসি ক্লাবে দুটি মরশুম কাটানোর পর নতুন কোনও লিগে নিজেকে মেলে ধরতে চাইছেন গিনির ফুটবলার। সেজন্য ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগানে স্বাক্ষর করেছেন। যিনি ২০২০ সালে Sochaux-Montbéliard-তে যোগ দিয়েছিলেন। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের হয়ে মোট ৬২ টি ম্যাচ খেলেছেন সেন্ট্রাল ডিফেন্ডার।

আরও পড়ুন: তিরির বদলি খুঁজে পেল ATK MB, সই করানো হল ‘A’ লিগে খেলা অজি তারকা ডিফেন্ডারকে

ফ্লোরেন্টিন পোগবার পরিচয়

গিনির নাগরিক ১৯৯০ সালের ১৯ অগস্ট জন্মগ্রহণ করেন। পেশাদারি ফুটবলের বেশিরভারটাই ফ্রান্সে কাটিয়েছেন। ফ্রান্সের প্রথম ডিভিশনেও খেলেছেন। ২০১৩-১৪ মরশুমে লিগ ওয়ানে খেলেছিলেন। পরেরবার খেলেছিলেন ইউরোপা লিগেও। পরবর্তী আরও কয়েকবার ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে খেলেছিলেন।

২০১৭ সালে ইউরোপা লিগে পলের তৎকালীন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলেছিলেন ফ্লোরেন্টিন। সেইসময় আর্সেনালে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই স্বপ্নপূর্ণ হয়নি। বরং তুরস্কের লিগে খেলেছিলেন। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে আটলান্টা ইউনাউটেডের হয়ে খেলেছিলেন। পরে আবার ফ্রান্সে ফিরে এসেছিলেন। 

যদিও ২০২০ সালে আটলান্টা ছাড়ার পর ছয় মাস কোনও ক্লাব ছিল না ফ্লোরেন্টিনের। তারপর তিন বছরের চুক্তিতে Sochaux-Montbéliard-তে যোগ দিয়েছিলেন। যদিও চুক্তির মেয়াদ বাকি থাকা অবস্থায় ফরাসি ক্লাব ছেড়ে সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিলেন। 

আরও পড়ুন: ফেরান্দোর স্টাইলের সঙ্গে মেল খাচ্ছে না সন্দেশের খেলা, ATK MB ছাড়তে পারেন ঝিঙ্গান

জাতীয় দলের জার্সিতে

ফ্লোরেন্টিন ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। গিনির জার্সিতে ৩১ টি খেলেছেন। গিনির হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন গত বছর সুদানের বিরুদ্ধে। বিশ্বকাপ যোগ্যতা-অর্জন পর্বে পরের ম্যাচে বেঞ্চে ছিলেন। তারপর থেকে জাতীয় দলে সুযোগ পাননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন