বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Ligue 1: 'মেসিকে সিটি মারা আদতে ফুটবলের অপমান', তুলোধনা PSG সমর্থকদের

Ligue 1: 'মেসিকে সিটি মারা আদতে ফুটবলের অপমান', তুলোধনা PSG সমর্থকদের

লিওনেল মেসি। ছবি- এপি

লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লাওনাইসের বিরুদ্ধে খেলতে নামে পিএসজি। আর সেই ম্যাচে হারের পর সমর্থকদের কটুক্তির মুখে পড়তে হয় মেসিকে। এবার সেই সব সমর্থকদের একহাত নিলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার ইমানুয়েল। 

সম্প্রতি গ্যালারি থেকে পিএসজি সমর্থকদের কটুক্তি শুনতে হয়েছে লিওনেল মেসিকে। এবাই সেই সব সমর্থকদের একহাত নিলেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার ইমানুয়েল। লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লাওনাইসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে পিএসজি। এই মরশুমে এখনও পর্যন্ত ১৮ টি ম্যাচের মধ্যে আটটি হেরেছে। ফুটবলাররা আশা করেছিলেন পিএসজির হয়ে ৫০ তম ম্যাচে খেলতে নামার আগে সমর্থকদের সমর্থন পাবে লিওনেল মেসি। তবে শুরুতে দলের পাশে থাকলেও ম্যাচ জিততে না পারায় মেসির উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য উড়ে আসে দর্শক আসন থেকে। এর আগেও খারাপ পারফম্যান্স করে পিএসজি। কিন্তু সমর্থকরা পাশে ছিল।

অলিম্পিক লাইওনাইসের কাছে ০-১ গোলের পিএসজি যখন হারে, তখন পিএজির সমর্থকরা বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়ককে লক্ষ্য করে কটুক্তি করেম। এর আগেও তিনটি ম্যাচে মেসিকে সমর্থকদের ব্যঙ্গক্তি শুনতে হয়েছিল। বর্তমানে পিএসজির সঙ্গে মেসির একটি চুক্তি রয়েছে। বিশ্বকাপ জেতার পর কানাঘুসো শোনা যায়, যে পিএসজির ছাড়তে চলেছেন মেসি। তবে কাপ জয়ের পর তিনি যখন প্রথম পিএসজির অনুশীলনে নামেন, তখন ক্লাব কর্তৃপক্ষ থেকে ফুটবলাররা সবাই তাঁকে অভিনন্দন জানায়। কিন্তু সর্মথকরা তাঁকে কোনও রকম অভিনন্দন জানায়নি। এরপর তিনি যখন মাঠে নেমে গোল করতে পারেননি, তখন গ্যালারি থেকে কটুক্তি শুনতে হয়েছিল মেসিকে। তাঁর বিরুদ্ধে এই কটুক্তি শুধু খারাপ পারফরম্যান্সের জন্য নয়। তিনি পিএসজিতে খেলতে রাজি না হওয়ায় সমর্থকদের চোখে ভিলেন হয়ে ওঠেন। পিএসজির সঙ্গে মেসি চুক্তি শেষ হবে ৩০শে জুন।

 

প্রাক্তন ফরাসি ফুটবলার ইমানুয়েল এই ঘটনায় মেসির পাশে দাঁড়িয়ে সমর্থকদের একহাত নেন তিনি। সমর্থকদের কড়াভাবে জবাব দিয়ে বলেন, 'পিএসজি ফুটবল ক্লাব শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি প্রাক-অবসরের ক্লাব। পিএসজিতে কোনও ফুটবলারের উন্নতি হয়নি। এটা মেসির দোষ নয়। মেসির দিকে ধেয়ে আসা বিদ্রুপ ফুটবলের অপমান।'

সম্প্রতি মেসি আর্জেন্তিনার হয়ে হ্যাটট্রিক করেন। এছাড়াও তাঁর কেরিয়ারে দেশের হয়ে ১০০ গোলও অতিক্রম করেন। এই অসাধারণ পারফরম্যান্সের পর ফের জল্পনা ছড়ায়, পিএসজি ছাড়তে চলেছেন এলএম ১০। এই আবহেই ০-১ ম্যাচ হার পিএসজির। তারপরেই সমর্থকদের সব রোষ গিয়ে পড়ে লিওনেল মেসির উপর। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অনেকেই নিন্দা করেছেন।

বন্ধ করুন