বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > হোসে ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজ ফার্নান্ডেজ: ইস্টবেঙ্গল নতুন কোচের বিষয়ে খুঁটিনাটি

হোসে ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজ ফার্নান্ডেজ: ইস্টবেঙ্গল নতুন কোচের বিষয়ে খুঁটিনাটি

এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচের নাম ম্যানুয়েল ডিয়াজ (ছবি:টুইটার)

এ বার এসসি ইস্টবেঙ্গলে ইংলিশ ফুটবলের পরিবর্তে দেখা যাবে স্প্যানিশ স্টাইলের ফুটবল! চিনে নিন এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচের নাম ম্যানুয়েল ডিয়াজকে।

শুভব্রত মুখার্জি: কিছুটা অপ্রত্যাশিত ঘটনা তা আর বলার অপেক্ষা রাখে না। বুধবার সন্ধ্যার দিকে যখন এসসি ইস্টবেঙ্গলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল ক্লাব এবং রবি ফাওলারের মধ্যে 'মিউচুয়াল' টার্মিনেশান হয়েছে তখন ক্লাব তাবুতে কিছুটা হলেও বিষাদের সুর। তবে একই সাথে ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে নাম ঘোষণা করা হয় ম্যানুয়েল ডিয়াজের নাম। নতুন কোচ ডিয়াজের হাত ধরেই ভাল কিছু করার স্বপ্নে,আশায় বুক বাধছে লাল-হলুদ সমর্থকেরা। কে এই ডিয়াজ ? আসুন একটু চিনে নেওয়ার চেষ্টা করি লাল-হলুদের নয়া 'গ্যাফারকে।'

তবে দলের খোলনলচে বদলে ফেলার পাশাপাশি কোচিং স্টাফেও ব্যাপক পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন ফাওলারের সঙ্গী সাথিরা। নতুন কোচ হয়েছেন হোসে ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজ ফার্নান্ডেজ। লিভারপুলের কিংবদন্তি প্রাক্তন কোচের পরবর্তীতে রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচকে ঘিরে আশার আলো দেখছেন শ্রী সিমেন্টের কর্তারা। আপাতত ১ বছরের জন্য চুক্তি করেছে ক্লাব। ফেসবুকে একটি পোস্ট করে ক্লাবের তরফে লেখা হয়েছে , '২০২১-২২ হিরো ইন্ডিয়ান সুপার লিগের জন্য এসসি ইস্টবেঙ্গল গর্বের সঙ্গে ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজকে প্রধান কোচ নির্বাচন করল।'

গত বছরটা একেবারেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। আইএসএলে ২০ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয়লাভ করেছিল তারা। হেরেছিল ৯টি ম্যাচ। ফলস্বরুপ পয়েন্ট টেবিলে নবম স্থানে তারা শেষ করেছিল।বর্তমান কোচ ডিয়াজের পক্ষে ফলে চ্যালেঞ্জটা অত্যন্ত বেশি। বিশ্ব ফুটবলের ইতিহাসে ২০ বছরেরও বেশি সময় ধরে কোচিং করাচ্ছেন তিনি । কোচিং ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। ২০০২-০৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের যুব দলের কোচ ছিলেন ডিয়াজ । ২০০৮-০৯ ছিলেন নাভাল কার্নেনো দলের কোচ। ২০০৯ সালে প্রত্যাবর্তন ঘটে রিয়াল মাদ্রিদে। তাদের ‘সি’ টিমের কোচের দায়িত্ব সামলান ২০১৩ পর্যন্ত। এরপর একবছর রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের দায়িত্ব ছিল তার কাঁধে। ২০১৬-১৮ তিনি পোন ফেরানডিনার কোচ ছিলেন। ২০১৮-১৯ ফের তিনি রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের কোচ হন। কোচ হিসেবে তাঁর জয়ের গড় ঈর্ষনীয় ৪১.৭৭ শতাংশ।

বন্ধ করুন