প্যারিসে আয়োজিত প্যারালিম্পিক্সে ২০২৪-এর মঞ্চে তৈরি হল ইতিহাস। আয়োজক দেশ ফ্রান্সের ব্লাইন্ড ফুটবল টিম আর্জেন্টিনাকে হারিয়ে সোনা জিতল। নির্দিষ্ট সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকার পর পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সেখানে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে সোনা জয় করল ফ্রান্স। তাদের হয়ে জয়সূচক পেনাল্টি শটটি নেন ফ্রেডেরিক ভিলারোক্স। ব্রাজিল বাদে ফ্রান্স একমাত্র দল, যারা প্যারালিম্পিকের এই বিভাগে সোনা জয় করল। সোনা জয়ের পর ফ্রেডেরিক একা এই কৃতিত্ব নিতে চাননি। দলকেই কৃতিত্ব দেন। ম্যাচ শেষে তাঁর বক্তব্য, ‘এটা যেন সিনেমার স্ক্রিপ্ট। সেরকমই অনুভূতি হচ্ছে।’ আর সেই জয়ের পরে তাদের সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
খেলার ১২ মিনিটে ভিলারোক্স গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন। তাঁর জোড়াল শট গোলপোস্টের বাম কোণা ঘেঁষে জালে জড়ালে ১-০ ব্যবধানে লিড পায় ফ্রান্স। যদিও সেই ব্যবধান খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, ফ্রান্সের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড ম্যাক্সিমিলিয়ানো এসপিনিলো ক্লোজ রেঞ্জ থেকে একটি গোল করে খেলায় সমতা ফেরান।
ব্রাজিল ছাড়া ফ্রান্সই প্রথম দল, যারা প্যারালিম্পিকে ব্লাইন্ড ফুটবল প্রতিযোগিতায় সোনা জয়লাভ করল। ২০০৪ এথেন্স গেমসে প্রথম ব্লাইন্ড ফুটবল প্রতিযোগিতাকে অন্তর্ভুক্ত করা হয়। সেই থেকে প্রতিবার এই বিভাগে সোনা জয় করে এসেছে ব্রাজিল। ৫ বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল বৃহস্পতিবার সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হারের আগে কোনও ম্যাচ হারেনি। এ বছর ব্রাজিল এই বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছে। কলম্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জয়ের পর ব্রোঞ্জ পদকজয় করে তারা।
ঘরের মাঠের খেলার সম্পূর্ণ সুবিধা উপভোগ করে ফ্রান্স।পুরো ম্যাচ জুড়ে সমর্থকরা জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে নিজেদের দেশের খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে গিয়েছে। এবার নিশ্চই মনে প্রশ্ন আসছে ব্লাইন্ড ফুটবল গেম কী? কেমন ভাবে খেলা হয়? একটি ব্লাইন্ড ফুটবল দলে ৫ জন করে খেলোয়াড় থাকতে হয়। সাধারণ ফুটবলের মতো বল হয় না এখানে।বলের থেকে শব্দ নির্গত হয়। যা শুনে খেলোয়াড়রা বলের উপস্থিতির হদিশ পেয়ে থাকে। কিপারকে তাদের দিক নির্দেশনা করে থাকতে হয়। অপরদিকে যেই খেলোয়াড়রা আক্রমণ ভাগে খেলে থাকে তাঁদের দিক নির্দেশনের জন্য প্রতিপক্ষের গোল পোস্টের পিছনে একজন উপস্থিত থাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।