ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে পরাজিত হল মরক্কোর রক্ষণ। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স।
ফাইনালে উঠল ফ্রান্স
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। মেসিদের সামনে এমবাপেরা।
বাকি ৬ মিনিট
৯০ মিনিটের খেলা শেষ। বাকি ছয় মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার মরক্কো কী করতে পারে? নাকি আবারও ফাইনালে উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন!
গোলললল
ম্যাচের ৭৯ মিনিটে কোলো মুয়ানির গোলে ব্যবধান বাড়িয়ে নিল ফ্রান্স। পরিবর্ত হিসাবে মাঠে নেমেই গোল করলেন তিনি। এই গোলের ফলে ২-০ এগিয়ে গেল ফ্রান্স। এরফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে তৈরি হচ্ছে এমবাপেরা।
৬৫ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
ম্যাচে ৬৫ মিনিটের খেলা শেষ এখনও ১-০ এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে মরক্কো। বহুবার ফ্রান্সের রক্ষণের কাছে পৌঁছে গিয়েছে হাকামিরা। কিন্তু শেষ পর্যন্ত এখনও গোলের মুখ খুলতে পারেনি মরক্কো।
শুরু হল দ্বিতীয়ার্ধ
অনেক প্রশ্ন নিয়ে শুরু হল কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ। শেষ ৪৫ মিনিটে কি মরক্কো ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আবারও ফাইনালের জায়গা পাকা করবে ফ্রান্স।
শেষ প্রথমার্ধ
প্রথমার্ধের খেলা শেষ, ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে ফ্রান্স। থিওর গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে মরক্কোও বারবার ফ্রান্স রক্ষণে ঝড় তুলেছে, কিন্তু তারা সফল হতে পারেনি।
৪০ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
আক্রমণের ঝড় তুলেছে ফ্রান্স। বেশ কয়েকবার মরক্কোর রক্ষণ ভেঙেও দিয়েছিলেন এমবাপে-জিরুডরা। তবে মাঝে মাঝে মরক্কোও আক্রমণে উঠছে। কিন্তু তারাও সাফল্য পায়নি। এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স।
৩০ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
ম্যাচের ৩০ মিনিটের খেলা হয়ে গিয়েছে। তবে এখনও ১-০ এগিয়ে রয়েছে ফ্রান্স। মরক্কো কি ম্যাচে ফিরতে পারবে?
১৫ মিনিট: ফ্রান্স-১, মরক্কো-০
ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে রয়েছে ফ্রান্স। থিও হার্নান্দেজের গোলে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে গিয়েছে ফ্রান্স।
গোলললল…
মরক্কোর রক্ষণ ভেঙে দিল ফ্রান্স। ১-০ গোলে এগিয়ে গেল এমবাপেরা। ম্যাচের পাঁচ মিনিটে থিও হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ফ্রান্স।
শুরু দ্বিতীয় সেমিফাইনাল
শুরু দ্বিতীয় সেমিফাইনালের লড়াই। মরক্কোর সামনে ফ্রান্সের শক্তি। এখন দেখার এবার কি নতুন ইতিহাস লিখতে পারে মরক্কো।
সপ্তমবারের মতো সেমিফাইনাল খেলছে ফ্রান্স
সপ্তমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে ফ্রান্স। তারা প্রথম তিনটি সেমিফাইনালে (১৯৫৮, ১৯৮২ এবং ১৯৮৬) হেরেছিলেন। তারা শেষ তিনটি সেমিফাইনাল (১৯৯৮, ২০০৬ এবং ২০১৮) জিতেছিলেন। অন্যদিকে মরক্কো প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে। এই রাউন্ডে খেলা প্রথম আফ্রিকান দলও তারা।
ফ্রান্স কখনও মরক্কোর বিরুদ্ধে হারেনি
মরক্কোর বিরুদ্ধে একটি ম্যাচেও হারেনি ফরাসি দল। দুই দলের মধ্যে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে। এই সময়ে ফ্রান্স তিনটি জিতেছে এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। দুজনের শেষ দেখা হয়েছিল ২০০৭ সালে। সেইর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
দেখে নিন দুটো দলের লাইন আপ
মরক্কো: ইয়াসিন বাউনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, জাওয়াদ এল ইয়ামিক, নায়েফ আগুইর্ড, রোমেন সাইস (অধিনায়ক), নৌসাইর মাজরুই, সুফিয়ান আমরাবাত, হাকিম জিয়েচ, ইজেদিন ওনাহি, সুফিয়ান বোফাল, ইউসেফ এন-নাসিরি।ফ্রান্স: হুগো লরিস (গোলরক্ষক), জুলেস কন্ডে, রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে, থিও হার্নান্দেজ, আন্তোইন গ্রিজম্যান, অরেলিয়ান চৌমেনি, ইউসেফ ফোফানা, উসমানে দেম্বেলে, অলিভিয়ের গিরুদ, কিলিয়ান এমবাপে।
এমবাপে বনাম হাকিমি
ক্লাব ফুটবলে পিএসজির হয়ে দুজন খেলেন কাঁধে কাঁধ মিলিয়ে। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও মরক্কোর আশরাফ হাকিমির মধ্যে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্বও। তবে বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াই তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বিপক্ষ শিবিরে। আসছে মাঠের লড়াইয়ে তাই দুজনকে ভুলে যেতে হবে বাইরের সম্পর্কের কথা। লড়তে হবে দেশের স্বপ্ন পূরণের জন্য।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগত
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ০-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে মেসির আর্জেন্তিনা। এবার দেখার মেসিদের বিরুদ্ধে খেলতে কারা ফাইনালের টিকিট পাকা করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।