ইতিহাস বদলাতে পারলেন না রবার্ট লেওয়ানডোস্কিরা। আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের জয়ের রথ এগিয়ে নিয়ে গেল। পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে কোয়ার্টারে জায়গা পাকা করল ফ্রান্স।
আবারও কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স
পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল
গোল করলেন লেওয়ানডোস্কি
পেনাল্টি থেকে গোল করে পোল্যান্ডের হয়ে ব্যবধান কমালেন লেওয়ানডোস্কি।
গোললললল
আবার গোল। আবারও এমবাপের গোলে ব্যবধান বাড়িয়ে নিল ফ্রান্স। ৯০ মিনিটের খেলা শেষ হতেই অতিরিক্ত সময়ে গোল করলেন এমবাপে। ৩-০ এগিয়ে ফ্রান্স।
গোলললল..
ম্যাচের ৭৫ মিনিটে এমবাপের গোলে ২-০ করল ফ্রান্স। ডেম্বেলের অ্যাসিস্ট থেকে গোল করে দলে এগিয়ে দিলেন এমবাপে।
৬০ মিনিটের খেলা শেষ
এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। পোল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করছে, এদিকে ব্যবধান বাড়াতে চাইছে ফ্রান্সও। এখন দেখার শেষ ৩০ মিনিটে কী হয়?
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
প্রথমার্ধে এগিয়ে রয়েছে ফ্রান্স। তার মাঝেই শুরু হয়েগিয়েছে দ্বিতীয়ার্ধ। এখন দেখার শেষ ৪৫ মিনিটে ম্যাচের গতি কোন দিকে যায়।
প্রথমার্ধ শেষ
প্রথম ৪৫ মিনিটে দারুণ শুরু করেছিল ফ্রান্স। তবে ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলের মুখ খোলে তারা। এবং শেষ প্রযন্ত প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ১-০ এগিয়ে রয়েছে এমবাপেরা।
গোললললল
অলিভিয়ের জিরুড গোলে এগিয়ে গেল ফ্রান্স। ৪৪ মিনিটে এগিয়ে গেল ফ্রান্স। এই গোলের অ্যাসিস্ট করলেন এমবাপে।
পর্বত হয়ে দাঁড়িয়ে দুই দলের গোলরক্ষক
ওচেক সেজনি অর্থাৎ পোল্যান্ডের গোলরক্ষক একদিকে পর্বত হয়ে দাঁড়িয়ে অন্যদিকে ফ্রান্সের গোলরক্ষকও একই কাজ করছেন।
৩০ মিনিটের খেলা শেষ
৩০ মিনিটের খেলা শেষ, কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে বারবার আক্রমণ করে চলেছে ফ্রান্স। পোল্যান্ডের গোলের কাছে পৌঁছেও গোল পায়নি এমবাপেরা।
১২ মিনিট: পোল্যান্ড-০, ফ্রান্স-০
১০ মিনিটের খেলা শেষ, এখনও কোনও দল করতে পারেনি। তবে এখনও খেলায় নিজেদের দখল রেখেছে ফ্রান্স। বেশ কয়েকবার পোল্যান্ডের গোলের কাছে পৌঁছে গিয়েছিল ফ্রান্স।
শুরু হয়ে গেল খেলা
ফ্রান্স বনাম পোল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। চোখ থাকবে এমবাপে ও লেওয়ানডোস্কির দিকে। এখন দেখার এই ম্যাচে কারা জেতে। চোখ থাকবে ৯০ মিনিটে।
দেখে নিন কেমন দল নামাবে ফ্রান্স?
হুগো লরিস (অধিনায়ক), জুলেস কন্ডে, রাফায়েল ভারানে, ডেওট উপমেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়ান চৌমেনি, অ্যাড্রিয়েন রাবিওট, উসমান ডেম্বেলে, অ্যান্টোইন গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে, অলিভিয়ের গিরুড।
দেখে নিন কেমন দল নামাবে পোল্যান্ড?
ওচেক সেজনি (গোলরক্ষক), ম্যাটি ক্যাশ, কামিল গ্লিক, জ্যাকব কিভর, বার্তোস বেরেজিনস্কি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, জ্যাকুব কামিনস্কি, সেবাস্তিয়ান সেজাইমানস্কি, পিওর জিলিনস্কি, প্রজেমিস্লা ফ্রাঙ্কোস্কি, রবার্ট লেওয়ানডোস্কি (অধিনায়ক)।
এমবাপে বনাম লেওয়ানডোস্কি
কিছুক্ষণের মধ্যে ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, চোখ এমবাপে ও লেওয়ানডোস্কির দিকে। এখন দেখার এই ম্যাচে কারা এগিয়ে থাকে।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুর্দান্ত একটা লড়াই
নমস্কার, আমার HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে পোল্যান্ড। নবমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার দিকে নজর রয়েছে ফ্রান্সের। তারা সর্বশেষ ১৯৩৪ সালে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছিল। একই সময়ে, পোল্যান্ড ১৯৮২ সাল থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়নি। ইতিহাস বদলাতে হলে এবার লেওয়ানডোস্কিদের শক্তিশালী ফ্রান্সকে হারাতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।