ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপে দলের সেরা স্ট্রাইকারই ছিলেন কিলিয়ান এমবাপে। করেছিলেন প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল। বিশ্বকাপ জিতিয়েছিলেন পল পোগবা, অলিভার জিরুড, অ্যান্তোনিও গ্রিয়েজম্যানদের সঙ্গে নিয়ে। পরের বিশ্বকাপেও দুর্ধর্ষ পারফরমেন্স ছিল পিএসজির তৎকালীন স্ট্রাইকারের। কিন্তু এবার ফ্রান্স ফুটবলকে নিয়েই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন দলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার।
আরও পড়ুন-স্টার্কের বদলি হিসেবে কাকে টার্গেট করছে KKR! নজরে ভারতীয় তারকা! দৌড়ে কিউয়ি পেসারও…
কোচের সঙ্গে মতানৈক্য, দলের বাইরে এমবাপে-
ফ্রান্স ফুটবল দলের কোচের সঙ্গে দীর্ঘদিন ধরেই মতানৈক্য রয়েছে দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের। গত দুই বিশ্বকাপের অন্যতম সেরা নায়ক এমবাপে বিশ্বকাপ জিতিয়েছেন দেশকে ২০১৮ সালে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালেও তাঁর পারফরমেন্স ছিল চোখে লাগার মতো। সেই এমবাপেই কিনা এবার ফ্রান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন-কোচের সঙ্গে সম্পর্কের অবনতি! ফ্রান্স জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত এমবাপের…
ইউরো কাপেও ব্যর্থ এমবাপের ফ্রান্স-
দিদিয়ের দেশঁর সঙ্গে এমবাপের সম্পর্ক দীর্ঘদিনই ভালো নয়। ইউরো কাপে এবারে ফ্রান্সের পারফরমেন্স তেমন চোখে লাগার মতো ছিল না। নকআউটে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে দিলেও ফাইনালে উঠতে পারেনি এমবাপেরা। ফলে খালি হাতেই ফিরতে হয় গত দুবারের বিশ্বকাপ ফাইনালিস্টদের। এরপরই চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন ফরাসি তারকা।
রিয়াল মাদ্রিদের যোগদানের পরই ফর্মে পতন-
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তাঁর পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। এত তারকার ভিড়ে সেই চেনা এমবাপেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে উয়েফা নেশনস লিগের এক ম্যাচে থাইয়ের চোটের জন্য ফ্রান্সের জার্সি গায়ে খেলতে পারেননি এমবাপে। কিন্তু এবার ফ্রান্সের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে নাম রইল না এমবাপের। শক্তিশালী ইতালি এবং ইজরায়েলের বিপক্ষে ফ্রান্সের স্কোয়াডে ঠাই হল না তাঁর।
ফ্রান্সের হয়ে খেলতে চাইছেন না এমবাপে-
জানা গেছে এমবাপে নিজেই নাকি ফ্রান্সের জার্সিতে জাতীয় দলের হয়ে খেলতে চাইছেন না। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, যতদিন কোচের পদে বহাল থাকছেন দিদিয়ের দেশঁ, ততদিন তিনি আর ফ্রান্সের হয়ে খেলবেন না। স্রেফ একা এমবাপেই নন, তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন ফুটবলারও চাইছেন গত ১২ বছর ধরে ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দেশঁকে সরিয়ে দেওয়া হোক। পরিবর্তে জিনেদিন জিদানকে আনা হোক।
আরও পড়ুন-Video- অ্যাডাম জাম্পাকে জিজ্ঞাসা করে DRS নিলেন রিজওয়ান! হিরোগিরি দেখাতে গিয়ে বোকা বনলেন…
এমবাপের না খেলা সঙ্গে সুইডেনের ঘটনার সম্পর্ক নেই-
এদিকে কিলিয়ান এমবাপে কদিন আগেই ধর্ষণকাণ্ডে জড়িয়েছিলেন। যদিও তাঁর ইতালি এবং ইজরায়েল ম্যাচ থেকে বাদ পড়ার কারণ যে সেটা নয়, সেকথা পরিষ্কার করে দিয়েছেন ফ্রান্সের কোচ। দিদিয়ের দেশঁ জানিয়েছেন, ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপের না খেলার কারণ কোনও মাঠের বাইরে ঘটে যাওয়া বিষয়ের জন্য নয়। কারণ ওর বিরুদ্ধে দোষ প্রমাণ হয়নি।
এমবাপের পাশে আনসেলোত্তি-
এদিকে ফ্রান্সের তারকা স্ট্রাইকারের খারাপ পারফরমেন্সের মধ্যেও তাঁর পাশেই দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনসেলোত্তি। তাঁর কথায়, এখন একটু খারাপ সময় যাচ্ছে এমবাপের, কিন্তু তাই বলে ও একদম ছন্দের বাইরে চলে গেছে সেটা নয়। তবে ওর একটু সময় লাগবে ঘুরে দাঁড়াতে। অনেকগুলো সমস্যায় একসঙ্গেল জর্জরিত এমবাপে, এছাড়াও আনসেলোত্তি বলছেন, জাতীয় দলের কোচ ফ্রান্সের ফুটবলারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, সেটা তাঁদেরই ব্যাপার। এক্ষেত্রে তাঁর কিছু বলার নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।