আন্তর্জাতিক ফুটবলে বিদায় জানালেন ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান্তোনি গ্রিয়েজম্যান। সকলকে হতবাক করেই মাত্র ৩৩ বছর বয়সেই বিশ্বফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন দিদিয়ের দেশঁর দলের এই মিডিও। স্রেফ স্ট্রাইকার হিসেবেই নয়, দীর্ঘদিন ধরেই গ্রিজম্যান খেলছেন মাঝমাঠেও। নিজের কেরিয়ারের শুরুর দিকে স্ট্রাইকার হিসেবে খেললেও ২০১৮ বিশ্বকাপের সময় তাঁকে অন্যভাবে ব্যবহার করেছিলেন দিদিয়ের দেশঁ। এরপর থেকে তাঁর ফুটবল নতুন রুপ পায়।
আরও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের ম্যাজিকে সিরিজ জয়…
খেলেছেন বার্সেলোনায়। বর্তমানে খেলেন লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের। ক্লাব দলের প্রথম একাদশের নির্ভরযোগ্য ফুটবলার এই ফরাসি তারকা,তবে জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। যদিও ক্লাব ফুটবলে নিজের খেলা চাপিয়ে যাবেন এই ফরাসি প্লেমেকার। এক ভিডিয়ো বার্তায় নিজের অবসরের কথা ঘোষণা করে ফরাসি তারকা।
জাতীয় দলের জার্সিতে এই ফরাসি তারকা খেলেছেন ১৩৭টি ম্যাচ, করেছেন ৩৪ গোল। তবে তাঁর গোল করার থেকেও বেশি নৈপুন্য ছিল গোল করানোর ক্ষেত্রে। কারণ ফ্রান্স দলে দীর্ঘ কয়েকবছর ধরেই তিনি জিরুড এবং এমবাপের পিছনে খেলছিলেন প্লেমেয়ার রোলে। সেই জায়গায় মানিয়েও নিয়েছিলেন। তবে হঠাৎই আর আন্তর্জাতিক ফুটবল না খেলার সিদ্ধান্ত নিলেন তিনি।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ! আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
পল পোগবার নির্বাসনের পর থেকেই মাঝমাঠে তাঁর পজিশনে খেলে আসছিলেন গ্রিয়েজম্যান, তবে সতীর্থ পোগবাকে মিস করছিলেন। ২০১৮ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গ্রিয়েজম্যানের ভূমিকা ছিল অনস্বীকার্য, ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালেও তুলেছিলেন দলকে। তবে সেবার মেসি ম্যাজিকে আর বিশ্বকাপ জেতা হয়নি তাঁর।
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত…
চলতি বছরে ফ্রান্স ইউরো কাপে তেমন নজর কাড়তে পারেনি। ছিটকে গেছিল সেমিফাইনাল থেকেই। এরপর নেশনস লিগেও ইতালির কাছে শুরুতে ধাক্কা খেয়েছিল দিদিয়ের দেশঁর দল। তাই ফ্রান্সের খারাপ পারফরমেন্স এবং নিজের ওপর থেকে ওয়ার্ক লোড কমানোর জন্যেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন গ্রিয়েজম্যান। মেসি এই বয়সে এসে বিশ্বকাপ জিতলেও, এই বয়সে আন্তর্জাতিক ফুটবলকে অবসরের সিদ্ধান্ত নিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।