শুভব্রত মুখার্জি
ইজরায়েল বনাম প্যালেস্তাইনের বিবাদ চাক্ষুষ করেছে গোটা বিশ্ব। সমাজের বিভিন্ন স্তরে এই বিষয়ে প্রবলভাবে সমালোচিত হতে হয়েছে ইজরায়েলকে। এমন আবহে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার দাবি করেছিল ইজরায়েলের দেশের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম। তবে সম্প্রতি বার্সার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা জেরুজালেমে গিয়ে কোনও ম্যাচ খেলতে চায় না।
ফলে বাধ্য হয়েই ম্যাচটি বাতিল করা হয়েছে। ম্যাচটি জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ অগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই প্রীতি ম্যাচে হওয়ার কথা শুনে বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল প্যালেস্তিনিরা।
ক্লাব বেইতার জেরুজালেমের মালিক মোশে হগেগ বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে, ম্যাচটি আয়োজনের জন্য তাঁদের তরফে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছিল। বার্সার জেরুজালেমে না খেলার বিষয়টি অবশ্য বাস্মিত করেছে বেইতারের মালিককে। তাঁর করা ফেসবুক পোস্টের শেষ দিকে হগেগ লিখেন, ‘এই বিষয়টি নিয়ে গর্বিত যে আমি একজন ইহুদি, গর্বিত যে আমি একজন ইজরায়েলি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।