বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ATK MB-তে ভবিষ্যত অনিশ্চিত, বড় প্রস্তাব এফসি গোয়ার, ভাবনাচিন্তা করছেন রয় কৃষ্ণ

ATK MB-তে ভবিষ্যত অনিশ্চিত, বড় প্রস্তাব এফসি গোয়ার, ভাবনাচিন্তা করছেন রয় কৃষ্ণ

রয় কৃষ্ণ।

রয় কৃষ্ণকে বার্ষিক ২.২০ কোটি টাকার দীর্ঘমেয়াদী চুক্তি অফার দিয়েছে এফসি গোয়া। সূত্রের খবর, এই চুক্তি সম্পন্ন করতে বড় ভূমিকা নিয়েছেন এফসি গোয়ার প্রাক্তন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। ইতিমধ্যেই রয়ের স্ত্রী নাদিয়ার সঙ্গে কথা বলেছেন ক্লিফোর্ড ও এফসি গোয়ার কর্তারা।

২০২১-২২ মরশুমের শুরুতে রেকর্ড মূল্য তাঁকে সই করিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু বছর ঘোরার আগেই রয় কৃষ্ণের উপর থেকে মোহভঙ্গ হয়েছে সবুজ-মেরুন শিবিরের। আসলে ২০২০-২১ মরশুমে যে পারফরম্যান্স করেছিলেন কৃষ্ণ, তার ভিত্তিতেই এ বার তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সে ভাবে নজরই কাড়তে পারেননি ফিজির তারকা স্ট্রাইকার। পারফরম্যান্সও তলানিতে। সম্ভবত সে কারণেই পরের মরশুমে তাঁকে আর দলে রাখা হবে না।

আর সেটা বুঝতে পেরেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ফিজির তারকা স্ট্রাইকার। শোনা যাচ্ছে, দলের তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণকে বড় চুক্তির অফার দিয়েছে এফসি গোয়া। এবং এই প্রস্তাব পেয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন রয় কৃষ্ণ।

আরও পড়ুন: রয় কৃষ্ণ এবং তাঁর সঙ্গী উইলিয়ামসকে নতুন মরশুমে ছেড়ে দিতে চলেছে ATK MB

জানা গিয়েছে, রয় কৃষ্ণকে বার্ষিক ২.২০ কোটি টাকার দীর্ঘমেয়াদী চুক্তি অফার দিয়েছে এফসি গোয়া। সূত্রের খবর, এই চুক্তি সম্পন্ন করতে বড় ভূমিকা নিয়েছেন এফসি গোয়ার প্রাক্তন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। ইতিমধ্যেই রয়ের স্ত্রী নাদিয়ার সঙ্গে কথা বলেছেন ক্লিফোর্ড ও এফসি গোয়ার কর্তারা।

পারিবারিক সমস্যা ও চোটের জেরে এটিকে মোহনবাগানে ভালো জায়গায় নেই রয় কৃষ্ণ। গোকুলামের বিরুদ্ধে ম্যাচেও নিজের ছন্দে ছিলেন না। আনফিট মনে হয়েছিল তাঁকে। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত সবুজ-মেরুনের তরফে চুক্তি না বাড়াোয় রয় আগেভাগে ক্লাব বদলাতে চলেছেন বলে খবর।

বন্ধ করুন