বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Euro 2024: গোল বাতিল, বৃষ্টি-বজ্রপাতে খেলা বন্ধ, সব কিছু ছাপিয়ে ২-০ জিতে শেষ আটে জার্মানি, বিদায় নিল ডেনমার্ক

UEFA Euro 2024: গোল বাতিল, বৃষ্টি-বজ্রপাতে খেলা বন্ধ, সব কিছু ছাপিয়ে ২-০ জিতে শেষ আটে জার্মানি, বিদায় নিল ডেনমার্ক

গোল বাতিল, বৃষ্টি-বজ্রপাতে খেলা বন্ধ, সব কিছু ছাপিয়ে ২-০ জিতে শেষ আটে জার্মানি, বিদায় নিল ডেনমার্ক। ছবি: রয়টার্স

Germany vs Denmark, UEFA European Championship 2024: ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে জার্মানি। গোল ২টি করেন কাই হাভার্ৎজ এবং জামাল মুসিয়ালা। এদিকে বড় টুর্নামেন্টে এই নিয়ে টানা ৮ ম্যাচ জিততে ব্যর্থ ডেনমার্ক। এবার ইউরোয় কোনও ম্যাচ না জিতেই বাড়ি ফিরল তারা।

আক্রমণ, প্রতি আক্রমণ, গোল বাতিল, বৃষ্টি, বজ্রপাত- সব মিলিয়েই পরতে পরতে নাটক। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল জার্মানি। ডর্টমুন্ডে ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে জার্মানরা। গোল ২টি করেন কাই হাভার্ৎজ এবং জামাল মুসিয়ালা। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে।

এদিকে বড় টুর্নামেন্টে এই নিয়ে টানা ৮ ম্যাচ জিততে ব্যর্থ হল ডেনমার্ক। এবার ইউরোয় কোনও ম্যাচ না জিতেই বাড়ি ফিরতে হলো ড্যানিশদের। গ্রুপ লিগের ৩টি ম্যাচ ড্র করে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও, জার্মানির সামনে মুখ থুবড়ে পড়ল তারা।

আরও পড়ুন: ইউরোতে অঘটন, ইতালিকে ছিটকে দিয়ে ইতিহাস সুইৎজারল্যান্ডের, পৌঁছে গেল কোয়ার্টারে

জার্মানি শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল। ম্যাচের চার মিনিটের মাথায় জার্মানির একটি গোল বাতিলও হয়। সেট পিস থেকে গোল করেছিলেন নিকো শ্লটারবেক। তবে বার প্রযুক্তির সাহায্যে গোল বাতিল করেন রেফারি। তিনি জানান, গোলের আগে বক্সের মধ্যে ফাউল করেছেন কিমিচ। এর পর ১১ মিনিটের মাথায় কাই হাভার্ৎজের শট বাঁচান ড্যানিশ গোলকিপার ক্যাসপার স্কিমিশেল। ম্যাচের প্রথম ২০ মিনিট একতরফা আক্রমণ করে জার্মানি। এই সময় ডেনমার্কের গোলকিপার স্কিমিশেল অন্তত চার বার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। না হলে তখনই জার্মানির বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যেত। এর পর পাল্টা প্রতি আক্রমণে উঠে ২১ মিনিটের মাথায় ভালো সুযোগ পেয়ে গিয়েছিল ডেনমার্কও। তবে ক্রিশ্চিয়ান এরিকসেনের শট বাঁচান আন্তোনিয়ো রুডিগার।

আরও পড়ুন: ফের অঘটন ঘটাল ভেনিজুয়েলা, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেল, ছিটকে গেল জামাইকা

প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় তীব্র বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মূলত বজ্রপাতের জন্য ইংল্যান্ডের রেফারি মাইকেল অলিভার খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। প্রথমে খেলোয়াড়রা টানেলে অপেক্ষা করছিলেন। কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত না কমায়, সাজঘরে ফিরে যান দুই দলের প্লেয়াররা। আবহাওয়া একটু ভালো হলে প্রায় ২০ মিনিটেরও বেশি সময় পরে খেলা পুনরায় শুরু হয়। ম্যাচ শুরু হতেই হাভার্ৎজের দুরন্ত হেড সেভ করে নিশ্চিত গোল বাঁচান স্কিমিশেল। প্রথমার্ধের শেষ মিনিটে জার্মান গোলকিপার ম্যানুয়াল নয়্যারের বিচক্ষণতায় নিশ্চিত গোল পায়নি ডেনমার্ক। টমাস ডেলানির পাস থেকে নয়্যারকে একা পেয়েও গোল করতে পারেননি ডেনিশ ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দ।

প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বলের দখল রেখে ডেনমার্কের রক্ষণে ৩৪টি আক্রমণ করেছে জার্মানি। শট নিয়েছে ৮টি। ডেনমার্ক ১৭টি আক্রমণ থেকে শট নিয়েছে ৭টি। তবে গোলের মুখ খুলতে পারেননি কোনও দলই। বিরতিতে ফল ছিল গোলশূন্য।

আরও পড়ুন: জামাইকার বিরুদ্ধে কষ্টসাধ্য জয় দিয়ে অভিযান শুরু মেক্সিকোর, ১০ জনের ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের গোলে এগিয়ে গিয়েছেন ডেনমার্ক। কিন্তু অ্যান্ডারসেন অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি। এর তিন মিনিট পরেই ডেভিড রাউমের ক্রস হাতে লাগে অ্যান্ডারসেনের। ভাগ্যের পরিহাস বোধহয় একেই বলে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি হাভার্ৎজ। এখানেই বদলে যায় ম্যাচের রং। এর পর ১৫ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ায় জার্মানি। ৬৮ মিনিটে ২-০ করেন জামাল মুসিয়ালা। প্রতি আক্রমণ থেকে একক দক্ষতায় গোল করেন তিনি। প্রথম ম্যাচ থেকেই অসাধারণ পারফরম্যান্স করছেন এই তরুণ ফুটবলার। তিনিই এখন জার্মানির অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন। জার্মানির মতো দলের বিরুদ্ধে দু'গোলে পিছিয়ে পড়তে হলে, প্রতিপক্ষের ম্যাচে ফেরাটা কঠিন হয়ে পড়ে। ম্যাচটা এখানেই শেষ হয়ে যায়। ডেনমার্ক আর ঘুরে দাঁড়াতে পারেনি। নব্বই মিনিটের শেষে স্কোরলাইন বলছে, জার্মানি ২ ডেনমার্ক ০। বিদায় নিল ড্যানিশরা, শেষ আটে জার্মানরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.