বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > দল হারল সাত গোলে, নিজে দু'টি আত্মঘাতী গোল করেও বাহবা কোড়ালেন ঘানার ফুটবলার

দল হারল সাত গোলে, নিজে দু'টি আত্মঘাতী গোল করেও বাহবা কোড়ালেন ঘানার ফুটবলার

বিতর্কিত ফুটবলার হাশমিন মুসা। ছবি- টুইটার।

ঘটনার তদন্তে নেমেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।

ঘানার ঘরোয়া ফুটবল লিগে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। ঘানা প্রিমিয়ার লিগে আশান্তি গোল্ডের বিপক্ষে ইন্টার অ্যালাইজের ডিফেন্ডার হাশমিন মুসার জোড়া আত্মঘাতী গোলে বিস্মিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। এবার সেই গোলে যে তিনি স্বেচ্ছাকৃত করেছিলেন তা স্বীকার করে নিলেন মুসা।

১৭ জুলাই মরশুমের আগেই অবনমিত হয়ে যাওয়া ইন্টার অ্যালাইজ শেষ ম্যাচে ৫-০ গোলে হারছিল। সেই সময় বেঞ্চ থেকে পরিবর্তিত হিসাবে মাঠে নেমে জোড়া আত্মঘাতী গোল করেন মুসা। গোলের ধরন দেখেই সন্দেহ হয়েছিল। এবার সেই সন্দেহই সত্যি হল। মুসা স্বীকার করে নিয়েছেন যে তিনি গোল দু'টি স্বেচ্ছায় করেন। তবে তাঁর আসল উদ্দেশ্য ছিল ম্যাচের স্কোরলাইন ঘিরে যে বেট আগে থেকেই নির্ধারিত ছিল, তা পন্ড করা।

মুসা Kumasi FM-কে জানান, ‘আমি আমার হোটেলে শুনতে পাই যে আমাদের ইন্টার অ্যালাইজ দলের বিপক্ষে ৫-১ ম্যাচ হারার বেট আগে থেকেই নির্ধারিত করা হয়েছে। আমি সেই বেট পন্ড করার জন্যই আত্মঘাতী গোলগুলি করি, কারণ আমি বেটিং সমর্থন করি না। ম্যাচের পর পূর্ব নির্ধারিত বেট পন্ড করার জন্য টেকনিক্যাল দল আমার প্রশংসা করে।’ 

মুসা তাঁর কোচকে জানান তিনি যদি মুসাকে মাঠে নামান তাহলে বেটের নির্ধারিত স্কোর সে পন্ড্য করে দেবে। যেমন কথা তেমনই কাজ। মুসার দাবি যে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো নয়, তা আশান্তি গোল্ডের চতুর্থ গোলটি দেখলে সহজেই বোঝা যায়।

মুসা Kumasi FM-কে জানান, ‘আমি আমার হোটেলে শুনতে পাই যে আমাদের ইন্টার অ্যালাইজ দলের বিপক্ষে ৫-১ ম্যাচ হারার বেট আগে থেকেই নির্ধারিত করা হয়েছে। আমি সেই বেট পন্ড করার জন্যই আত্মঘাতী গোলগুলি করি, কারণ আমি বেটিং সমর্থন করি না। ম্যাচের পর পূর্ব নির্ধারিত বেট পন্ড করার জন্য টেকনিক্যাল দল আমার প্রশংসা করে।’ 

মুসা তাঁর কোচকে জানান তিনি যদি মুসাকে মাঠে নামান তাহলে বেটের নির্ধারিত স্কোর সে পন্ড্য করে দেবে। যেমন কথা তেমনই কাজ। মুসার দাবি যে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো নয়, তা আশান্তি গোল্ডের চতুর্থ গোলটি দেখলে সহজেই বোঝা যায়।|#+|

এই ঘটনার পরে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) পক্ষ থেকে জানানো হয় তারা পুরো বিষয়টির তদন্ত করছে। এক বিবৃতিতে জিএফএ বলে, ‘ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন তার সকল সদস্য এবং জনগণের উদ্দেশ্যে জানাতে চায় যে, অ্যাসোসিয়েশন ম্যাচউইক ৩৪-এ আশান্তি গোল্ড ও ইন্টার অ্যালাইজের মধ্যে লেন ক্লে স্টেডিয়ামে, শনিবার, ১৭ জুলাইয়ে খেলা ম্যাচের তদন্ত শুরু করেছে।’ এই ঘটনা আবারও একবার আফ্রিকান ফুটবলের অরাজকতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রেসক্রিপশন ছাড়া এমার্জেন্সি জন্মনিরোধক পিল আর নয়, কেন নিয়ন্ত্রণ চাইছে সরকার? পুজোয় রাত জেগে ঠাকুর দেখা? ব্যাগে রাখতেই হবে যেগুলি জুনিয়র ডাক্তারদের কর্মসূচির চাপে নড়ল টনক? অবশেষে সরকারের বার্তা অনশনকারীদের উঠে যাচ্ছে পদকের রঙ! প্যারিস অলিম্পিক্সের মেডেলের মান নিয়ে উঠল নতুন বিতর্ক হিরোর ভাই নয়, এবার লিড চরিত্রে উদয়! জি বাংলার পরিণীতার নায়িকা কে? বন্ধ হবে এই…. অস্থির সময়ে নারী নিগ্রহের গল্প দেখালেন গৌরব-সৃজা! রবি গানে সামাজিক বার্তা পুজোর পরেই ২ ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ষষ্ঠী-দশমীর মধ্যে কোন কোন জেলায় বেশি বৃষ্টি? মাঝ আকাশে বিমান, আচমকাই চালু বড়দের সিনেমা,যৌনতার ছড়াছড়ি, বন্ধও করা যাচ্ছিল না গোপনে খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতির দাবি, দশেরার পরই ইস্তফা দেবেন সিদ্দারামাইয়া! ১৪ অগস্টের রাতে আরজি করে হামলার ঘটনায় ধৃত ৫০ জনকে জামিন দিল শিয়ালদা আদালত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.