বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না- মেসির মায়ের বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনা

ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না- মেসির মায়ের বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্তিনা

মায়ের সঙ্গে মেসি

লিওনেল মেসির মাকে বলেন, ‘ও কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন‌্যায়বিচার দেবেন ঈশ্বর।’

তাঁর ছেলে মাঠে নামলেই স্টেডিয়ামে ভিড় উপচে পড়ে। তাঁর ছেলের পা ছুঁয়ে জালে বল ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা বিশ্ব। তিনি রত্নগর্ভা। তাঁর ছেলের ঘরে সাত-সাতটা ব্যালন ডি’অর। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নামার আগে সেই মায়ের গলায় ভেসে এল ছেলেকে নিয়ে কষ্টের কথা। যন্ত্রণার কথা। বিশাল প্রাসাদের ঠান্ডা ঘরের নরম বিছানায় শুয়েও রাতের পর রাত ঘুমোতে না পারার কথা। তিনি-সেলিয়া মারিয়া কুকসিটিনি। তিনি হলেন লিওনেল মেসির মা।

লিওনেল মেসির মাকে বলেন, ‘ও কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। একটা ম্যাচ জিততে, নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে নিজেকে কীভাবে নিংড়ে দিয়েছে তা বলতে গেলে আমায় সাহিত্যিক হতে হয়। আমি বিশ্বাস করি, ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন‌্যায়বিচার দেবেন ঈশ্বর।’

আরও পড়ুন… Pant gets angry ahead of IND vs NZ ODI: 'সাদা বলে আমার রেকর্ড মোটেও খারাপ নয়', রানের খরা নিয়ে প্রশ্ন শুনেই চটলেন পন্ত

বিশ্বের তামাম সব ট্রফি ঘরে তুললেও, ৫টা বিশ্বকাপ খেলার পরেও দেশকে ট্রফি এনে দিতে পারেননি লিও। এর জন্য বহু কথা শুনতে হয়েছে তাঁর ছেলেকে। সেই কষ্টের কথাই ভেসে উঠল এবার মেসির মায়ের কণ্ঠে। তিনি লিওর মা সেলিয়া মারিয়া কুকসিটিনি। একদিকে তাঁর ছেলে বিশ্বের সেরা, কিন্তু অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে ‘মেসি’ যেন এক ট্র্যাজিক হিরো।

মেসির মা জানালেন, এত সাফল্যের পরেও মেসিকে যন্ত্রণা দেয় বিশ্বকাপ ছুঁয়ে না দেখতে পারার। প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে, আরও ভালো পারফরম্যান্স দিতে রাত দিন এক করে দেন মেসি। এবার তাই শেষবেলায় মেসির মায়ের বিশ্বাস, ‘আমি বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন‌্যায়বিচার দেবেন ঈশ্বর।’

আরও পড়ুন… IND A vs BAN A: অভিমন্যু-যশস্বীর জোড়া শতরানে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাংলাদেশ-এ দলের

মেসির জীবন ঠিক যেন একটি মুদ্রার দু’টো দিক। যার একদিকে তিনি ফুটবল ঈশ্বর। ভিনগ্রহের ফুটবলার। সেরার সেরা। অন্যদিকে বিশ্বজয়ী না হতে পারায় তিনি ট্র্যাজিক হিরো। গত কয়েকদিন মেসির মা নাকি বারবার যিশুর কাছে মাথা নীচু করে লাগাতার প্রার্থনা করেছেন। অবশেষে মেক্সিকোর বিরুদ্ধে সাফল্য। 

সেলিয়ার বিশ্বাস ওচোয়াদের বিরুদ্ধে ওই জয়টাই হতে চলেছে মেসিদের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘অমন টাফ ফার্স্ট হাফের পর, যে খেলাটা সেদিন খেলল আমার ছেলেরা ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা পোল্যান্ডকে হারাবই। গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এই ভাবেই।’ রত্নগর্ভার ভবিষ্যৎবাণী যেন সত্যি হয় সেটা চাইছে গোটা আর্জেন্তিনার ভক্ত ও মেসির প্রেমীরা। বিশ্বজুড়ে এই স্বপ্নে দিন গুনছেন কোটি কোটি ফুটবলপ্রেমী। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু বেশি মাইনের আশায় PSU সংস্থার অফার ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা-IIT Mandi পুজোয় রসনা তৃপ্ত হোক দক্ষিণী স্টাইলের কাঁকড়া রোস্টে, রেঁধে ফেলুন এভাবে ICC Women's T20I Rankings: হরমনপ্রীতের লম্বা জাম্প, পিছিয়ে পড়লেন স্মৃতি-দীপ্তি পুজোয় অতিথিদের চমকে দিন চম্পারণ মটন রেঁধে, জমে উঠুক দুপুরের আহার আপনার সন্তানের IQ Level কতটা ভালো! জানতে পারবেন এই ৭ উপসর্গ দেখলেই দিল্লির প্রবাসী বাঙালি? রাজধানীতে আয়োজিত কোন কোন পুজো মিস করবেন না এবার ‘আমি……’, প্রথমবার মুখ খুলেই বিস্ফোরক RG করের অভিযুক্ত সঞ্জয়! চার্জ গঠন নভেম্বরে মাছির মস্তিষ্কের ম্যাপ দেখে মানবদের মাথায় কী চলে, বোঝার চেষ্টা বিজ্ঞানীদের অপেরা হাউস থেকে কিংকং! শ্রীরামপুরের পুজোগুলিতে কী কী চমক চলতি বছর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.