বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ওদের জন্য আলাদা প্রস্তুতি নিইনি- গ্রেগ স্টুয়ার্ট বোঝালেন এখন ইস্টবেঙ্গলকে নিয়ে বেশি ভাবে না মোহনবাগান

ওদের জন্য আলাদা প্রস্তুতি নিইনি- গ্রেগ স্টুয়ার্ট বোঝালেন এখন ইস্টবেঙ্গলকে নিয়ে বেশি ভাবে না মোহনবাগান

এখন ইস্টবেঙ্গলকে নিয়ে বেশি ভাবে না মোহনবাগান (ছবি-এক্স @mohunbagansg)

ইস্টবেঙ্গলকে নিয়ে মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট বলেন, ‘ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল। ওদের বেশ কয়েক জন ভালো ফুটবলার রয়েছে। দলটা এখন ছন্দে নেই। নতুন কোচ এসেছেন। সব কিছু ঠিক করতে হয়তো একটু সময় লাগবে। আশা করি ওরা দ্রুত চেনা মেজাজে ফিরবে।’

শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে জোড়া গোলে হারানোর আনন্দে ভেসে গিয়েছেন মোহনবাগান সমর্থকেরা। এই খুশি সবুজ-মেরুনের ফুটবলার থেকে স্প্যানিশ কোচ সকলের মুখেও দেখা গিয়েছে। তবে এই জয়ের পর গ্রেগ স্টুয়ার্ট উচ্ছ্বাসহীন। আসলে ইস্টবেঙ্গল ম্যাচ এখন মোহনবাগান ফুটবলারদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। টানা ন’টি ডার্বি অপরাজিত সবুজ-মেরুন শিবির। আটটিতেই জয় পেয়েছে তারা। ধারাবাহিক সাফল্যে লাল-হলুদ শিবিরকে আগের মতো আর বাড়তি সমীহ করেন না মোহনবাগান ফুটবলারেরা। সেই কারণেই ঘরের ডার্বি জিতেও গ্রেগ স্টুয়ার্ট উচ্ছ্বাসহীন।

শনিবার আইএসএল-এর চলতি মরশুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিতে ২-০-য় জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। ৪১ মিনিটে জেমি ম্যাকলারেন ও ৮৯ মিনিটে দিমিত্রিয়স পেত্রাতস পেনাল্টি থেকে করা গোলে দলকে জেতান। মহমেডান এসসি-কে যে রকম দাপুটে ফুটবল খেলে হারিয়েছিল তারা, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তেমনই আধিপত্য বিস্তার করে জেতে তারা। পরপর দু’টি কলকাতা ডার্বি জিতে আপাতত লিগ টেবিলের দু’নম্বরে জায়গা করে নিয়েছে গতবারের লিগশিল্ড জয়ীরা।

আরও পড়ুন… IND vs NZ: যে পায়ে সার্জারি হয়েছিল সেখানেই... পন্তকে নিয়ে আশার কথা শোনালেন না রোহিত

এই জয়ের পরে আনন্দের মধ্যেও বাস্তবের মাটিতে পা রেখে চলতে চান মোহনবাগান কোচ। ডার্বি জিতলেও নিজের দলের উন্নতি, চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতি শ্রদ্ধা এবং অবশ্যই তাদের চূড়ান্ত লক্ষ্য যে একেবারেই ভুলে যাননি তিনি, সেটাই বুঝিয়ে দেন আইএসএল জয়ী কোচ। এদিকে এই নিয়ে দু’টি ডার্বি খেলে ফেললেন মোহনবাগানের স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। দু’টিতেই জয়ের স্বাদ পেলেন তিনি।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বার বার জয়ের পরও স্টুয়ার্ট অবশ্য সৌজন্য বজায় রাখলেন। ম্যাচের পর গ্রেগ স্টুয়ার্ট বললেন, ‘এই ম্যাচ সব সময় আলাদা। ডার্বি জেতার অবশ্যই আলাদা আনন্দ রয়েছে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পেরে ভালো লাগছে। সমর্থকেরা সব সময় পাশে থাকেন। ওদের ধন্যবাদ।’ এরপর ইস্টবেঙ্গলকে নিয়ে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল। ওদের বেশ কয়েক জন ভালো ফুটবলার রয়েছে। দলটা এখন ছন্দে নেই। নতুন কোচ এসেছেন। সব কিছু ঠিক করতে হয়তো একটু সময় লাগবে। আশা করি ওরা দ্রুত চেনা মেজাজে ফিরবে।’

আরও পড়ুন… T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিটকে গেল সেমিতে

ডার্বি জয়ের পরে নিজেদের প্রস্তুতি নিয়ে গ্রেগ স্টুয়ার্ট আরও বললেন, ‘আমরা আলাদা কোনও প্রস্তুতি নিইনি। বাকি ম্যাচগুলির আগে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এই ম্যাচের আগেও তেমনই প্রস্তুতি নিয়েছি। আমরা সব সময় সেট পিসের উপর বাড়তি গুরুত্ব দিই। এ বারও একই রকম হয়েছে সব কিছু।’

এদিনের ম্যাচের পরে মোহবাগানের কোচ বলেন, ‘আজ আমি খুবই খুশি। আমি একজন কোচ, যে একটা ভালো দলের কয়েকজন ভালো খেলোয়াড়দের সঙ্গে কাজ করছে। শুরু থেকেই আমরা একসঙ্গে অনেক পরিশ্রম করছি। শুরু থেকেই বলে আসছি যে, আমাদের সময় দিতে হবে, সবাইকে ধৈর্য্য ধরতে হবে। একটা প্রক্রিয়ার জন্য সময় দিতে হয়। এখন মনে হচ্ছে সব কিছুই খুব ভালো হচ্ছে। তবে এখনও আরও উন্নতির জায়গা রয়েছে।’

আরও পড়ুন… IND vs NZ: কেন টস জিতে ব্যাটিং নিলেন? কেন কোহলি তিনে? প্রশ্নের উত্তর দিয়ে সব দায় নিজের কাঁধে তুলে নিলেন রোহিত

এদিন ইস্টবেঙ্গলের কোচ বলেন, ‘আমাদের দলে আক্রমণাত্মক মনোভাবের অভাব আছে, তীব্রতার অভাব আছে এবং মাঝেমধ্যে আমরা আক্রমণে ওঠায় ভুল করছি। মোহনবাগান এসজি আমাদের চেয়ে দক্ষতায় ও শারীরিকভাবে আমাদের চেয়ে এগিয়ে। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে, তাদের মধ্যে কয়েকজন ভারতীয় দলে খেলে। তীব্রতা বাড়ানোর জন্য আমাদের আরও কাজ করতে হবে, নয়তো প্রতি ম্যাচে আমাদের ৫-৬টি করে গোল করতে হবে, যা অসম্ভব। আমাদের দল পাঁচ ম্যাচে ১১টি গোল হজম করেছে এবং সবার আগে এই সমস্যার সমাধান করতে হবে। আমি সদ্য এসেছি। পুরো ব্যাপারটা বুঝে নিয়ে সব সামলানোর জন্য আমাকে সময় দিতেই হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ছক্কা মেরেই পরের বলে আউট শাহবাজ-করণ-ঋত্বিকরা, শামির ব্যাটে লড়াইয়ের রসদ বাংলার তুষারপাত শিমলায়! শেষ ৩ দশকে এত তাড়াতাড়ি হয়নি, দার্জিলিঙে কবে কবে বরফ পড়বে? IRCTC Down: অনলাইন টিকিটিং সেবা ব্যাহত, তুঙ্গে জল্পনা বিবাহ পঞ্চমীতে শ্রীরামকে নিবেদন করুন এই বিশেষ ভোগ, মিটবে দাম্পত্য সমস্যা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে চিনতে পারছেন জনপ্রিয় গায়িকাকে? ফাঁস হল আসল বয়স হিটিং রডের উপর জমেছে পুরু সাদা স্তর? এই ঘরোয়া উপায়েই হবে চকচকে নেশাখোরদের ভারতে ঢোকাচ্ছে ISI, জেলবন্দি জঙ্গিদের সন্ত্রাসবার্তা পাঠাতে নয়া কৌশল! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? সকালে ঘুম থেকে ওঠার পর এড়িয়ে যাবেন না এই ৫ কাজ, শরীর আর জীবন দুটোই বিগড়াবে মিটেছে দূরত্ব! ২য় সন্তানের পরিকল্পনা অভিষেক-ঐশ্বর্যর? লজ্জায় লাল বচ্চন-পুত্র

IPL 2025 News in Bangla

পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.