বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গুন্দোগানের জোড়া গোল, ম্যান ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয় ম্য়াঞ্চেস্টার সিটির

গুন্দোগানের জোড়া গোল, ম্যান ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয় ম্য়াঞ্চেস্টার সিটির

এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি।

এ বার ম্যাঞ্চেস্টার সিটির সামনে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি রয়েছে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই এই মরশুমে ট্রফি জয়ের হ্যাটট্রিক করবে সিটি।

প্রিমিয়ার লিগের পর এ বার এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতল সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারাল পেপ গুয়ার্দিওলার দল। সিটির দু’টি গোলই করেন ইকে গুন্দোগান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেস।

এফএ কাপ ফাইনালে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মধ্যেই গুন্দোগান এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। এটি এফএ কাপের ইতিহাসে দ্রুততম গোল। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।

সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগার থেকে বল পান আর্লিং হালান্ড। তিনি বলটি এগিয়ে দেন ইউনাইটেডের বক্সেক দিকে। তবে সেই বল নিয়ে বক্সের বাইরে কাড়াকাড়ি চলে ম্যান ইউনাইটেডের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ এবং সিটির কেভিন ডি' ব্রুইনের মধ্যে। সেখান থেকে বল যায় গুন্দোগানের কাছে। ডান পায়ের আউটস্টেপে বল জালে জড়াতে একেবারেই ভুল করেননি জার্মানির তারকা ফুটবলার। কিছুই করার ছিল না ইউনাইটেডের কিপার ডেভিড ডি' হেয়ার।

আরও পড়ুন: গত মরশুমের ভরাডুবির জের, কিরিয়াকু, লিমা, লালরিনজুয়ালা সহ ১১ জনকে ছাড়ল ইস্টবেঙ্গল

শুরুতে গোলটা নিঃসন্দেহে ধাক্কা ছিল, তবে হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা পাল্টা আক্রমণে চাপ তৈরি করতে থাকে। তবে সিটির রক্ষণ যেন চিনের প্রাচীর হয়ে উঠেছিল। কিছুতেই সেটা ভাঙতে পারছিল না ইউনাইটেড। তবে এর মাঝেই সিটিও কাউন্টার অ্যাটাকে উঠে দু’একটা সুযোগ তৈরি করে ফেলেছিল। তবে গোলের মুখ খোলেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই জ্যাক গ্রিলিশের ছোট্ট ভুলে চাপে পড়ে সিটি। ম্য়াচের ৩০ মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশ হ্যান্ডবল করে বসেন। পেনাল্টির দাবি করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। আর পেনাল্টি থেকে গোলশোধ করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস।

আরও পড়ুন: এ লিগের ফাইনালে ধামাকা মোহনবাগানে যোগ দিতে চলা জেসন কামিংসের, তাঁর হ্যাটট্রিকে শিরোপা জয় ক্লাবের

বিরতিতে খেলার ফল ছিল ১-১। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুরু হয় নতুন লড়াই। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যাঞ্চেস্টার সিটি। ফল পেতেও দেরী হয়নি। ৫১ মিনিটের মাথায় কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোগান। এটিও চমৎকার একটি গোল ছিল। ২-১ এগিয়ে যাওয়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় সিটি। ৭০ মিনিটে হ্যাটট্রিক করেও ফেলেছিলেন গুন্দোগান। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

এর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি। খেলার একেবারে শেষ মুহূর্তে মার্কাস র‌্যাশফোর্ডের একটি হেড বারে লেগে ফিরেও আসে। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ম্যান ইউনাইটেডকে।

এর আগে ২০১৮-১৯ মরশুমে শেষ বার এফ এ কাপের শিরোপা জিতেছিল সিটি। এ বার অবশ্য তাদের সামনে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি রয়েছে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই এই মরশুমে ট্রফি জয়ের হ্যাটট্রিক করবে ম্য়াঞ্চেস্টার সিটি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সীমান্তে কাঁটাতারে এবার বাধা এপারের গ্রামবাসীরাই, BSF-এর সঙ্গে কথা MLA-র ‘দিঘার জগন্নাথ মন্দির নিয়ে আর একটাও কথা বললে...’, শুভেন্দুকে হুঁশিয়ারি টানা ৪ ম্যাচে শতরান, লিস্ট এ-তে বিরল রেকর্ড করুণ নায়ারের চুপি চুপি থাকত… কারও সাথে তেমন কথা বলত না! সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি মলদ্বীপের নীল সাগরে 'লালপরী' তাহসানের কচি বউ! রোজার সঙ্গে আদরে মাখামাখি গায়কের কেউ পূণ্যের মোহে, কেউ ফ্রিতে 'সেবা’-আনলিমিটেড তরকারি, কীসের টানে গঙ্গাসাগর? যদি মহাকুম্ভে যাওয়া সম্ভব না হয়, পুণ্য-স্নানের জন্য বাড়িতে করুন এই প্রতিকার কেরলে ৬ বছর ধরে ৬০ জন ধর্ষণ করেছিল নাবালিকা ক্রীড়াবিদকে! পুলিশের জালে ২৮ নব নালন্দা স্কুলে দুর্ঘটনায় আহত একাধিক পড়ুয়া, একজনের মাথায় পড়ল ৪০টা সেলাই এটার জন্য সাত বছর অপেক্ষা করছি! শতরান ছাড়া আর কোন জিনিসের অপেক্ষায় ছিলেন জেমিমা

IPL 2025 News in Bangla

পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.