বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গুন্দোগানের জোড়া গোল, ম্যান ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয় ম্য়াঞ্চেস্টার সিটির

গুন্দোগানের জোড়া গোল, ম্যান ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয় ম্য়াঞ্চেস্টার সিটির

এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি।

এ বার ম্যাঞ্চেস্টার সিটির সামনে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি রয়েছে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই এই মরশুমে ট্রফি জয়ের হ্যাটট্রিক করবে সিটি।

প্রিমিয়ার লিগের পর এ বার এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতল সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারাল পেপ গুয়ার্দিওলার দল। সিটির দু’টি গোলই করেন ইকে গুন্দোগান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেস।

এফএ কাপ ফাইনালে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মধ্যেই গুন্দোগান এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। এটি এফএ কাপের ইতিহাসে দ্রুততম গোল। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।

সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগার থেকে বল পান আর্লিং হালান্ড। তিনি বলটি এগিয়ে দেন ইউনাইটেডের বক্সেক দিকে। তবে সেই বল নিয়ে বক্সের বাইরে কাড়াকাড়ি চলে ম্যান ইউনাইটেডের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ এবং সিটির কেভিন ডি' ব্রুইনের মধ্যে। সেখান থেকে বল যায় গুন্দোগানের কাছে। ডান পায়ের আউটস্টেপে বল জালে জড়াতে একেবারেই ভুল করেননি জার্মানির তারকা ফুটবলার। কিছুই করার ছিল না ইউনাইটেডের কিপার ডেভিড ডি' হেয়ার।

আরও পড়ুন: গত মরশুমের ভরাডুবির জের, কিরিয়াকু, লিমা, লালরিনজুয়ালা সহ ১১ জনকে ছাড়ল ইস্টবেঙ্গল

শুরুতে গোলটা নিঃসন্দেহে ধাক্কা ছিল, তবে হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা পাল্টা আক্রমণে চাপ তৈরি করতে থাকে। তবে সিটির রক্ষণ যেন চিনের প্রাচীর হয়ে উঠেছিল। কিছুতেই সেটা ভাঙতে পারছিল না ইউনাইটেড। তবে এর মাঝেই সিটিও কাউন্টার অ্যাটাকে উঠে দু’একটা সুযোগ তৈরি করে ফেলেছিল। তবে গোলের মুখ খোলেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই জ্যাক গ্রিলিশের ছোট্ট ভুলে চাপে পড়ে সিটি। ম্য়াচের ৩০ মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশ হ্যান্ডবল করে বসেন। পেনাল্টির দাবি করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। আর পেনাল্টি থেকে গোলশোধ করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস।

আরও পড়ুন: এ লিগের ফাইনালে ধামাকা মোহনবাগানে যোগ দিতে চলা জেসন কামিংসের, তাঁর হ্যাটট্রিকে শিরোপা জয় ক্লাবের

বিরতিতে খেলার ফল ছিল ১-১। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুরু হয় নতুন লড়াই। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যাঞ্চেস্টার সিটি। ফল পেতেও দেরী হয়নি। ৫১ মিনিটের মাথায় কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোগান। এটিও চমৎকার একটি গোল ছিল। ২-১ এগিয়ে যাওয়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় সিটি। ৭০ মিনিটে হ্যাটট্রিক করেও ফেলেছিলেন গুন্দোগান। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

এর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি। খেলার একেবারে শেষ মুহূর্তে মার্কাস র‌্যাশফোর্ডের একটি হেড বারে লেগে ফিরেও আসে। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ম্যান ইউনাইটেডকে।

এর আগে ২০১৮-১৯ মরশুমে শেষ বার এফ এ কাপের শিরোপা জিতেছিল সিটি। এ বার অবশ্য তাদের সামনে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি রয়েছে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই এই মরশুমে ট্রফি জয়ের হ্যাটট্রিক করবে ম্য়াঞ্চেস্টার সিটি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেনে নিন, আপনিও তোলাবাজি করেছেন,নির্বাচনী বন্ড নিয়ে রাহুলকে খোলা চ্যালেঞ্জ শাহের প্রবল তাপপ্রবাহের লাল সতর্কতা রবিতেও, মাত্র ৩ জেলায় হবে বৃষ্টি, কোথায় কোথায়? যদি সংবিধান বদলের ইচ্ছে থাকত…বিরোধীদের দাবি উড়িয়ে দিলেন শাহ ৮০ কোটির ফ্ল্যাট জলের দরে বউকে বিক্রি রাজ কুন্দ্রার! ED-র নজরে শিল্পা শেট্টিও মা মেয়ে দুজনেই দক্ষ অভিনেত্রী, আবার আছে কাপুর পরিবারের সঙ্গে যোগ, চিনতে পারলেন? IPL 2024-এ বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন! ১ নম্বরে আছেন মাহি, তালিকায় কারা রয়েছেন ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! ইউভানের ক্ষেত্রে একাজ করেন একদিনে! তবে ইয়ালিনির জন্য এখনও করলেন না রাজ-শুভশ্রী সাত দিনে ৩ বার TMCর হামলার মুখে অধীর, মমতাকে বললেন, রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন 'আরও রিসার্চ...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের

Latest IPL News

ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার ২৪.৫ কোটির স্টার্ককে ধর্তব্যে আনলেন না,বেয়ারস্টোর ফেভারিট তালিকায় ২ MI ক্রিকেটার কবে ঘোষিত হবে ভারতের T20 বিশ্বকাপের দল, কাদের জায়গা পাকা, মিলল বিরাট ইঙ্গিত মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.