শুভব্রত মুখার্জি:- স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনা। গত মরশুমটা তাদের খুব একটা ভালো কাটেনি। আর এরপরেই হঠাৎ করেই দলের কোচ জাভিকে বরখাস্ত করে তারা। এই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। আর এই বিতর্কের আবহেই এবার নয়া কোচের নাম ঘোষণা করল বার্সেলোনা ক্লাব। নয়া কোচ হিসেবে বার্সেলোনা দায়িত্ব দিল হ্যান্সি ফ্লিককে। আপাতত দুই বছরের চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে । বিষয়টি বুধবারেই নিশ্চিত করা হয়েছে ক্লাবের তরফে।বিশেষজ্ঞদের মতে এটা একপ্রকার নিশ্চিত ছিল।এবার যেটা বাকি ছিল সেই জিনিসটাও হয়ে গেল। ক্লাবের তরফে ফ্লিকের নামটি কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল।
আরও পড়ুন-ভারতীয় দলের জার্সিতে কামব্যাকের অনুভূতি আলাদা...মৃত্যুমুখ থেকে ফিরে এসে বললেন পন্ত
ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞ কোচ হ্যান্সি ফ্লিক। ইউরোপের ক্লাব ফুটবলের তাবড় তাবড় বড় নামের সঙ্গে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন কোচিং করিয়েছেন জার্মান চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখকে। সামলেছেন জার্মানির সিনিয়র ফুটবল দলের দায়িত্বও। আপাতত এই অভিজ্ঞ কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বার্সেলোনা ক্লাব। সম্প্রতি ক্লাব বরখাস্ত করেছে দলের প্রাক্তন ফুটবলার তথা প্রাক্তন স্প্যানিশ তারকা এবং কোচ জাভি হার্নান্দেজকে। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন ফ্লিক।
আরও পড়ুন-সাদা সিধে ছেলের পেটে এত কিছু...খেতে বসে গম্ভীরকে গার্লফ্রেন্ডের কথা বলেছিলেন কেন নারিন?
বার্সেলোনাতে কোচের পদে একেবারে নাটকীয় পালাবদল ঘটে গিয়েছে বলা যায়। গত শুক্রবার জাভিকে হঠাৎ করেই বরখাস্ত করে বার্সেলোনা। অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে খারাপ পারফরম্যান্সের কারণে জার্মানির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ফ্লিক।এরপর থেকে কোচিংয়ের বাইরেই ছিলেন ৫৯ বছর বয়সী ফ্লিক।এবার ফের নয়া অধ্যায় শুরু করবেন তিনি।
আরও পড়ুন-আগামী IPL-র নিলামের জন্য চ্যাম্পিয়ন হয়েও শান্তি নেই,ভাঙন রুখতে নয়া প্রস্তাব নাইট সিইওর
জার্মানিতে ফ্লিকের কোচিং কেরিয়ার শুরু হয়ছিল ভিক্টোরিয়া বামেন্টালের হয়ে। পরে হফেনহাইম এবং বায়ার্ন মিউনিখের দায়িত্ব সামলান তিনি। তাঁর হাত ধরেই ২০১৯-২০ মরশুমে ট্রেবল (বুন্ডেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছিল বায়ার্ন।২০২১ সালের জুলাইয়ে জার্মানির সিনিয়র দলের দায়িত্ব নেন তিনি। ২০২২ বিশ্বকাপে তাঁর প্রশিক্ষণে জার্মানি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। ফলে দায়িত্ব পাওয়ার কয়েক বছরের মধ্যেই চাকরি যায় ফ্লিকের।জাভির কোচিংয়ে বার্সা এবার মরশুম শেষ করে ট্রফিহীনভাবে। ফলে নয়া দায়িত্বে ফ্লিককে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা বলাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।