আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দল। ২০২০ সালে নেওয়া মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তিকরণের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, সেটা আজ বুঝতে পারছে সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের আবেগকে সম্মান দিয়ে ২ বছর আগেই এটিকে নাম ক্লাবের আগে থেকে সরিয়ে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর খেলার প্রতি সম্মান এবং ভালোবাসা থেকেই আজ মোহনবাগান এই সাফল্য পাচ্ছে। কারণ ফুটবলকে স্রেফ ব্যবসায়িক দিক থেকে দেখেননি তিনি।
জিততে জানেন সঞ্জীব গোয়েঙ্কা
মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং তাঁর ম্যানেজমেন্ট সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে যেমন জানেন, তেমনই টাকা খরচা করতেও পিছু পান হননা। সেটা ২৭ কোটিতে ঋষভ পন্তকে লখনউ সুপার জায়ান্টে হোক বা জেমি ম্যাকলারেনকে রেকর্ড অঙ্কে মোহনবাগানে আনা।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
বাস্তব রায় মন জিতেছেন নিজের কাজের মাধ্যমে
অবশ্য সঞ্জীব গোয়েঙ্কার মতোই আরও কয়েকজন রয়েছেন যারা মোহনবাগানের এই সাফল্যের কাণ্ডারি। হয়ত সামনে থেকে তাঁদের টিভির পর্যায় সব সময় দেখা যায়নি। কিন্তু তাঁরাও বাগান সারথী হোসে মোলিনাকে প্রত্যেক মূহূর্তে ফুটবলারদের পরিসংখ্যান, আপডেট তুলে ধরে সহায়তা করে গেছেন। যেমন বাস্তব রায়, যিনি এটিকে জমানাতেও দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। প্রো লাইসেন্স প্রাপ্ত এই কোচ মোহনবাগানের যুব দলের দায়িত্ব আগেই পেয়েছিলেন। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা তারই হাত ধরে এসেছে বাগানে। হাবাসের সঙ্গে কাজ করার পর এবার মোলিনার সঙ্গেও শিল্ড জিতলেন তিনি।
আড়ালে থেকেই কাজ করে যাচ্ছেন অভিনন্দন
আরেকজনের কথা না বললেই নয়, তিনি অভিনন্দন চট্টোপাধ্যায়। মোহনবাগানের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের আগেই মোহনবাগান ক্লাবের সঙ্গে তিনি জড়িত ছিলেন ফিজিও হিসেবে। আইলিগ, ফেডারেশন কাপ জিতেছেন বাগানের হয়ে। এরপর সুপার জায়ান্টের হয়ে তিনবার আইএসএলে ট্রফি জিতলেন।
বিশালের পিছনে রয়েছেন গোলরক্ষক কোচ-
মোহনবাগানের বাজপাখি বর্তমানে বিশাল কাইথ। আইএসএলের সেরা গোলরক্ষকও তিনি। গত দুবছরেই বিশাল দাপিয়ে বেড়িয়েছেন গোলের নিচে। কিন্তু বাগানের এই গোলরক্ষকের ভালো পারপরমেন্সের কারণ নিশ্চয় গোলরক্ষক কোচ ফ্রানসিসকো মার্টিনেজ, যিনি সব সময়ই ম্যাচের দিন মোলিনার ছায়াসঙ্গী হিসেবে থাকতেন। ফুটবলারদের ওয়ার্ম আপ করানো ছাড়াও দিতেই একাধিক পরামর্শ।
হাবাস-জুয়ানকে ভুলে গেলেও চলবে না-
এছাড়াও মোলিনার দুই সহকারী হিসেবে ফিটনেস কোচ সার্জিও গার্সিয়া এবং সহকারী কোচ ইগর তাসেভস্কির গুরুত্বও অপরিসিম। যদিও আজ তাঁরা দুজনেই নেই, কিন্তু মোহনবাগানের এই দল কিন্তু হঠাৎ তৈরি হয়নি। তাই অ্যান্তোনিও লোপেজ হাবাস বা জুয়ান ফেরান্দোকেও যদি কেউ আজকের দিনে ভুলে যান, তাহলে হয়ত তা ঠিক হবে না।কারণ আজকের লিস্টন মনবীর জুটি কিন্তু তাঁদের সময়ই ফুল ফুটিয়েছে। বুমোসকে সরিয়ে কাউকোকে এনে গতবার হাবাস নজর কেড়েছিলেন। তেমনই পেত্রাতোস প্রথম বাগানের হয়ে ফুল ফুটিয়েছিলেন আইএসএলে ২০২৩ সালে জুয়ানের সময়। ফলে মোহনবাগানের এই জয় নিশ্চিতভাবেই ধারাবাহিকভাবে ভালো প্ল্যানিং এবং তাঁর সঠিক বাস্তবায়নের ফল, তা বলাই যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।