সৌদি প্রো লিগে বড় ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। প্রো লিগে জয়ের হাতছানি থেকে আপাতত তাঁরা কিছুটা পিছিয়ে গেল। গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দী ক্লাব আল হিলালের বিপক্ষে জিততে পারল না রোাল্ডোর দল। ১-১ গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ল সিআরসেভেনের আল নাসের এবং আল হিলাল। ম্যাচে রোনাল্ডোকে নিয়ে কটুক্তি করলেন আল হিলালের সমর্থকরা।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার বিপদে ভারত…ভিডিয়ো
রোনাল্ডোকে খোঁচা আল হিলাল সমর্থকদের-
সৌদি প্রো লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের বিরুদ্ধে আল হিলাল ক্লাবের খেলা চলাকালীন, পর্তুগিজ সুপারস্টারকে রাগানোর চেষ্টা করল প্রতিপক্ষ দল আল হিলালের সমর্থকরা। রোনাল্ডোকে ইচ্ছাকৃতভাবে মেসির নামে স্লোগান দিয়ে রাগানোর চেষ্টা করল তাঁরা। যদিও তাতে সিআরসেভেন তেমনভাবে রিয়্যাক্ট করেননি। বরং তাঁদের থাম্বস আপ দেখান সিআরসেভেন।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
মেসির নাম শুনে থাম্বস আপ দেখালেন সিআরসেভেন-
বিশ্বফুটবলের এখনও আলোচনার কেন্দ্র বিন্দুতেই থাকেন আর্জেন্তাইন লিওনেল মেসি এবং পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের ক্লাব ছেড়ে এখন তাঁরা বিশ্বের দুই প্রান্তে। সৌদিতে খেলছেন রোনাল্ডো, মার্কিন মুকুলে খেলছেন মেসি। সেভাবে দুই মহাতারকার আর দেখা হয়না। ফলে রোনাল্ডো-মেসিভক্তরাও দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হন। তবে সুযোগ পেলেই রোনাল্ডোকে মেসির নাম করে কটুক্তি করার চেষ্টা করেন সৌদির সমর্থকদের একাংশ।
আল নাসেরকে এগিয়ে দেন তালিসকা-
আল হিলালের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে গেছিল আল হিলাল। ওটাভিওর পাস থেকে গোল করে যান ব্রাজিলিয়ান ফুটবলার তালিসকা। ৩৮ মিনিটে কালিদু কুলাবালির পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করে যান অ্যালেক্সান্ডার মিত্রোভিচ। কিন্তু সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। প্রথমার্ধে রোনাল্ডো কয়েকটা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
৭৭ মিনিটে গোল পরিশোধ মিলিঙ্কোভিচের-
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় আল হিলাল। ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের ফুটবলার আল দাওসারির শট বারে লেগে প্রতিহত হয় ৬৪ মিনিটে। এরপর ৭৭ মিনিটে সমতায় ফেরে আল হিলাল। লোদির ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান সার্গেজ মিলিঙ্কোভিচ। ম্যাচের শেষদিকে পেনাল্টির আবেদন জানিয়েছিল আল হিলাল, যদিও রেফারি তা নাচক করে দেন।
মেসির নাম শুনে হাসলেন রোনাল্ডো-
প্রসঙ্গত ম্যাচ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যখন বু করা হচ্ছিল আল হিলাল সমর্থকদের তরফে, তখন রোনাল্ডো বিরক্ত হয়েছিলেন বটে। কিন্তু তাঁর রাগে বহিঃপ্রকাশ তিনি দেখান অন্যভাবে। তিনি প্রতিপক্ষ দলের সমর্থকদের হাসি মুখেই থাম্বস আপ দেখান। এরপর কিছুক্ষণ পর সমর্থকরা চুপ করে যান। একঝলকে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।