বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > HFC vs ATKMB: হায়দরাবাদে বাগানের ত্রাতা বিশাল, যুবভারতীতে অ্যাডভান্টেজে মেরিনার্স
হায়দরাবাদে প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হল।

HFC vs ATKMB: হায়দরাবাদে বাগানের ত্রাতা বিশাল, যুবভারতীতে অ্যাডভান্টেজে মেরিনার্স

বাগান রক্ষণের শেষ প্রহরী বিশালই এ দিন রক্ষা করলেন পেত্রাতোসদের। তিনি কয়েকটি ভালো সেভ না করলে, কপালে দুঃখ ছিল সবুজ-মেরুনের। তবে দ্বিতীয় লেগের ম্যাচ ঘরের মাঠ খেলবে মোহনবাগান। য়ে কারণে সেমির প্রথম লেগে হায়দরাবাদে ড্র হওয়ায়, দ্বিতীয় লেগে অ্যাডভান্টেজে থাকবে ফেরান্দো ব্রিগেড।

মোহনবাগান হায়দরাবাদে ম্যাচ ড্র করলেও হতাশাজনক ফুটবল খেলেছে। দ্বিতীয় লেগে তাদের কতকগুলি বিষয় চিন্তায় রাখবে:

১) বাগানের পজিটিভ স্ট্রাইকারের অভাব। যেটা মরশুমের শুরু থেকেই চাপে রেখেছে সবুজ-মেরুনকে।

২) যে ভাবে উইং দিয়ে হায়দরাবাদ আক্রমণের ঝড় তুলেছে, সেটাও কিন্তু খুব ভালো বিষয় নয়। সেই আক্রমণ বাগান রুখতে পারেনি।

৩) মোহনবাগানের মধ্যে ম্যাচ জয়ের মরিয়া ভাবটা অনন্ত প্রথম লেগে একেবারেই দেখা যায়নি। তারা ডিফেন্সিভ মানসিকতা নিয়ে খেলেছিল। এটা যদি ঘরের মাঠেও বজায় থাকে, তবে সেটা চাপের হবে।

৪) সবুজ-মেরুনকে মারাত্মক ছন্নছাড়া লেগেছে। এ ভাবে যুবভারতীতে খেললে নিঃসন্দেহে কপালে শনি নাচছে। 

09 Mar 2023, 09:31:28 PM IST

ম্যাচের ফল গোলশূন্য ড্র

হায়দরাবাদ ভালো খেলেও গোলের মুখ খুলতে পারেনি। এ দিন বাগানের ত্রাতা হয়েছিলেন বিশাল কাইথ। তা না হলে সবুজ-মেরুনের কপালে দুঃখ ছিল। বাগান মোটেও এ দিন নজর কাড়তে পারেনি। তবে ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাডভান্টেজ থাকবে বাগানের। 

09 Mar 2023, 09:23:07 PM IST

নির্দিষ্ট সময়ে খেলার ফল গোলশূন্য

নির্দিষ্ট ৯০ মিনিটে খেলার ফল গোলশূন্যই থাকল। ৫ মিনিট ইনজুরি টাইমের খেলা চলছে। এই ম্যাচ ড্র হলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাডভান্টেজে থাকবে মোহনবাগান।

09 Mar 2023, 09:18:00 PM IST

জোড়া পরিবর্তন হায়দরাবাদের

৮৫ মিনিটে মহম্মদ ইয়াসিরের জায়গায় আব্দুল আঞ্জুকান্দন নেমেছেন। সাহিল তাভোরার জায়গায় মাঠে এলেন হিতেশ শর্মা

09 Mar 2023, 09:09:11 PM IST

এখনও ম্যাচের ফল গোলশূন্য

৭৫ মিনিট পার হয়ে গিয়েছে। এখনও ম্যাচের ফল গোলশূন্য। কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। মোহনবাগান সেই অর্থে ২টি ভালো সুযোগ পেয়েছিল। গোল করতে ব্যর্থ হয়। আর হায়দরাবাদ বহু সুযোগ তৈরি করেছিল। কিন্তু বিশালের গ্লাভস, এবং হায়দরাবাদের ভুলে গোল এখনও হয়নি।

09 Mar 2023, 09:05:05 PM IST

হায়দরাবাদের জোড়া পরিবর্তন

৭৩ মিনিটে জোয়েলের জায়গায় নামলেন জোয়াও ভিক্টর। হলিচরণের জায়গায় নামলেন রোহিত দানু।

09 Mar 2023, 09:03:43 PM IST

বাগানের জোড়া পরিবর্তন

৬৬ মিনিটে জোড়া পরিবর্তন করল মোহনবাগান। হুগোর জায়গায় নামলেন গালেগো। লালথাঙ্গা জায়গায় নামলেন লালরিনলিয়ানার।

09 Mar 2023, 08:52:53 PM IST

হায়দরাবাদের পরিবর্তন

৫৯ মিনিটে জেভিয়ারকে তুলে ওগবেচেকে নামাল হায়দরাবাদ। আরও চাপ বাড়ল বাগানের।

09 Mar 2023, 08:49:29 PM IST

ইয়াসিরের গোল মিস

৫৫ মিনিটে ইয়াসির প্রায় গোল করে ফেলেছিলেন। পোস্টে লেগে বল ফিরে আসে। এটা গোল হলে বাগান আরও চাপে পড়ত। এমনিতেই তারা দ্বিতীয়ার্ধে চাপ নিজেদের ঘাড়ে নিয়ে রেখেছে। তার উপর হায়দরাবাদ আক্রমণের ঝাঁজ দ্বিতীয়ার্ধেও বজায় রাখায়, চার গুণ বেড়ে গিয়েছে।

09 Mar 2023, 08:40:07 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

দ্বিতীয়ার্ধের মোহনবাগান যদি নিজেদের খেলায় পরিবর্তন না আনেন, তবে কিন্তু ডুবতে হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দেখতে হবে, তারা জয় পায় কিনা!

09 Mar 2023, 08:39:10 PM IST

বিরতিতে খেলার ফল গোলশূন্য

বিরতির আগে বিশালই ত্রাতা হয়ে উঠেছিলেন। তার জন্যই ম্যাচের ফল প্রথমার্ধে গোলশূন্য রয়েছে। তা না হলে কপালে দুঃখ ছিল বাগানের। সবুজ-মেরুনকে দেখে মনে হচ্ছে না, তারা জেতার জন্য খেলছে। দেখে মনে হচ্ছে, তারা কোনও মতে ড্র করতে চায়। তবে এই ভাবনা নিয়ে খেললে আখেরে চাপে পড়বে ফেরান্দোর টিমই।

09 Mar 2023, 08:19:34 PM IST

প্রথমার্ধে ২ মিনিট ইনজুরি টাইম

প্রথমার্ধে নির্দিষ্ট সময়ের খেলা শেষ। ২ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছে। বিরতির আগে মোটেও ভালো খেলতে পারেনি বাগান। শেষের দিকে এক-আধটা মুভ ছাড়া আলাদা করে কিছু চোখে পড়েনি। বরং হায়দরাবাদ দুরন্ত ফুটবল খেলে। তবে বিশাল কাইথের গ্লাভসে আটকে যায় তারা।

09 Mar 2023, 08:15:05 PM IST

বাগান প্রথম গোলের সুযোগ পেয়েও মিস করল

৩৭ মিনিটে দিমিত্রি পেত্রাতোস ফ্রি-কিক থেকে প্লেটে সাজিয়ে বল বাড়িয়েছিল। বলটি সুন্দর ভাবে নামানো হলেও মিস করেন প্রীতম। সহজতম সুযোগ নষ্ট বাগানের। এটি গোল হলে মোহনবাগান ১-০ এগিয়ে যেতে পারত। বড় সুযোগ নষ্ট বাগানের।

09 Mar 2023, 08:10:07 PM IST

অনবদ্য বিশাল, ম্যাচের ফল এখনও গোলশূন্য

৩০ মিনিট পার। হায়দরাবাদ আক্রমণের ঝড় তুলেছে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। বিশাল কাইথও দুরন্ত খেলছে। বাগানের শেষ প্রহরীই এখন ত্রাতা। ৩৫ মিনিটেই একটি গোলের সুযোগ তৈরি হয়েছিল। বিশাল না থাকলে নিশ্চিত গোল ছিল।

09 Mar 2023, 07:56:53 PM IST

এখনও কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়নি বাগানকে

২০ মিনিট- মোহনবাগান যেন বড় বেশি ছন্নছাড়া। তাদের দেখে মনে হচ্ছে না, কোনও প্ল্যান-এ, বি, সি, ডি রয়েছে। একেবারে ছন্নছাড়া ফুটবল। হুগো, পেত্রাতোস, মনবীরদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।হায়দরাবাদ বরং অনেক গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলছে। আক্রমণে আক্রমণে বাগানের রক্ষণের নাভিশ্বাস তুলে দিয়েছে। কোনও চাপ ছাড়াই অনায়াস উইং দিয়ে আক্রমণে উঠছে হায়দরাবাদ। এ ভাবে চললে কিন্তু যে কোনও মুহূর্তে গোল খেয়ে যেতে পারে মোহনবাগান।

09 Mar 2023, 07:48:56 PM IST

বিশালের দুরন্ত সেভ

১১ মিনিট- খেলার বয়স ১০ মিনিট পার হয়ে গিয়েছে। সমানে হায়দরাবাদ চাপ বাড়াচ্ছে বাগানের উপর। উইং দিয়ে হুহু করে আক্রমণে উঠঠছে হায়দরাবাদ। জেভিয়ার সিভেরিও-র একটি নিশ্চিত গোল বাঁচান বিশাল কাইথ। তিনি যেন বাগানের তিনকাঠির নীচে ত্রাতা হয়ে উঠেছে। বাগানের ডিফেন্সকে বেশ বেকায়দায় ফেলেছে হায়দরাবাদ। তবে বাগানের অতিরিক্ত মানসিকতাই কিন্তু তাদের চাপে ফেলেছে।

09 Mar 2023, 07:40:53 PM IST

বাগানের মরিয়া ভাব নেই

৫ মিনিট- সবে খেলা শুরু হয়েছে। কিন্তু মোহনবাগানের মধ্যে সেই মরিয়া ভাব নেই। তারা সম্ভবত হায়দরাবাদের ভুলের জন্য অপেক্ষা করছে। তবে হায়দরাবাদ অনেক বেশি চনমনে।

09 Mar 2023, 07:34:52 PM IST

খেলা শুরু

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে মরিয়া বাগান ব্রিগেড। গত বারের সেমিতে হারের যন্ত্রণা বুকে নিয়ে আজ খেলতে নেমেছে জুয়ান ফেরান্দোর টিম।

09 Mar 2023, 07:23:52 PM IST

দুই দলের একাদশ

09 Mar 2023, 07:21:53 PM IST

দ্বৈরথের ইতিহাস

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট আট বার। তার মধ্যে তিনটি ম্যাচ ড্র হয়েছে। তিন বার জেতে এটিকে মোহনবাগান এবং দু’টি ম্যাচে হায়দরাবাদ এফসি। এ বারের লিগে প্রথমে জেতে এটিকে মোহনবাগান, পরে তার বদলা নিয়ে নেয় হায়দরাবাদ এফসি। দুই ম্যাচেই ফল হয় ১-০। দুই দলের ম্যাচে এখনও পর্যন্ত মোট ২০টি গোল হয়েছে। দশটি করে গোল করেছে দুই দলই। এ বার প্রথম লিগে ১১ মিনিটের মাথায় হুগো বৌমাসের গোলে জেতে এটিকে মোহনবাগান। গত মাসে ওগবেচের গোলে যেতে হায়দরাবাদ এফসি।

09 Mar 2023, 07:20:34 PM IST

বাগানের দুর্বলতা

দু'টি জায়গায় হোঁচট খেতে পারে জুয়ান ফেরান্দোর টিম। এক) আশিক কুরুনিয়ানের চোট এবং লিস্টন কোলাসোর ফর্মে না থাকা এবং দুই) বাগানের অ্যাওয়ে রেকর্ড।প্রসঙ্গত, গত ম্যাচে আশিক গোড়ালিতে যে গুরুতর চোট পান, সেই চোট নিয়ে বৃহস্পতিবার তাঁর খেলতে পারার সম্ভাবনা বেশ কম। তাঁর জায়গায় হয়তো লিস্টন কোলাসোকে নামাতে বাধ্য হবেন দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু তিনি যেন গোল করতেই ভুলে গিয়েছেন।একই রোগে আক্রান্ত ছিলেন মনবীর সিংও। তিনি নিজেকে কিছুটা হলেও শুধরেছেন। গোল করতে না পারুন, গোলে সাহায্য করছেন। পরপর দু'টি ম্যাচে যে ভাবে ব্যাকহিল করে গোল করিয়েছেন, তার প্রশংসা করতেই হবে। কিন্তু লিগ শেষ হতে চলল, লিস্টন কোলাসো কিছুতেই নিজেকে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারছেন না।এ ছাড়া সবুজ-মেরুন শিবিরের অ্যাওয়ে রেকর্ড এ বার বেশ খারাপ। প্রতিপক্ষের পাড়ায় গিয়ে দশটি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র তিনটিতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুতে গিয়ে তাদের হারিয়ে আসার পর কলকাতার বাইরে আর কোনও অ্যাওয়ে ম্যাচ জিততে পারেননি বৌমাসরা। আবার হায়দরাবাদ এ বার তাদের ঘরের মাঠে মাত্র দু'টি ম্যাচ হেরেছে। কলকাতার বাইরে গিয়ে এটিকে মোহনবাগানের সাফল্যের হার যখন এ রকম এবং ঘরের মাঠে হায়দরাবাদ যখন এতটাই অপ্রতিরোধ্য, তখন আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোটা মোটেও সহজ কাজ হবে না।

09 Mar 2023, 07:13:41 PM IST

দুই দলের হাল

এটিকে মোহনবাগান তাদের শেষ তিনটি ম্যাচই জিতেছে। আর হায়দরাবাদ শেষ পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দু’টিতে। লিগের শেষ পর্যায়ে তারা হারে ওড়িশা এফসি, জামশেদপুর এফসি-র কাছে। ড্র করে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। হারায় এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সকে।অন্য দিকে, ইস্টবেঙ্গল এফসি, কেরালা ব্লাস্টার্সের পরে প্লে অফের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে হারায় এটিকে মোহনবাগান। অর্থাৎ কলকাতার দল হায়দরাবাদের দলের চেয়ে কিছুটা হলেও ভালো ছন্দে রয়েছে। সেই ছন্দ তারা যদি বজায় রাখতে পারে, তা হলে বৃহস্পতিবার জিএমসি বালাযোগী স্টেডিয়ামে হায়দরাবাদকে ছেড়ে কথা বলবে না। বিশেষ করে হুগো বৌমাস, দিমিত্রি পেত্রাতোস, কার্ল ম্যাকহিউরা যে রকম ফর্মে রয়েছেন, তাতে বাগান সমর্থকেরা আশার আলো দেখতেই পারেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রিপোর্ট: বাস্কেটবল প্রশিক্ষণ নিচ্ছেন, ‘জিগরা’র জন্য আর কী কী করছেন আলিয়া ‘‌নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করছে না’‌, ভেটাগুড়ির হামলায় সুর চড়ালেন উদয়ন স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল ৫০ কোটির গণ্ডি পার অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর, ৮দিনে কী হাল অজয়ের ময়দানের মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল IPL-এর ৫০ ম্যাচে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি উইকেট, চাহালদের রেকর্ড ভাঙলেন খলিল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল হচ্ছে স্মৃতিভ্রম, কোমরে অপরাশেন, ১০ দিন ধরে হাসপাতালে ঋতাভরীর বাবা উৎপলেন্দু

Latest IPL News

স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.