একদিকে এটিকে মোহনবাগান যখন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-২ ড্র করে কিছুটা চাপে, সেই সময় প্রথম বার এফসি গোয়াকে হারিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলল হায়দরাবাদ এফসি। শনিবাক ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে ৩-২ জয় পেল আইএসএলের ফার্স্টবয়রা। সেই সঙ্গে জোড়া গোল করে ফের আইএসএল তালিকার সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়ে ফেলল বার্থোলোমিউ ওগবেচে।
সুনীল ছেত্রীর আইএসএলে গোলসংখ্যা এখন ৫০। আর শনিবার সুনীলের ৫০ গোলের রেকর্ড ভেঙে দেন ওগবেচে। তাঁর গোলসংখ্যা এখন ৫১।
এ দিন ম্যাচের ২৫ মিনিটে বার্থোলোমিউ ওগবেচের গোলে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ। ৩৫ মিনিটে জর্জ অর্টিজের গোলে সমতা ফেরায় এফসি গোয়া। কিন্তু ৪১ মিনিটে ফের হায়দরাবাদকে এগিয়ে দেন ওগবেচে। প্রথমার্ধে খেলার ফল ছিল ২-১। এ দিনের ম্যাচে শুরুটা গোয়া ভালোই করেছিল। কিন্তু ওগবেচের দু'টি গোলই পার্থক্য গড়ে দেয়।
চলতি আইএসএলে ওগবেচেই সর্বাধিক গোলদাতা, এদিনের জোড়া গোলের সৌজন্যে ওগবেচের গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫। তাঁর পরে রয়েছেন ইগর আঙ্গুলো, তিনি ১০টি গোল করেছেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও হায়দরাবাদের দাপট ছিল। ৭০ মিনিটে ব্যবধান বাড়ান জোয়াও ভিক্টর। তবে মিনিট তিনেক পর দেবেন্দ্র মুরগাঁওকরের অনবদ্য হেডারে ২-৩ করে গোয়া। তবে ম্যাচের শেষ পর্যন্ত সমতা ফেরানোর লড়াই চালিয়েও কোনও লাভ হয়নি। আর গোলের মুখ খুলতে পারেনি ডেরেক পেরেরার টিম।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার শীর্ষস্থানই ধরে রাখল হায়দরাবাদ। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে এফসি গোয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।