বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ‘চোট-আঘাত, অসুস্থতা সত্ত্বেও ফুটবলারদের খেলায় খুশি’, ড্র করার পরেও দাবি ATK MB কোচের

‘চোট-আঘাত, অসুস্থতা সত্ত্বেও ফুটবলারদের খেলায় খুশি’, ড্র করার পরেও দাবি ATK MB কোচের

জুয়ান ফেরান্দো।

মুম্বই কাঁটা পুরো উপড়ে ফেলতে পারল না এটিকে মোহনবাগান। না হারলেও আত্মঘাতী গোল করে ১-১ ফলেই সন্তুষ্ট থাকতে হল সবুজ-মেরুনকে। দল ম্যাচ ড্র করে মাঠ ছাড়লেও এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো অবশ্য অখুশি নন। তাঁর মতে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল, তার প্রেক্ষিতে অখুশি হওয়ার মতো ফল হয়নি।

ডার্বিতে দাপটের সঙ্গে জেতার পরের ম্যাচেই ছন্দে না থাকা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফের আটকে গেল এটিকে মোহনবাগান। হারতে না হলেও, মুম্বই কাঁটা তারা পুরো উপড়ে ফেলতে পারল না। আত্মঘাতী গোল করে ১-১ ফলেই সন্তুষ্ট থাকতে হল সবুজ-মেরুনকে। দল ম্যাচ ড্র করে মাঠ ছাড়লেও এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো অখুশি নন। তাঁর মতে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল, তার প্রেক্ষিতে অখুশি হওয়ার মতো ফল হয়নি। 

বৃহস্পতিবার ম্যাচের পর ফেরান্দো যা বললেন:

দুর্ভাগ্য জয়টা পেল না টিম। আত্মঘাতী গোলই কি ম্যাচে আপনাদের দুর্ভাগ্য ডেকে আনল?

আজ আমাদের অনেক সমস্যা ছিল। প্রচুর সুযোগ তৈরি করা সত্ত্বেও তিন পয়েন্ট না পাওয়াটাই তো বড় সমস্যা। একটা নিজ গোল হয়েছে ঠিকই। কিন্তু আজ জেতার অনেক সুযোগ পেয়েছিলাম আমরা।

কোন কোন জায়গায় আরও ভালো খেলা উচিত ছিল এটিকে মোহনবাগানের?

সময়টা এমন খারাপ যাচ্ছে যে একটা ভাল দল গড়াই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সব দলকেই অবশ্য এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের দলে যেমন রয়ের চোট আছে। উইলিয়ামসকে মাঝপথে চোটের জন্য তুলে নিতে হল। কিয়ানেরও চোট হয়েছে। কাউকো ১৫ দিন পরে মাঠে নামল। এই রকম একটা কঠিন সময়েও দল যখন বিপক্ষকে চাপে রাখতে পারছে, আক্রমণ তৈরি করছে, প্রচুর গোলের সুযোগ পাচ্ছে, তখন আমার খুশি হওয়ারই কথা। কিন্তু অন্য দলগুলোর মতো আমাদেরও নানা সমস্যা সত্ত্বেও মাঠে দল নামাতে হচ্ছে। এই অবস্থায় ছেলেদের পাশে দাঁড়াতেই হবে।

জনি কাউকোর প্রত্যাবর্তন দলকে কতটা উজ্জীবিত করেছে?

গতকালই ও (সুস্থ হওয়ার পরে) প্রথম অনুশীলনে নামে। এখনও ও ভাল অবস্থায় নেই। ওর চোট পাওয়ার ঝুঁকি যথেষ্ট। খেলোয়াড়রা যদি সারাক্ষণ ঘরবন্দী হয়ে থাকে, অনুশীলন করতে না পারে, তা হলে সেটা মোটেই ভাল নয়। তবে এই সমস্যা সব দলেরই রয়েছে।

রয় কৃষ্ণকে আজ স্কোয়াডে রাখা হল না কেন?

ওর চোটের জন্য। তিন সপ্তাহ আগে ওড়িশার বিরুদ্ধে ম্যাচে ৬২ মিনিটে ওর হ্যামস্ট্রিং সমস্যা শুরু হয়। হায়দরাবাদ এফসি, এসসি ইস্টবেঙ্গল কোনও ম্যাচেই খেলতে পারেনি। ও এখনও সুস্থ হয়ে ওঠেনি বলে স্কোয়াডে ছিল না। তবে ও দ্রুত সুস্থ হয়ে উঠছে।

সন্দেশ ঝিঙ্গানকে মাঠে কবে দেখা যাবে?

ওর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। ওর এখন প্রি-সিজন চলছে। আমাদের কাছে ও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই ওকে নিয়ে তাড়াহুড়ো করে অযথা নতুন চোটের ঝুঁকি নিতে চাই না। ওর প্রস্তুতি চলছে। একশো শতাংশ প্রস্তুতি নিতে পারছে না। কারণ, পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ আমরা তেমন পাচ্ছি না। তবে ধাপে ধাপে ও তৈরি হয়ে উঠবে। স্কোয়াডে থাকছে। ওকে মাঠে নামাতে চাই। কিন্তু ম্যাচগুলোতে এত তীব্রতা থাকছে যে, ওকে নামানো যাচ্ছে না। ওকে (চোট থেকে) বাঁচানোটাও তো আমাদের কাজ।

এর পরে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে, যারা এখন সেরা ফর্মে রয়েছে। ওদের বিরুদ্ধে কী পরিকল্পনা?

পরিকল্পনা তো রয়েছেই। কিন্তু সেটা বলতে পারব না। আমার ইচ্ছা, উদ্দেশ্য এখন কাউকে জানাতে পারব না। তবে এখন এই পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি নেব আমরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.