Mohun Bagan vs East Bengal: মোহনবাগান সুপার জায়ান্ট দলের অন্যতম সেরা তরুণ তারকা কিয়ান নাসিরি। ২০২২ সালের জানুয়ারিতে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে হ্যাটট্রিক করে সকলকে অবাক করেছিলেন তিনি। মেরিনার্সকে ISL-এ বিখ্যাত কলকাতা ডার্বিতে জয়ী হতে সাহায্য করেছিলেন জামশেদ নাসিরির ছেলে। ১৯৮০-এর দশকে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে ফেডারেশন কাপ এবং আইএফএ শিল্ড জিততে সাহায্য করেছিলেন বাবা জামশেদ নাসিরি। ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তবে তাঁর ছেলে সবুজ মেরুন জার্সিতে চমক দেখাচ্ছেন।
কিয়ান ২০১৯ সালে যুব তারকা হিসেবে মোহনবাগানে যোগ দিয়েছিলেন এবং প্রথম দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার জন্য স্থিরভাবে কাজ করে চলেছেন। ২০২২ সালের কলকাতা ডার্বিতে দীপক টাংড়ির বিকল্প হিসাবে এসে শেষ ৩০ মিনিটে তিনটি গোল করেছিলেন কিয়ান। আইএসএল ইতিহাসের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক স্কোরার হয়েছিলেন তিনি।
আর কয়েক দিন পরেই আবার একটি ডার্বির সাক্ষি থাকবে ফুটবল ময়দান। তবে তার আগে ২০২২ সালের সেই ডার্বি ম্যাচ নিয়ে মুখ খুলেছেন কিয়ান নাসিরি। তিনি বলেছেন, ‘আমার কাছে এটা খুবই অবাক করার বিষয় ছিল। কারণ আমি মনে করিনি যে এটা আসলে বড় কোনও একটা বিষয়। কিন্তু এটা খুবই বিশাল ছিল। শুধু আমার জন্য নয় এটা আমার পরিবারের জন্য ও সমস্ত সমর্থকদের জন্যও অনেক বড় বিষয় ছিল। আমার বাবা সারাজীবন ইস্টবেঙ্গল এফসি-এর হয়ে খেলেছেন আর আমি অন্য দলের হয়ে। আমি সেই মুহূর্তটা উপভোগ করেছি, এখনও সেটা নিয়ে ভাবি, তবে সেটা এখন অতীত এবং তাই আমি পরবর্তী ডার্বির জন্য অপেক্ষা করছি।’
কিয়ান নাসিরি আরও বলেছেন, ‘বাড়িতে, এটা নিয়ে সত্যিই কোনও লড়াই হয় না। তারা শুধু চায় আমি খেলি এবং ভালো করি, সেটা যেখানেই হোক না কেন, সেটা বড় দল হোক বা ছোট দল। তবে হ্যাঁ, প্রথম দিকে আমি আমার বাবাকে নিয়ে মজা করতাম এবং বলতাম ‘তুমি জানো, আমি তোমার দলকে হারিয়েছি।’ এছাড়াও, আমি গোল করেছি, সেটা শুনে তিনি হাসতেন। আমি কোথায় আছি এবং আমি কী করছি তা নিয়ে আমার বাবা-মা সত্যিই খুশি।’
বাড়ির পরিবেশ নিয়ে কিয়ান বলেছেন, ‘ফুটবল হল সেই বিষয় যেই পথটিকে আমি বেছে নিয়েছিলাম এবং এই পথেই হাঁটতে চেয়েছিলাম। এতে আমার বাবা ও মায়ের বড় ভূমিকা রয়েছে। তারা এটা সমর্থন করেছে। আমি এটি নিয়ে সত্যিই খুশি ছিলাম। তবে হ্যা বাবার সঙ্গে ফুটবল নিয়ে বেশি কথা বলি না। তবে হ্যা তিনি ছোট ছোট কিছু পয়েন্ট বলে দেন। কিন্তু সকলে যেটা ভাবে আমাদের মধ্যে তেমনটা হয় না। এটা এমন নয় যে আমি বাড়িতে যেতেই বাবার সঙ্গে ম্যাচ নিয়ে কথা বলব। আমাদের মধ্যে সাধারণ আলোচনা হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।