বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ‘আমি বলই পাচ্ছি না’, গোল করতে না পারা নিয়ে অজুহাত রয় কৃষ্ণের

‘আমি বলই পাচ্ছি না’, গোল করতে না পারা নিয়ে অজুহাত রয় কৃষ্ণের

চেনা ছন্দে নেই রয় কৃষ্ণ।

এই বার আইএসএলে ৬ ম্যাচ খেলে ৩ গোল করেছেন রয় কৃষ্ণ। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধেও ৩-৩ ড্র করে এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে অবশ্য একটি গোল করেছেন রয় কৃষ্ণ। তবে তাঁর পারফরম্যান্সের চেনা ঝাঁজটা যেন উধাও।

এ বার আর নিজের চেনা ছন্দে নেই রয় কৃষ্ণ। বহু দিন ধরেই তাঁর গোলের খরা চলছে। সেই সঙ্গে জয়ের দেখা নেই এটিকে মোহনবাগানেরও। শেষ চার ম্যাচে ম্য়াচে দু'টিতে হেরেছে সবুজ-মেরুন ব্রিগেড। দু'টি ম্যাচ তারা ড্র করেছে। শেষ ৪ ম্যাচে তারা মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধেও ৩-৩ ড্র করে এটিকে মোহনবাগান। পেনাল্টি থেকে অবশ্য একটি গোল করেছেন রয় কৃষ্ণ। তবে তাঁর পারফরম্যান্সের ঝাঁজটা যেন উধাও। নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে রয় কৃষ্ণ দাবি করেছেন, ‘জানি না, ভুল হচ্ছে কোথাও। আমি সামনের দিকে বল পাচ্ছি না। তাই মাঝমাঠে নেমে আসতে হচ্ছে আমাকে। তা ছাড়া, সব দলের ডিফেন্ডাররা এখন আমার খেলা বুঝে ফেলেছে, তাই ওরা আমাকে আটকানোর কাজটা এখন ভাল ভাবেই করছে।’

পাশাপাশি তারা যে দল হিসেবেও ভালো খেলতে পারিনি, সে কথাও জানাতে ভুললেন না রয় কৃষ্ণ। তিনি বলেছেন, ‘দল হিসেবে আমাদের আরও ভালো করতে হবে। আমাদের দল ভালো। কিন্তু আজ আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। ভাগ্য ভালো যে হেরে যাইনি। তাই এক পয়েন্ট নিয়েই খুশি। তবে দল হিসেবে আজ আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি।’

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কারজয়ী এটিকে মোহনবাগানের সাইড-ব্যাক শুভাশিস বোসও এক পয়েন্টে মোটেই খুশি নন। তিনি আবার বলেছেন, ‘আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। পুরো তিন পয়েন্ট প্রাপ্য ছিল আমাদের। শুরুতে গোল করে এগিয়েও গিয়েছিলাম। কিন্তু তার পরেই গোল খেয়ে যাই। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের এখনও অনেক সংশোধন করতে হবে। গোল করার পরে আর গোল খাওয়া চলবে না। নিজেদের শোধরাতে পারলে সেরা চারে থাকতে পারব। বেঙ্গালুরু এফসি ভালো লড়াই করেছে। আমরাও একশো শতাংশ দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, ম্যাচটা ড্র হয়ে গেল। আশা করি পরের ম্যাচে জিতব।’ আগামী মঙ্গলবার এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে।

বন্ধ করুন