শুভব্রত মুখার্জি: স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা এবং আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি একটা সময়ে সমার্থক হয়ে উঠেছিলেন। অন্ততপক্ষে কয়েক বছর আগেও বিষয়টা এমন ছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বদলে যায়। বার্সেলোনার আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে লিওনেল মেসিকে আর ধরে রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। বার্সার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল মেসির। সেই মেসিই শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে পিএসজিতে চলে আসতে বাধ্য হন। তবে ফের কি আর্জেন্তিনার তারকা বার্সায় ফিরবেন? জানতে চাওয়া হয়েছিল মেসির বাবার থেকে। যার উত্তরে তিনি স্পষ্ট জানান, বার্সেলোনাতে মেসির ফেরার আর সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Europa League Play-Off: ন্যু ক্যাম্পে বার্সার সঙ্গে জোর টক্কর ইউনাইটেডের,২-২ ড্র
পিএসজির সঙ্গে লিওনেল মেসি চুক্তি এখনও পর্যন্ত নবীকরন হয়নি। ফলে তাঁর ভবিষ্যত নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছে তাঁর বার্সেলোনায় ফেরার জল্পনাও। তবে লিও মেসির বাবা জর্জে মেসি স্পষ্ট করে দিয়েছেন, কাতালান ক্লাবের তরফ থেকে কোনও প্রস্তাব পাননি মেসি। ফলে তাঁর বার্সাতে ফেরার আশা একেবারে নেই বললেই চলে।
আর্থিক দুরাবস্থায় জেরবার ছিল বার্সেলোনা। ফলে বাধ্য হয়েই মেসিকে ছাড়তে হয় তাদের। প্রায় দু'দশকের সম্পর্ক শেষ করে ২০২১ সালের অগস্টে পিএসজি-তে যোগ দেন মেসি। রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার কাতার বিশ্বকাপে তাঁর দেশকেও এনে দিয়েছেন শিরোপা। প্রায় ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্তিনা।পিএসজি-র সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুন মাসেই। বিশেষজ্ঞদের মতে, পিএসজি তাঁকে আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ করাতে চায়। তবে এখনও তাতে সম্মতি জানাননি ৩৫ বছরের তারকা।
আরও পড়ুন: ISL-এর প্লে অফের শেষ ৪ জায়গার জন্য লড়াইয়ে ৫ দল, ATKMB-র সমীকরণ কী?জেনে নিন অঙ্ক
বার্সেলোনাতে গত বৃহস্পতিবার দেখা গিয়েছিল মেসির বাবাকে। বার্সেলোনাতে মেসির ফেরার সম্ভাবনা নিয়ে জর্জে মেসি অবশ্য জানিয়েছেন, ‘আমার মনে হয় না লিও (মেসি) ফের বার্সেলোনার হয়ে খেলবে। আমাদের (বার্সেলোনা সভাপতি) লাপোর্তার সঙ্গে কথা হয়নি। ক্লাবের তরফেও কোনও প্রস্তাব পাইনি আমরা।’ উল্লেখ্য, চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজি-র হয়ে ২৬টি ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১৫টি গোল। পাশাপাশি রয়েছে ১৪টি অ্যাসিস্ট। কাতারে ফাইনালে আর্জেন্তিনার হয়ে দু'টি গোল করেছিলেন মেসি। অতিরিক্ত সময়ে খেলা ৩-৩ থাকার পরে পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল জিতেছিল মেসির আর্জেন্তিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।