আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেরোকা এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং। সেই সুবাদে তারা খেতাব জয়ের দৌড়ে টিকে রইল আপাতত।
ম্যাচের দুই অর্ধে প্রতিপক্ষের জালে দু'বার বল জড়ায় মহামেডান। প্রথমার্ধে গোল করেন মার্কাস জোসেফ। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মহামেডান।
আরও পড়ুন:- ইভান গঞ্জালেজের পর এ বার জামশেদপুর এফসি-র প্রতিভাবান ফুটবলারকে সই ইস্টবেঙ্গলের
দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি মহামেডান। তবে সংযোজিত সময়ে গোল পেয়ে যান হেনরি কিসেকা। তিনি ৯০+১ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৫ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের শেষ রক্ষণ ভেদ করেন কিসেকা। তাঁকে গোলের পাস বাড়িয়ে দেন জোসেফ।
মহামেডানের সুবিধা হয় দিনের অপর ম্যাচে চার্চিল ব্রাদার্সের সঙ্গে গোকুলাম কেরালা ১-১ গোলে ড্র করায়। গোকুলাম পয়েন্ট ভাগ করায় লিগ টেবিলে মহামেডানের সঙ্গে ব্যবধান কমে তাদের। আপাতত ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে রয়েছে গোকুলাম। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহামেডান স্পোর্টিং। নেরোকা ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের একেবারে শেষে অবস্থান করছে।