শুভব্রত মুখার্জি
২৬ ডিসেম্বর কলকাতাতে ট্রাউ এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচের মধ্যে দিয়ে ২০২১-২২ মরশুমের আই লিগের সূচনা হয়েছে। দ্বিতীয় দিনে চলতি আই লিগে তাদের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য কলকাতার একমাত্র প্রতিনিধি হিসেবে আই লিগে খেলছে 'ব্ল্যাক প্যান্থার্সরা'। প্রথম ম্যাচে দিল্লির ক্লাব সুদেবা এফসির বিরুদ্ধে ২-১ গোলে সহজ জয় দিয়ে অভিযান শুরু করল সাদা-কালো ব্রিগেড।
এদিন ম্যাচের প্রথম থেকেই মিডফিল্ডে বল নিজেদের দখলে রাখতে সক্ষম হয় মহামেডান স্পোর্টিং। প্রথমদিকে বেশ কিছু সুযোগ তৈরি হলেও মহামেডানের বিরুদ্ধে সুদেবার ডিফেন্স ভালো খেলার ফলে তারা গোলমুখ খুলতে পারেনি। ১৩তম মিনিটে এসকে ফৈয়াজ মহামেডানের হয়ে প্রথম গোল করে তাদের লিড এনে দেন। অধিনায়ক নিকোলা স্টোজানোভিচের ক্রস থেকে গোলটি করেন ফৈয়াজ। ২০তম মিনিটে ফৈয়াজ হলুদ কার্ড দেখেন।
বিরতিতে যাওয়ার সময় মহামেডান স্পোর্টিং ১-০ গোলে এগিয়ে ছিল। ৫৩ মিনিটে মিডফিল্ডার ব্র্যান্ডন ভানলালরেমডিকা উঁচু করে পাস বাড়ান জোসেফকে। জোসেফ এবং মল্লিক নিজেদের মধ্যে পাস খেলে সুদেবার ডিফেন্স ভেঙে কার্যত ঢুকে আসেন। জোসেফ জোরালো শটে মহামেডানকে ২-০ গোলে এগিয়ে দেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সুদেবার হয়ে অভিজিৎ সরকার একটি গোল শোধ করলেও শেষ রক্ষা করতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।